WB Elections 2021 Live Updates: হাওড়ায় রাজীবকে কালো পতাকা, বিক্ষোভকারীর উপরে লাঠিচার্জ নিরাপত্তারক্ষীর

West Bengal Assembly Elections 2021: গোসাবার বাদামতলা এলাকায় বিস্ফোরণ। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, দাবি তৃণমূলের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Mar 2021 07:03 AM
WB Election 2021 LIVE: হাওড়ায় রাজীবকে কালো পতাকা, বিক্ষোভকারীর উপরে লাঠিচার্জ নিরাপত্তারক্ষীর

হাওড়ার সলপে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা। এক বিক্ষোভকারীর উপরে নিরাপত্তারক্ষীর লাঠিচার্জ ঘিরে উত্তেজনা। প্রতিবাদে অবরোধ। ঘটনাস্থলে ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ। বাহিনী দিয়ে সন্ত্রাস তৈরির চেষ্টা, অভিযোগ তৃণমূলের। ব্যক্তিগত হতাশা থেকেই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ, পাল্টা অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal Election 2021 LIVE: খালোড় কালীবাড়িতে পুজো দিয়ে  প্রচার শুরু করেন বাগনানের তৃণমূল প্রার্থী 

বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন খালোড় কালীবাড়িতে পুজো দিয়ে শুরু করেন প্রচার। মন্দিরে আসা নবদম্পতিদের কাছেও ভোট দেওয়ার আবেদন জানান বাগনানের গত ২ বারের বিধায়ক। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থী।

WB Election 2021 LIVE: সতীপীঠ ফুল্লরায় পুজো দিয়ে প্রচার শুরু লাভপুরে তৃণমূলের প্রার্থীর

লাভপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। এদিন সতীপীঠ ফুল্লরায় পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। দেওয়াল লেখার পাশাপাশি, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। এবারের ভোটে তিনি নতুন মুখ। গত বিধানসভা নির্বাচনে লাভপুর কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী মনিরুল ইসলাম। পরে তিনি বিজেপিতে যোগ দেন। 

West Bengal Election 2021 LIVE: 'পোস্টাল ব্যালটের কারচুপির আশঙ্কা', পুলিশ পর্যবেক্ষকের কাছে অভিযোগ বিজেপির

রাজ্যে এসেই পরপর বৈঠকে ২ পুলিশ পর্যবেক্ষক। সিইও, এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক। ২ পুলিশ পর্যবেক্ষকের কাছে বিজেপির প্রতিনিধিদল। ভোটের অশান্তির আশঙ্কায় পর্যবেক্ষকের কাছে নালিশ। পুলিশের পোস্টাল ব্যালটের কারচুপির আশঙ্কায় অভিযোগ। আগের ভোটে অশান্তির প্রসঙ্গ তুলে অভিযোগ। 

WB Election 2021 LIVE:  বিজেপিতে যোগ দিয়েছেন, দাবি জটু লাহিড়ির

বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করলেন শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। প্রার্থীপদ না পাওয়ায় অসম্মানিত হয়েই সিদ্ধান্ত, জানিয়েছেন শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। এরকম কোনও খবর তাঁর কাছে নেই, দাবি বিজেপির জেলা সভাপতির।

West Bengal Elections 2021 Live Updates: মনোজ তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ

শিবপুর বিধানসভা আসনে মনোজ তিওয়ারিকে প্রার্থী করায় দাশনগরের শানপুর মোড়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। মনোজ তিওয়ারিকে বহিরাগত বলে দাবি করে ভূমিপুত্র ও হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরাকে প্রার্থী করতে হবে বলে বিক্ষুদ্ধ তৃণমূল কর্মীদের দাবি। গতকালও এই এলাকায় ফেস্টুন টাঙিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। 

West Bengal Elections 2021 Live Updates: মনিরুলের বিরুদ্ধে পোস্টার

এখনও প্রকাশ হয়নি বিজেপির প্রার্থী তালিকা। তার আগেই বিজেপি নেতা মনিরুল ইসলামকে প্রার্থী না করার দাবিতে লাভপুরের পার্টি অফিসে পড়ল পোস্টার। মনিরুল-মুক্ত লাভপুর চাই বলে বিজেপি সাধারণ কর্মীবৃন্দের নামে পোস্টার লাগানো হয়েছে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে পরে বিজেপিতে যোগ দেন মনিরুল ইসলাম। বিজেপি নেতার প্রতিক্রিয়া মেলেনি। গেরুয়া শিবিরের দাবি, পোস্টার লাগানোর নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা দাবি শাসকদলের। 

West Bengal Elections 2021 Live Updates: ব্রিগেডে অক্ষয়ের উপস্থিতি ঘিরে জল্পনা

আগামীকাল ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রীর সভায় অক্ষয় কুমারের উপস্থিতি ঘিরে জল্পনা। গেরুয়া শিবিরের একটি সূত্রের দাবি, ব্রিগেডে হাজির থাকতে পারেন বলিউডের অভিনেতা। যদিও রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এই দাবি নস্যাৎ করে দিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হ্যাঙ্গার দিয়ে তৈরি হচ্ছে মূল মঞ্চ। এখানেই এলইডি দিয়ে তৈরি ভিডিও ওয়াল থাকবে। মূল মঞ্চের পাশেই তৈরি হচ্ছে আরও দুটি মঞ্চ। আজ সকাল থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সভাস্থলের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন বিজেপি নেতারা। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। সেখানে প্রধানমন্ত্রীর ভাষণ শোনানোর ব্যবস্থা থাকছে। 

West Bengal Elections 2021 Live Updates: শঙ্কর আঢ্যকে বনগাঁ উত্তর থেকে প্রার্থী করার দাবি

বিধানসভা ভোটে বনগাঁ উত্তর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করতে হবে বনগাঁ পুরসভার প্রশাসক শঙ্কর আঢ্যকে, এই দাবিতে যশোর রোডের বাটার মোড়ে তৃণমূল কর্মীদের অবরোধ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এর আগে শঙ্কর আঢ্যর সমর্থনে সোশাল মিডিয়াতেও প্রচার শুরু হয়। 

West Bengal Elections 2021 Live Updates: ক্ষুব্ধ দীপালি সাহা

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন বাঁকুড়ার সোনামুখীর প্রাক্তন বিধায়ক দীপালি সাহা। ২০১১-র বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হন দীপালী সাহা। ২০১৬-য় তিনি জোট সমর্থিত সিপিএম প্রার্থী অজিত রায়ের কাছে পরাজিত হন। এবার সোনামুখী কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন দলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা।

West Bengal Elections 2021 Live Updates: পশ্চিমবঙ্গের ১৩ আসনে কংগ্রেস প্রার্থীদের নাম নিয়ে আলোচনা

পশ্চিমবঙ্গের ১৩ আসনে কংগ্রেস প্রার্থীদের নাম নিয়ে আলোচনা। প্রথম দু’দফায় ১৩ আসন নিয়ে আলোচনা কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। ১১ আসনে প্রার্থীর নাম চূড়ান্ত। আজ সন্ধেয় প্রার্থীদের নাম ঘোষণার সম্ভাবনা।

West Bengal Elections 2021 Live Updates: বিজেপিতে যোগ দিয়েছেন, দাবি জটু লাহিড়ির

বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি জটু লাহিড়ির। শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। প্রার্থীপদ না পাওয়ায় অসম্মানিত হয়েই সিদ্ধান্ত, জানিয়েছেন শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। এরকম কোনও খবর তাঁর কাছে নেই, দাবি বিজেপির জেলা সভাপতির।

West Bengal Elections 2021 Live Updates: সবে তো খেলা শুরু হল, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙছে তাদের দলেরই কর্মীরা। দল ছেড়ে চলে যাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে, সবে তো খেলা শুরু হল। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দলীয় কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে শাসকদলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 

West Bengal Elections 2021 Live Updates: আমডাঙায় তৃণমূল প্রার্থী নিয়ে ক্ষোভ

গতকাল পথ অবরোধের পর এবার আমডাঙায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে না নামার সিদ্ধান্ত বিদায়ী বিধায়ক-সহ দলের স্থানীয় নেতৃত্বের। আমডাঙার গত ২ বারের বিধায়ক রফিকুর রহমানের পরিবর্তে তৃণমূল এবার প্রার্থী করেছে বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী মোর্তাজা হোসেনকে। বহিরাগত প্রার্থীকে মানতে নারাজ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। বিক্ষুব্ধদের নিয়ে বৈঠকে বসেছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক রফিকুর রহমান।

West Bengal Elections 2021 Live Updates: ভাঙড়ে বিক্ষোভ আরাবুলের অনুগামীদের

ভাঙড়ে তৃণমূলের দাপুটে নেতা তথা সম্পদ বলে পরিচিত আরাবুল ইসলামকে প্রার্থী করেনি দল। উল্টে ভাঙড়ে প্রার্থী করা হয়েছে গত লোকসভা ভোটে বীরভূম থেকে বাম সমর্থিত নির্দল প্রার্থী চিকিৎ‍সক রেজাউল করিমকে। তারই জেরে ভাঙড়ে বিক্ষোভ দেখাচ্ছেন আরাবুলের অনুগামীরা। 

West Bengal Elections 2021 Live Updates: চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতিকে বহিষ্কার

মালদার চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতিকে বহিষ্কার। দলবিরোধী কাজ করার জন্য বহিষ্কার সুনীত সরকারকে। অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত সভাপতি।

West Bengal Elections 2021 Live Updates: প্রার্থী হতে না পেরে ক্ষোভ

টিকিট পেলেন না রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুর থেকে এবার তৃণমূল প্রার্থী হচ্ছেন মাস্টারমশাইয়ের বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত বেচারাম মান্না। হরিপাল থেকে লড়বেন বেচারামের স্ত্রী। সাতগাছিয়ায় টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন সোনালী গুহ। প্রার্থীতালিকায় নাম না থাকায় আরাবুল ইসলামের প্রতিক্রিয়া, দলে আমার প্রয়োজন ফুরলো।

West Bengal Elections 2021 Live Updates: তারুণ্যে জোর বামেদের

প্রার্থী বাছাইয়ে তারুণ্যে জোর বামেদের। সেই সঙ্গে ফিরিয়ে আনা হল সুশান্ত ঘোষ, তপন ঘোষ, হিমাংশু দাসের মতো একদা দাপুটে নেতাদের। শুক্রবার প্রথম দু’দফার প্রার্থীতালিকা ঘোষণা করে বাম-কংগ্রেস-আইএসএফ-এর সংযুক্ত মোর্চা। তবে নন্দীগ্রামে কে লড়বে, তা এখনও ঘোষণা করা হয়নি।

West Bengal Elections 2021 Live Updates: কাল মোদির ব্রিগেড, চলছে প্রস্তুতি

আগামীকাল বিজেপির ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হ্যাঙ্গার দিয়ে তৈরি হচ্ছে মূল মঞ্চ। এখানেই এলইডি দিয়ে তৈরি ভিডিও ওয়াল থাকবে। মূল মঞ্চের পাশেই তৈরি হচ্ছে আরও দুটি মঞ্চ। আজ সকাল থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সভাস্থলের ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন বিজেপি নেতারা। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। সেখানে প্রধানমন্ত্রীর ভাষণ শোনানোর ব্যবস্থা থাকছে।

West Bengal Elections 2021 Live Updates: খড়দায় দুষ্কৃতীদের অসামাজিক কাজের প্রতিবাদ করায় ‘বোমাবাজি’

উত্তর ২৪ পরগনার খড়দার জ্যোতি কলোনি এলাকায় বোমাবাজি। দুষ্কৃতীদের অসামাজিক কাজের প্রতিবাদ করায় ‘বোমাবাজি’। বোমার আঘাতে ভাঙল বাড়ির জানলার কাচ। একটি কৌটো বোমা উদ্ধার করেছে রহড়া থানার পুলিশ।

West Bengal Elections 2021 Live Updates: গোসাবায় বিস্ফোরণ, জখম ৬ বিজেপি কর্মী

গোসাবায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম ৬ বিজেপি কর্মী। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে গোসাবার বাদামতলা এলাকায়। আহতদের পরিবারের দাবি, অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের পাল্টা দাবি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া স্থানীয় নেতা বরুণ প্রামাণিকের মদতে বিজেপি কর্মী বলরাম মণ্ডলের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর জখম ৬ বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal Elections 2021 Live Updates: শোভনের কেন্দ্রে রত্না

শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্রে মমতার হাতিয়ার রত্না চট্টোপাধ্যায়, আরামবাগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। বেহালা পূর্ব কেন্দ্র থেকেই দাঁড়াতে চাই, টিকিট চাইব দলের কাছে, হুঁশিয়ারি শোভনের।

West Bengal Elections 2021 Live Updates: টিকিট পেলেন না দেবশ্রী রায়

বারাসাতে ফের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। রায়দিঘিতে টিকিট পেলেন না দেবশ্রী রায়। বাঁকুড়া থেকে লড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে সোহম চক্রবর্তী। 

West Bengal Elections 2021 Live Updates: তৃণমূলের তারকা-চমক

ভোটে তৃণমূলের তালিকায় একাধিক তারকা। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ, রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সি, কৃষ্ণনগর উত্তরে কৌশানি মুখোপাধ্যায়। মেদিনীপুরে জুন মাল্য।

West Bengal Elections 2021 Live Updates: মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

ভবানীপুর শোভনদেবকে ছেড়ে শুধু নন্দীগ্রামেই দাঁড়াচ্ছেন মমতা। রাসবিহারীতে দেবাশিস কুমার। আমি দাঁড়াই, বা অন্য কেউ, হারাবই মমতাকে, চ্যালেঞ্জ শুভেন্দুর। 

প্রেক্ষাপট

কলকাতা: ভবানীপুর নয়, একমাত্র নন্দীগ্রাম থেকেই ভোটে লড়বেন। ২৯১ আসনের প্রার্থীতালিকা প্রকাশ করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন নিজের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন? পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ভোটে বাহিনী নিয়েও তরজায় জড়িয়েছে দু’পক্ষ। 


ভবানীপুর নয়, নন্দীগ্রাম। দুটি বিধানসভা কেন্দ্র নয়, একটি মাত্র কেন্দ্র থেকেই এবারের হাইভোল্টেজ বিধানসভা ভোটে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লড়াইয়ের শেষে কার মুখে হাসি থাকবে, আর কে রংয়ে মাতোয়ারা হবে, তা নিয়ে এখন জোর বাগযুদ্ধ।


মমতা বলেছেন, ‘ভবানীপুর থেকে এখনও পর্যন্ত ৭ বার প্রতিদ্বন্দ্বিতা করেছি। সংসদীয় নির্বাচনে সেখান থেকে ৫ বার জিতেছি। ২ বার বিধায়ক নির্বাচিত হয়েছি। প্রয়োজন হলে পরে আবার দাঁড়াব। কিন্তু এ বারে ভবানীপুর সহকর্মী শোভনদেব চট্টোপাধ্যায়কে দিচ্ছি। ওঁর বাড়ি ওখানে। ওই পাড়ায় মানুষ হয়েছেন। তা ছাড়া আমি ভবানীপুরে দাঁড়ালাম কী না দাঁড়ালাম, সেটা বড় কথা নয়। ভবানীপুর আমার হাতের মুঠোয় থাকে। ক্লাব, পুজো কমিটি সবটাই করি। এটা স্মাইলি ভোট। ২ মের পর আপনাদের মুখেও স্মাইল থাকবে, আমার মুখেও স্মাইল থাকবে।’


পাল্টা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘কেন মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন? কারণ, ওখানে লড়াই করতে ভয় পেয়েছেন মাননীয়া। এ বার ভবানীপুরে দাঁড়ালে উনি নিশ্চিত হেরে যেতেন। লড়াইয়ের ময়দানে দেখা হবে। আর ২ তারিখে গননার দিন এখানে সবুজ আবির সরিয়ে গেরুয়া আবির ওড়াব। মেদিনীপুরের মাটি, দুর্জয় ঘাঁটি।’


ভোটে পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও দুপক্ষের মধ্যে এখন জোর তরজা। মমতা বলেছেন, ‘আমি চাই রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় পুলিশ হাতে হাত মিলিয়ে কাজ করুক। তবে বাইরে এসে কারোর জন্য ভোট করাব কিংবা কারোর নির্দেশে কাজ করব এটা যেন না হয়।’


পাল্টা বাবুল সুপ্রিয় বলেছেন, ‘নির্বাচন কমিশনকে ধন্যবাদ যে তারা ভোট লুঠ রুখতে ব্যবস্থা নিয়েছে। মমতা জানেন, এবার সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকবে।’


নবান্নের রাশ আগামী ৫ বছর কার হাতে? এখন বাগযুদ্ধ। আট দফায় ভোটযুদ্ধ। ২ মে ফল ঘোষণা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.