সমিত সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুর: শালবনি বিধানসভা আসনের গড়বেতা ৩ নম্বরে ভেলাইয়া গ্রামে ভোটের খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। গাড়িতে ভাঙচুর। জখম হয়েছেন এবিপি আনন্দর কয়েকজন। ঘটনার সূত্রপাত শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভ ঘিরে। ভেলাইয়া গ্রামের একটি বুথে যান সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষ। বুথ থেকে সুশান্ত ঘোষ বেরোনোর পরই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা তৃণমূল কর্মী-সমর্থক বলে অভিযোগ। তাঁর গাড়িতে হামলা চলে। বুথের ভেতরে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যেখানে বিক্ষোভের ঘটনা ঘটে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন না। বিক্ষোভের মুখে সুশান্ত ঘোষকে তাঁর নিরাপত্তা কর্মীরা বের করে নিয়ে যান।
এরপরই এবিপি আনন্দর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় এবিপি আনন্দর কয়েকজন জখম হয়েছেন। এরপরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়।
এর আগে কেউদি জামবনি গ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁকে কঙ্কালকাণ্ডের নায়ক বলেও কটাক্ষ করা হয় বলে অভিযোগ। শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সংযুক্ত মোর্চার প্রার্থী। তাঁদের এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাম প্রার্থী। এজেন্ট বসানোকে কেন্দ্র করে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসাও বাধে তাঁর।
শালবনির বিভিন্ন বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সংযুক্ত মোর্চা সমর্থিত শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের। এজেন্ট বসানোকে কেন্দ্র করে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসা বাধে বাম প্রার্থীর।