WB ABP-Cvoter Exit Poll Results 2021: কোন দফায় কোন দলের কত আসন, প্রাপ্ত ভোটের হার? কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

তৃতীয় দফায় ৩১ আসনে ভোটগ্রহণ হয়েছিল। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,  এই পর্বে তৃণমূল পেতে পারে ১৯ আসন। বিজেপি  পেতে পারে ১২ আসন। এই দফায় খালি হাতে ফিরতে হবে পারে সংযুক্ত মোর্চাকে।

Continues below advertisement


কলকাতা: রাজ্যে আজই অষ্টম দফার ভোট শেষ হয়েছে। সেইসঙ্গে শেষ হয়েছে রাজ্য বিধানসভা নির্বাচনে ২৯২ আসনে আট দফায় ভোটদান পর্ব।  সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, প্রথম পর্বে যে ৩০ আসনে ভোটগ্রহণ করা হয়েছিল তার মধ্যে তৃণমূল পেতে পারে ১৪ আসন, বিজেপি পেতে পারে ১৫ আসন। সংযুক্ত মোর্চার পক্ষে যেতে পারে একটি আসন। 
ভোটের হারের নিরিখে তৃণমূল পেতে পারে ৪২ শতাংশ ভোট। বিজেপির ঝুলিতে যেতে পারে ৪৩ শতাংশ ভোট। সংযুক্ত মোর্চা পেতে পারে ১১ শতাংশ ভোট। অন্যরা পেতে পারে ৪ শতাংশ ভোট। 
দ্বিতীয় দফায় ৩০ আসনে ভোট হয়েছিল। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই পর্বে ১৬ টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপি পেতে পারে ১৩ আসন। সংযুক্ত মোর্চার খাতায় যেতে পারে ১ আসন। 
এই পর্বে ৪২ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল। ৩৭ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৫ শতাংশ ভোট। 
তৃতীয় দফায় ৩১ আসনে ভোটগ্রহণ হয়েছিল। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,  এই পর্বে তৃণমূল পেতে পারে ১৯ আসন। বিজেপি  পেতে পারে ১২ আসন। এই দফায় খালি হাতে ফিরতে হবে পারে সংযুক্ত মোর্চাকে।
তৃতীয় দফায় তৃণমূল পেতে পারে ৪৬ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ ভোট। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৩ শতাংশ ভোট।

Continues below advertisement

চতুর্থ দফায় ৪৪ আসনে ভোট হয়েছিল। এরমধ্যে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল জিততে পারে ২১ আসনে। বিজেপি পেতে পারে ২১ আসন। সংযুক্ত মোর্চার ঝুলিতে যেতে পারে ২ আসন। 
এই পর্বে তৃণমূল পেতে পারে ৪৪ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৪১ শতাংশ ভোট। সংযুক্ত মোর্চা পেতে পারে ১২ শতাংশ ভোট। 

পঞ্চম দফায় মোট  ৪৫ আসনে ভোট হয়েছিল। এর মধ্যে সি ভোটার বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, এই পর্বে ২৫ আসন পেতে পারে তৃণমূল। বিজেপি পেতে পারে ১৮ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ২ আসন। 
এই পর্বে তৃণমূলের ভোটের হার হতে পারে ৪১ শতাংশ। বিজেপি পেতে পারে ৪২ শতাংশ ভোট। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৩ শতাংশ ভোট। 

ষষ্ঠ দফায়  ৪৩ আসনে ভোট হয়েছিল। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এই পর্বে তৃণমূল পেতে পারে ২৭ আসন। বিজেপি পেতে পারে ১৫ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১ আসন।
এই দফায় তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৩৯ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৪২ শতাংশ ভোট। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৬ শতাংশ ভোট। 
সপ্তম দফায় ভোট হয়েছিল ৩৪ আসনে। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, তৃণমূল পেতে পারে ২১ আসন। বিজেপি পেতে পারে ১০ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ৩ আসন। 
ভোটের হারের নিরিখে তৃণমূল পেতে পারে ৪৪ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৭ শতাংশ ভোট। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৭ শতাংশ ভোট। 

অষ্টম দফায়  ৩৫ আসনে ভোট হয়েছিল। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,  তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫ আসন।বিজেপি পেতে পারে ১১ আসন।সংযুক্ত মোর্চা পেতে পারে ৯ আসন। 
এই পর্বে তৃণমূল পেতে পারে  ৪২ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৯ শতাংশ ভোট। সংযুক্ত মোর্চার খাতায় যেতে পারে ১৭ শতাংশ ভোট।

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola