কলকাতা: ষষ্ঠ দফার (Lok Sabha Election 2024 Phase 6 Voting) ভোটে সপ্তমে উঠল অশান্তি। ভোটের আগের রাতে মহিষাদলে খুন হলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ঝাড়গ্রামে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। মাথা ফাটে তাঁর নিরাপত্তারক্ষীর। এবিপি আনন্দর গাড়ি ভাঙচুর করা হয়।  দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।


ভোটের আগের রাতে খুন তৃণমূল নেতা। ভোটের দুপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী। মাথয় ফাটল CISF-জওয়ানের। ষষ্ঠ দফার ভোট উৎসবে সপ্তমে উঠল অশান্তি। ভোটের আগের রাতে মহিষাদলে খুন হলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। এই ঘটনায়, বিজেপির বিরুদ্ধে উঠেছে খুনের অভিযোগ। এদিকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতায় রক্তাক্ত হল গণতন্ত্র। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময়, আক্রান্ত হলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। মাথা ফাটল তাঁর নিরাপত্তারক্ষীর। এদিকে, শনিবার ভোটের দিন সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ালেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কখনও পুলিশকে ধমকালেন। আবার কখনও তাঁর বিরুদ্ধেই উঠল গো ব্যাক স্লোগান। কখনও আবার এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে ছুটে গেলেন বুথে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের দিন কাটল কেশপুরেই। কখনও তাঁকে ঘিরে চোর চোর স্লোগান। কখনও আটকানো হল তাঁর গাড়ি। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। জ্বলল আগুন, গাড়ির সামনে রীতিমতো লাঠি খেলে হুঁশিয়ারি। কখনও পাল্টা হুঙ্কারও দিলেন বিজেপি প্রার্থী।

এদিকে চাকরি চোর থেকে গো ব্যাক স্লোগান, ভোটের ময়দানে এদিন এই সব কটাক্ষ শুনতে হল বিচারপতির পদ থেকে স্বেচ্ছাবসর নিয়ে বিজেপির হয়ে ভোট লড়তে নামা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। শনিবার দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে, ভগবানপুরের একটি বুথের কাছে বিজেপি নেতাকে মারধর করা হয়। বিজেপি নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও মারধর করা হয়। খবর পেয়ে সেখানে যান কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। SSB-এর এক জওয়ানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। শালতোড়ায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Cyclone Remal Update: বন্ধ ফেরি সার্ভিস, শুরু মাইকিং, রেমাল মোকাবিলায় প্রস্তুতি হুগলিতে