Car News: জীবনে প্রথম যখন কেউ নিজের গাড়ি কেনার কথা ভাবেন, তখন প্রত্যেকেই চান একটা ভাল গাড়ি কিনতে। এই গাড়ি চালিয়ে যেমন আরাম মিলবে, তেমনি গাড়ির সঙ্গে সঙ্গে এর মেনটেন্যান্স খুব ভালভাবে করা যাবে। কিছু কিছু বিষয় গাড়ি (Car Buying Tips) কেনার আগে অবশ্যই মাথায় রাখার দরকার হয়। এই বিষয়ে ভুল হয়ে গেলে গাড়ি কেনার পর অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। ফলে প্রথম গাড়ি কেনার আগে কী কী বিষয় মাথায় রাখবেন, দেখে নিন।


ভাল করে রিসার্চ করা দরকার


প্রথম গাড়ি কেনার আগে ভাল করে রিসার্চ করে নেওয়া দরকার। কোন মডেলটি (Car Buying Tips) আপনার জন্য ভাল হবে সেটা বুঝে গাড়ি কেনা উচিত। কী কী ফিচার্স চাইছেন গাড়িতে থাকুক, আপনার পছন্দের সব ফিচারই কী এই গাড়িতে থাকছে ? গাড়ির মেনটেন্যান্স, মাইলেজ কত পাওয়া যাচ্ছে ? এই সমস্ত বিষয়ে ভালভাবে যাচাই করে নেওয়া জরুরি।


প্ল্যাটফর্মটি বিশ্বাসযোগ্য হওয়া চাই


গাড়ি কেনার আগে একটা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম বেছে নেওয়া খুবই জরুরি। এই ধরনের পরিস্থিতিতে এমন কোনও প্ল্যাটফর্ম থেকে গাড়ি (Car Buying Tips) কেনা উচিত নয়, যেখানে শুধুমাত্র সস্তায় মিলছে বলে কিনে ফেলবেন। এতে আপনার সমস্যা আরও বাড়বে পরে। যে সমস্ত প্ল্যাটফর্ম অনলাইনে খুবই বিশ্বাসযোগ্য, সেখান থেকেই গাড়ি কেনা উচিত। এক্ষেত্রে জালিয়াতি করার কোনও জায়গাও থাকে না।


টেস্ট ড্রাইভ


গাড়ি (Car Buying Tips) কেনার আগে টেস্ট ড্রাইভ করে নেওয়া খুবই জরুরি। এ থেকে আপনি গাড়ি চালাতে কীরকম অভিজ্ঞতা হবে তা টের পাবেন। বাজে রাস্তায় চালালে গাড়ির পারফরম্যান্স কেমন হবে তাও বুঝতে পারবেন আপনি।


অভিজ্ঞ মানুষের সাহায্য নিন


আপনি নিজে যদি গাড়ি সম্পর্কে ভাল কিছু না জানেন, তাহলে যিনি এ বিষয়ে অভিজ্ঞ তাঁর সঙ্গে পরিকল্পনা করুন, আলোচনা করুন। এক্ষেত্রে আপনি যেহেতু তাঁকে বিশ্বাস করেন, তিনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন।


পেট্রোল নাকি ডিজেল কোন গাড়ি নেবেন


পেট্রোল গাড়ির দাম ডিজেল গাড়ির দামের তুলনায় অনেক সস্তা। পেট্রোলের দাম যদিও বাজারে ডিজেলের থেকে বেশি। কিন্তু পেট্রোল গাড়ির তুলনায় ডিজেল গাড়ির মেনটেন্যান্স খুবই দামি। এই বিষয়গুলি মাথায় রেখেই তবে গাড়ি কেনা উচিত আপনার।  


আরও পড়ুন: ১০ হাজার টাকা সস্তায় মিলছে এই সংস্থার স্কুটার, রেঞ্জ-মাইলেজ কত ভাল ?


Car loan Information:

Calculate Car Loan EMI