West Bengal News Live : চাকরি-চোর বাঁচাতেই প্রায় ২৬ হাজারের চাকরি বলি: শুভেন্দু

Loksabha Election 2024 : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর।

ABP Ananda Last Updated: 29 Apr 2024 11:49 PM
WB News Live: চাকরি-চোর বাঁচাতেই প্রায় ২৬ হাজারের চাকরি বলি: শুভেন্দু

'চাকরি-চোর বাঁচাতেই প্রায় ২৬ হাজারের চাকরি বলি। ইচ্ছে করেই অধিকাংশের চাকরি বলি দিয়েছেন মমতা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই এটার জন্য একমাত্র দায়ী', এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে আক্রমণে শুভেন্দু অধিকারী।

West Bengal News Live: বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ

বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। দুর্গাপুরে বোমাবাজির অভিযোগ তুললেন বিজেপিতে যোগদানকারী তৃণমূল নেতা। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। উনি অত বড় মাপের নেতা নন, যে দল ছেড়েছেন বলে হামলা করতে হবে। অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ করল তৃণমূল। 

WB News Live: আনন্দপুরকাণ্ডের জল গড়াল নির্বাচন কমিশনে

আনন্দপুরকাণ্ডের জল গড়াল নির্বাচন কমিশনে। বিজেপি নেত্রীকে মারধরের ঘটনায় কমিশনে নালিশ বিজেপির। আনন্দপুর থানার ওসিকে সরানোর দাবি বিজেপির। ধৃত ২ জনের জামিন মঞ্জুর, এখনও অধরা ৩ অভিযুক্ত। আহত নেত্রীকে দেখতে হাসপাতালে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি।

Sandeshkhali Incident: সুপ্রিম কোর্টেও রাজ্যের অস্বস্তি, সন্দেশখালিকাণ্ডে সিবিআই বহাল

সুপ্রিম কোর্টেও রাজ্যের অস্বস্তি, সন্দেশখালিকাণ্ডে সিবিআই বহাল। কেন বিশেষ কয়েকজনের স্বার্থরক্ষা? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। '৩ মাসের জন্য শুনানি পিছোলেও সিবিআই তদন্ত চলবে, মামলা বিচারাধীন বলে তদন্ত বিলম্বিত করা যাবে না', সুপ্রিম কোর্ট।
'রাজ্য সরকার কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থরক্ষা করছে?' রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে জানতে চাইল সুপ্রিম কোর্ট। অতিরিক্ত তথ্য পেশের জন্য ২ সপ্তাহ সময় চাইল রাজ্য। 

Lok Sabha Election 2024: মাটিগাড়ায় ভোট পরবর্তী অশান্তির অভিযোগ বিজেপির

দার্জিলিঙে লোকসভা ভোট মেটার পরই এই কেন্দ্রের অন্তর্গত মাটিগাড়ায় ভোট পরবর্তী অশান্তির অভিযোগ বিজেপির। বিজেপির বুথ সভাপতি সহ ১০ জনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর জেরে, সোমবার মাটিগাড়ায় বিজেপির ডাকে চলল ১২ ঘণ্টার বনধ। 

WB News Live: ওষুধের দামবৃদ্ধি নিয়ে বর্ধমানে ভোটারের মন্তব্যে অস্বস্তিতে দিলীপ

ইলেক্টোরাল বন্ডে টাকা নিচ্ছেন, তাই ওষুধের দাম বাড়ছে। ওষুধের দামবৃদ্ধি নিয়ে বর্ধমানে ভোটারের মন্তব্যে অস্বস্তিতে পড়লেন দিলীপ ঘোষ। মোদি সরকার জন ওষধি প্রকল্পের সুবিধা দিচ্ছে বলে প্রশ্নকর্তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

West Bengal News Live: চাঁদা নিয়ে ঝামেলায় তালা পড়েছিল রিসর্টে, তারপর?

মনের মতো চাঁদা না দেওয়াতে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে রিসর্টে তালা ঝোলাবার অভিযোগ তুলেছিলেন জলপাইগুড়ির নাগরাকাটার এক রিসর্টের মালিক। আদালতের দারস্থ হতেই সেই তালা খুলে নিয়ে গেছে তৃণমূল। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে এমনই দাবি জানাল রিসর্টের মালিক। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

WB News Live: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে সৌমিত্র খাঁ-র প্রচারে উত্তেজনা

বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে সৌমিত্র খাঁ-র প্রচারে উত্তেজনা।  গতকাল রাতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। দেখানো হয় কালো পতাকা। পাল্টা তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালান বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। এরপর তৃণমূল কর্মীরা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। তৃণমূলের দাবি, সাংসদ হিসেবে এলাকায় বিশ্বমানের স্টেডিয়াম তৈরির আশ্বাস দিয়েছিলেন সৌমিত্র খাঁ। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় জনরোষ। সৌমিত্রর বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগও করা হয়েছে বলে তৃণমূলের দাবি। গুরুত্ব দিতে নারাজ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। পুলিশের যোগসাজশে বিজেপির মিছিলে ব্যাঘাত ঘটানোর চেষ্টা তৃণমূলের, প্রতিক্রিয়া সৌমিত্র খাঁ-র।  

West Bengal News Live: ডোমকলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় একাধিক বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় তিন থেকে চারটি বাড়ি, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ১১ নম্বর জুগিন্দা এলাকায়, যদিও কিভাবে আগুন লাগল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দমকল কে খবর দেওয়া হয় তবে দোমকল পৌঁছাবার আগেই তিন-চারটে বাড়ি পুড়ে ধূলির স্বাদ হয়ে যায়।

Weather Update: ৪০ বছরের রেকর্ড ছুঁয়ে ৪১.৭ ডিগ্রিতে কলকাতায় পারদ

এক মরশুমে ৪ দফায় তাপপ্রবাহ। ৪০ বছরের রেকর্ড ছুঁয়ে ৪১.৭ ডিগ্রিতে কলকাতায় পারদ। আশার আলো জাগিয়ে ৫ মে থেকে দুই দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা।

West Bengal News Live: স্বামীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন রচনা, পোশাকেও ছিল নতুন চমক

স্বামীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন রচনা ব্যানার্জী, পোশাকেও ছিল নতুন চমক। সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্য়ায়। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক , বাজনা, মতুয়া সম্প্রদায়ের মানুষ ও বাদ্যযন্ত্র সহকারে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার।

Recruitment Scam: 'মিরর ইমেজ ছাড়াই ওএমআর শিট নষ্ট', প্রশ্ন সুপ্রিম কোর্টের

'টেন্ডার ছাড়াই নাইসাকে বরাত, মিরর ইমেজ ছাড়াই ওএমআর শিট নষ্ট। এটা তো জালিয়াতি, কীভাবে নিয়োগ হয়েছিল?' প্রশ্ন সুপ্রিম কোর্টের 

Suvendu Adhikari: চাকরি-চোর বাঁচাতেই প্রায় ২৬ হাজারের চাকরি বলি: শুভেন্দু

'চাকরি-চোর বাঁচাতেই প্রায় ২৬ হাজারের চাকরি বলি। ইচ্ছে করেই অধিকাংশের চাকরি বলি দিয়েছেন মমতা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই এটার জন্য একমাত্র দায়ী।' এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে আক্রমণে শুভেন্দু অধিকারী 

Recruitment Scam: হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ের একটি অংশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ের একটি অংশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই-নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। প্রয়োজনে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে যুক্তদের হেফাজতে নেওয়ার নির্দেশ স্থগিতাদেশ।

SC on SSC Verdict Case: কীভাবে যোগ্য-অযোগ্যদের আলাদা করা যাবে?' প্রশ্ন দেশের প্রধান বিচারপতির 

'নষ্ট করে দেওয়া হয়েছে সমস্ত ওএমআর শিট, কীভাবে যোগ্য-অযোগ্য আলাদা? কীভাবে যোগ্য-অযোগ্যদের আলাদা করা যাবে?' প্রশ্ন দেশের প্রধান বিচারপতির 

West Bengal News Live: হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও রাজ্য-এসএসসি-পর্ষদের জোর ধাক্কা

হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও রাজ্য-এসএসসি-পর্ষদের জোর ধাক্কা। প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে বহাল। শুধু অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই-তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ। আগামী সোমবার পর্যন্ত অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই-তদন্তে স্থগিতাদেশ। প্যানেলে না থেকেও চাকরি করছে, এটা বিশাল দুর্নীতি, বলল সুপ্রিম কোর্ট।

SSC Verdict Case : চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে বহাল

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে বহাল। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই-তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ। আগামী সোমবার পর্যন্ত অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই-তদন্তে স্থগিতাদেশ। প্যানেলে না থেকেও চাকরি করছে, এটা বিশাল দুর্নীতি: সুপ্রিম কোর্ট।

West Bengal News Live: আনন্দপুরে আক্রান্ত নেত্রী, নির্বাচন কমিশনে বিজেপি

আনন্দপুরে আক্রান্ত নেত্রী, নির্বাচন কমিশনে বিজেপি। 'পোস্টার, ব্যানার লাগানোর সময় বিজেপি নেত্রীকে কোপ', এফআইআরে থাকা ২ অভিযুক্ত গ্রেফতার, এখনও অধরা ৩

Arjun Singh: মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় অর্জুন সিংহ-পুলিশ বচসা

মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সঙ্গে পুলিশের বচসা। বিজেপি প্রার্থীর জন্য নির্দিষ্ট পথে না যাওয়ায় বাধা দেওয়ার অভিযোগ। এরপরেই পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি প্রার্থীর। বচসার জেরে গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে গিয়ে মনোনয়ন জমা দেন অর্জুন সিংহ।

SSC Verdict Case : কেন যোগ্যদের তালিকা প্রকাশ করছে না এসএসসি? প্রশ্ন চাকরিহারাদের

ধর্মতলায় শহিদ মিনারের নীচে চাকরিহারাদের ধর্না। কেন যোগ্যদের তালিকা প্রকাশ করছে না এসএসসি? প্রশ্ন চাকরিহারাদের। তমলুকের হাসপাতাল মোড়েও ধর্না চালাচ্ছেন ২০১৬-র চাকরিহারারা। সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। 

West Bengal News Live : খড়্গপুর রেলের ওয়ার্কশপ কারখানায় ফেলে দেওয়া আবর্জনায় আচমকা আগুন

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর রেলের ওয়ার্কশপ কারখানায় ফেলে দেওয়া আবর্জনার মধ্যে আজ দুপুরে আচমকা আগুন লেগে লেগে যায়। তীব্র গরমের কারণে আগুন আবর্জনায় ছড়িয়ে পড়ে। ওয়ার্কশপের পক্ষ থেকে খড়গপুর দমকল বিভাগে খবর দিলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ করে। রেলের ওয়ার্কসপের চিফ ওয়ার্কশপ ম্যানেজার রামপ্রসাদ বায়েন কে বার বার ফোন করলেও তিনি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি।

Sandeshkhali News Live :কীভাবে ঘনিষ্ঠের ঘরে অস্ত্রের পাহাড়?মুখ খুললেন শাহজাহান?

জমি-ভেড়ি দখলের টাকাতেই সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডার? শেখ শাহজাহানের গড়ে অস্ত্রভাণ্ডার নিয়ে সন্দেহ ইডির। কীভাবে ঘনিষ্ঠের ঘরে অস্ত্রের পাহাড়? মুখে কুলুপ শাহজাহানের। 'জমি-ভেড়ি দখলের টাকা পাচার, ২-৩জন মন্ত্রীও জড়িত', সন্দেশখালির তদন্তে গিয়ে এমনই তথ্য পাওয়ার দাবি ইডির। 

Sandeshkhali News Live :কীভাবে ঘনিষ্ঠের ঘরে অস্ত্রের পাহাড়?মুখ খুললেন শাহজাহান?

জমি-ভেড়ি দখলের টাকাতেই সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডার? শেখ শাহজাহানের গড়ে অস্ত্রভাণ্ডার নিয়ে সন্দেহ ইডির। কীভাবে ঘনিষ্ঠের ঘরে অস্ত্রের পাহাড়? মুখে কুলুপ শাহজাহানের। 'জমি-ভেড়ি দখলের টাকা পাচার, ২-৩জন মন্ত্রীও জড়িত', সন্দেশখালির তদন্তে গিয়ে এমনই তথ্য পাওয়ার দাবি ইডির। 

West Bengal News Live : গত ২৪ ঘণ্টায় বহরমপুর লোকসভা কেন্দ্রের দুটি জায়গায় বিস্ফোরণ

রেজিনগরের পর বেলডাঙা। গত ২৪ ঘণ্টায় বহরমপুর লোকসভা কেন্দ্রের দুটি জায়গায় বিস্ফোরণ। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ বেলডাঙার ঝুনকা মাঝপাড়ায় পরিত্যক্ত জায়গায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় পাশেই একটি বাড়ির রান্নাঘরের টালির চালের একাংশ ভেঙে পড়ে। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বোমার টুকরো। বাড়ির পাশে বিস্ফোরণ হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

Sandeshkhali Case Live: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সন্দেশখালি মামলার শুনানি

সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সন্দেশখালি মামলার শুনানি। আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে হবে এই সংক্রান্ত শুনানি। কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য। ২ সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য, ৩ মাসের জন্য শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। হাইকোর্ট শুধু জমি দখল মামলায় তদন্ত চেয়েছিল, রাজ্য কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থরক্ষা করছে? পর্যবেক্ষণ আদালতের

Sandeshkhali Case Update : সুপ্রিম কোর্টে সন্দেশখালি শুনানি স্থগিত, ফের আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি

সুপ্রিম কোর্টে সন্দেশখালি শুনানি স্থগিত, ফের আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি। কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য। 
২ সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য, ৩ মাসের জন্য শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে

Narendra Modi News Live : ফের বঙ্গে প্রচারে আসছেন নরেন্দ্র মোদি

ফের বঙ্গে প্রচারে আসছেন নরেন্দ্র মোদি । আগামী ৩ মে কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বোলপুরে জনসভা করার কথা নরেন্দ্র মোদির। এর আগে গত ২৬ এপ্রিল মালদায় সভা করেছিলেন নরেন্দ্র মোদি । নিয়োগ দুর্নীতি নিয়ে সেদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী। 

West Bengal News Live : সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, আজই শুনানির সম্ভবনা

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, আজই শুনানির সম্ভবনা । গত শুক্রবার দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করেছইল নির্বাচন কমিশন। শুক্রবার কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চে তিনবার ঘুরেও সুরাহা পাননি তিনি। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দেবাশিস। 

WB News Live : আজ হাইকোর্টের চাকরি বাতিল রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করা মামলার শুনানি

আজ হাইকোর্টের চাকরি বাতিল রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করা মামলার শুনানি। কী হবে SSC-র বাতিল হওয়া প্রায় ২৬ হাজার চাকরিহারার ভবিষ্যৎ? হাইকোর্টের নিয়োগ প্রক্রিয়া বাতিলের রায়ই কি বহাল রাখবে সুপ্রিম কোর্ট? নাকি, চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দেবে সর্বোচ্চ আদালত? এক সপ্তাহের মধ্যেই হতে চলেছে হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করা মামলার শুনানি।

TMC News : বাগুইআটিতে বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বে খুন হতে হল তৃণমূল কর্মীকে

বাগুইআটিতে বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বে খুন হতে হল তৃণমূল কর্মীকে। পরিকল্পনা করেই খুন করা হয়েছে বলে দাবি করছে নিহতের পরিবার। ঘটনায় তৃণমূলের দিকেই উঠছে অভিযোগের আঙুল। এর পাশাপাশি স্থানীয় কাউন্সিলর এবং মেয়র পারিষদের বিরুদ্ধেও রয়েছে যোগসাজশের অভিযোগ। 

Loksabha Election 2024 : আনন্দপুরে পোস্টার, ব্যানার লাগানোর সময় বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

আনন্দপুরে পোস্টার, ব্যানার লাগানোর সময় বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রবিবার দুপুর দুটো থেকে রাত দুটো, টানা বারো ঘন্টা আনন্দপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখানোর পর উঠলেন bjp নেতৃত্ব। রাত দেড়টা নাগাদ bjp নেতা শিশির বাজোরিয়া এসে থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে বৈঠক করেন। পরে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও কথা বলেন। আশ্বাস দেওয়া হয় মূল অভিযুক্ত গ্রেফতার হবে। সেই সঙ্গে উপযুক্ত ধারাও সংযোগ করা হবে। আশ্বাস পেয়ে রাত দুটো নাগাদ বিক্ষোভ তোলেন তাঁরা । আজ তাঁরা গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

Loksabha Election 2024 : আনন্দপুরে পোস্টার, ব্যানার লাগানোর সময় বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

আনন্দপুরে পোস্টার, ব্যানার লাগানোর সময় বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রবিবার দুপুর দুটো থেকে রাত দুটো, টানা বারো ঘন্টা আনন্দপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখানোর পর উঠলেন bjp নেতৃত্ব। রাত দেড়টা নাগাদ bjp নেতা শিশির বাজোরিয়া এসে থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে বৈঠক করেন। পরে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও কথা বলেন। আশ্বাস দেওয়া হয় মূল অভিযুক্ত গ্রেফতার হবে। সেই সঙ্গে উপযুক্ত ধারাও সংযোগ করা হবে। আশ্বাস পেয়ে রাত দুটো নাগাদ বিক্ষোভ তোলেন তাঁরা । আজ তাঁরা গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

West Bengal News : ভোটের আবহে রিষড়ায় নাকা তল্লাশিতে উদ্ধার তিন লক্ষেরও বেশি টাকা

ভোটের আবহে রিষড়ায় নাকা তল্লাশিতে উদ্ধার তিন লক্ষেরও বেশি টাকা। রিষড়ার বাগাখালে একটি  গাড়িতে নির্বাচন কমিশনের স্টাটিক সার্ভেলিয়ান টিম তল্লাশি চালায়, তাতেই মেলে প্রায় ৩ লক্ষ ৩৯ হাজার টাকা। টাকা কোথায় কেন নিয়ে যাওয়া হচ্ছিল সদুত্তর দিতে পারেননি বিহারের বাসিন্দা গাড়ি চালক। খবর পুলিশ সূত্রে।

West Bengal News Live: তাপস রায়কে গো ব্যাক স্লোগান দেন কাউন্সিলর-সহ তৃণমূল কর্মীদের

ভোটের মুখে বড়বাজারের আগুন ঘিরে শুরু হয়েছে রাজনীতি। এলাকায় গেলে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে গো ব্যাক স্লোগান দেন কাউন্সিলর-সহ তৃণমূল কর্মীরা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বেধে যায়। এক বিজেপি কর্মীকে তাড়া করেন, জল ছুড়ে মারেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।

West Bengal Fire News Live : নাখোদা মসজিদের সামনে ভয়াবহ আগুন

বড়বাজারে নাখোদা মসজিদের সামনে ভয়াবহ আগুন। ভোর ৫টা নাগাদ ৭/২ গোবিন্দচন্দ্র ধর লেনে একতলা বাড়িতে প্লাস্টিক ও পিচবোর্ড ঠাসা গুদামে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি বহুতলের দুটি তলায়। বহুতলের আতঙ্কিত বাসিন্দারা ছাদে উঠে পড়েন। পুড়ে যায় ফুটপাতের ৭-৮টি দোকান, বাইক ও স্কুটার। বিদ্যুতের তারে আগুন ধরে যায়।

Train Fire News : রাঁচি থেকে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন-আতঙ্ক

রাঁচি থেকে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন-আতঙ্ক। আজ সকালে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই B-2 কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝাড়খণ্ডের জনহা স্টেশনের কাছে আজ সকাল ৬টা ২০-তে এই ঘটনা ঘটে। যদিও রেলের দাবি, আগুন নয়, ব্রেকে যান্ত্রিক গোলযোগের কারণেই ধোঁয়া বেরিয়েছিল। রেলের ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন। যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে রেলের তরফে জানানো হয়েছে। 

SSC Live : আজ হাইকোর্টের চাকরি বাতিল রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করা মামলার শুনানি

আজ হাইকোর্টের চাকরি বাতিল রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করা মামলার শুনানি। তার আগে ফের বিচারব্যবস্থা ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির দায় স্বীকার করে ফের একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রেক্ষাপট


কলকাতা : সাতসকালে বড়বাজারে নাখোদা মসজিদের সামনে আগুন। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক। বহুতল থেকে তড়িঘড়ি বার করা হল বাসিন্দাদের। আগুনে নেভাতে লড়াই দমকলের ১০ ইঞ্জিনের। বেআইনি প্লাস্টিকের গুদামে আগুন। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক। বেআইনি গুদাম চলছিল কার অনুমতিতে, উঠছে প্রশ্ন। বেআইনি নির্মাণ রয়েছে, আগের কাউন্সিলর দায়ী, বললেন বর্তমান কাউন্সিলর। 

অন্যদিকে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য, এসএসসি, পর্ষদ। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি।  চাকরি বাতিল নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় প্রধানমন্ত্রী থেকে বিচারব্যবস্থা।মমতা বললেন, প্রধানমন্ত্রী মানুষের চাকরি খান, আদালতকেও নিয়ন্ত্রণ করে নিয়েছে। পাল্টা নিশানা শুভেন্দুর। বললেন,  ৫৪০০ অযোগ্যকে বাঁচানোর জন্য ২০ হাজার যোগ্য লোককে বলি দিয়েছে। 

এদিকে, সন্দেশখালিতে তৃণমূল নেতার আত্মীয়র বাড়িতে অস্ত্রভাণ্ডার, খোঁজ নেই বাড়ির মালিকের। ফাঁসানো হয়েছে, দাবি আবু তালেবের স্ত্রীর। শেখ শাহজাহান-আবু তালেব যোগ, পাল্টা নিরাপদ সর্দার। 


আরও পড়ুন: 


বড়বাজারে নাখোদা মসজিদের কাছে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.