West Bengal News Live: যাদবপুরের পর এবার গৌড়বঙ্গ, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 01 Apr 2024 11:36 PM
West Bengal News Live: লোকসভা ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি

লোকসভা ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। ১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু লোকসভা ভোটের প্রথম দফা। প্রথম দফার জন্য ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ। দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, ২ দিনাজপুরে স্কুল বন্ধ। মধ্যশিক্ষা পর্ষদের পর জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদও। 

WB News Live: দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ বিজেপির

দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগে নালিশ বিজেপির। ব্যক্তির গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার এর ফলে লঙ্ঘিত হয়েছে, অভিযোগ বিজেপির। সরকারি সুবিধা পেতে রাজ্য সরকারকে দেওয়া তথ্য কী করে পেয়ে গেল তৃণমূল? প্রশ্ন বিজেপির। 

West Bengal News Live: মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, দিলীপ ঘোষকে কড়া ভাষায় সতর্ক করল কমিশন

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, দিলীপ ঘোষকে কড়া ভাষায় সতর্ক করল কমিশন। দিলীপ ঘোষের মন্তব্য নিম্ন স্তরের ব্যক্তিগত আক্রমণ ও আদর্শ আচরণবিধি লঙ্ঘন। এই মন্তব্যের তীব্র নিন্দা করে নির্বাচন কমিশন। ভবিষ্যতে জনগণের সামনে কোনও বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপকে আরও সতর্ক হতে হবে, নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। 

WB News Live: ভোটের প্রচারে এবার সুজনকে বেলাগাম আক্রমণে সৌগত

ভোটের প্রচারে এবার সুজনকে বেলাগাম আক্রমণে সৌগত। মাথার চুল কার্বাইড দিয়ে পাকানো বলে তীব্র কটাক্ষ। যাদবপুরে বিধানসভা ভোটের হারের প্রসঙ্গ তুলে আক্রমণ। 'নিজেকে নেতা বলে, ৩৮ হাজার ভোটে হেরেছে, সংসদে কী করবে?' খড়দায় ভোটের প্রচারে বাম প্রার্থী সুজনকে আক্রমণে সৌগত রায়। 

West Bengal News: যাদবপুরের পর এবার গৌড়বঙ্গ, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত

রাজ্যপাল সরানোর পরে সেই উপাচার্যকেই পদে বহাল রাজ্যের! যাদবপুরের পর এবার গৌড়বঙ্গ, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। 'অপসারিত' গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে 'বহাল' রাজ্যের। রাজ্যপালের সরানো উপাচার্যকেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ রাজ্যের। 'সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে উপাচার্যকে সরাতে পারেন না রাজ্যপাল'। উপাচার্যকে বহাল রাখতে রেজিস্ট্রারের কাছে বিজ্ঞপ্তি পাঠাল উচ্চ শিক্ষা দফতর। রাজ্য সরকারের নির্দেশ মেনে কাজ চালিয়ে যাবেন, জানালেন উপাচার্য। 

WB News Live: ফের নিশীথ বনাম উদয়ন, ভোটের মুখে বার বার তপ্ত কোচবিহার

ভোটের মুখে বার বার তপ্ত কোচবিহার, ফের নিশীথ বনাম উদয়ন। দিনহাটার পর কোচবিহার, উদয়নের গাড়িতে হামলার অভিযোগ নিশীথের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব নিশীথ প্রামাণিক। উদয়ন গুহর নিশানায় কোচবিহারের পুলিশ সুপার। 'কোচবিহারের এসপি সাপের গালেও চুমু খাচ্ছেন, ব্যাঙের গালেও চুমু খাচ্ছেন', কোচবিহারের এসপি যথেষ্ট সক্রিয় নন, অভিযোগ উদয়ন গুহর। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর অভিযোগ নিয়ে কোচবিহারের এসপি-র প্রতিক্রিয়া মেলেনি। ঘুঘুমারিতে অশান্তির ঘটনায় নিশীথ প্রামাণিক সহ ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এফআইআর-এ নাম থাকা ১ অভিযুক্ত-সহ গ্রেফতার ৫।  

West Bengal News: শিক্ষক দুর্নীতি মামলায় ইডির অবস্থান জানতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

পার্থ চট্টোপাধ্যায়কে কি আর হেফাজতে রেখে জেরার প্রয়োজন আছে? যে ইসিআইআরে নাম আছে, সেগুলিতে কি জেলবন্দি রাখার প্রয়োজন আছে? শিক্ষক দুর্নীতি মামলায় ইডির অবস্থান জানতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মিডলম্যানের থেকে আরও কিছু সম্পত্তির হদিশ, এখনও তদন্তের আওতায় আসেনি, বিচারপতির প্রশ্নের মুখে সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। 

WB News Live: শেখ শাহজাহানকে হেফাজতে চেয়ে কোর্টে বিস্ফোরক ইডি

ভেড়ির আড়ালে ৩১ কোটি ২০ লক্ষ টাকা পাচার? ভেড়ি ব্যবসার আড়ালে কালো টাকা পাচার করত শেখ শাহজাহান, কোম্পানি খুলে কালো টাকা পাচার, আদিবাসীদের জমি-ভেড়ি জবরদখল, শেখ শাহজাহানকে হেফাজতে চেয়ে কোর্টে বিস্ফোরক ইডি। 

West Bengal News Live: উত্তরবঙ্গে ঝড়, পরিদর্শনে মুখ্যমন্ত্রী, তাই নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

কেন্দ্র আবাসের টাকা দিয়েছে, সব খেয়ে ফেলেছে তৃণমূল। ঝড়ের জেরে মাটিতে মিশে গিয়েছে বাড়ি। আবাস যোজনার টাকা লুঠ করেছে তৃণমূল। কেন্দ্র টাকা দিয়েছে, তাও এখনও এত কাঁচা বাড়ি কেন? কাল রাতে ফটো তুলতে এসেছেন মমতা। শীতলকুচির সভা থেকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। 

WB News Live: ভোটের মুখে সিইও দফতর থেকে ২ অফিসারকে সরাল কমিশন

ভোটের মুখে সিইও দফতর থেকে ২ অফিসারকে সরাল কমিশন। অতিরিক্ত সিইও অমিত রায় চৌধুরীকে সরাল কমিশন। জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসার রাহুল নাথকেও সরাল কমিশন। পক্ষপাতের অভিযোগে ১ আধিকারিকের বিরুদ্ধে নালিশ বিরোধীদের। অনেকদিন ধরে সিনিয়র পদে ছিলেন, তাই সরানো হল, খবর কমিশন সূত্রে। 

West Bengal News Live: ভোটের প্রচারে এবার সুজনকে বেলাগাম আক্রমণে সৌগত

ভোটের প্রচারে এবার সুজনকে বেলাগাম আক্রমণে সৌগত। মাথার চুল কার্বাইড দিয়ে পাকানো বলে তীব্র কটাক্ষ। যাদবপুরে বিধানসভা ভোটের হারের প্রসঙ্গ তুলে আক্রমণ। 'নিজেকে নেতা বলে, ৩৮ হাজার ভোটে হেরেছে, সংসদে কী করবে?' খড়দায় ভোটের প্রচারে বাম প্রার্থী সুজনকে আক্রমণে সৌগত রায়। 

WB News Live: উত্তর ২৪ পরগনার সুটিয়ায় একশো দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ

১০০ দিনের কাজে রাজ্যের টাকাও বিপুল নয়ছয়! এবিপি আনন্দর খবরের জেরে শুরু তদন্ত, গ্রেফতার ২। সুটিয়ায় সই জালের অভিযোগে ২ সুপারভাইজার গ্রেফতার। শ্রমিকদের সই জাল করে রাজ্যের টাকা নয়ছয়ের অভিযোগ! কাজ না করেও অ্যাকাউন্টে টাকা, সেখান থেকেও কাটমানির অভিযোগ। জবকার্ডপিছু ৫০০ টাকা রেখে বাকি টাকা হাতানোর অভিযোগ। 

West Bengal News Live: সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনের মামলায় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট

সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনের মামলায় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। বিচারপ্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, তাও কীভাবে সিআইডি চার্জশিট? স্থগিতাদেশের মধ্যেও নিম্ন আদালতে সিআইডি চার্জশিট, ক্ষুব্ধ হাইকোর্ট। তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করব? সিআইডির ভূমিকায় প্রশ্ন তুলে হুঁশিয়ারি বিচারপতি জয় সেনগুপ্তর। নিম্ন আদালত কীভাবে চার্জশিট গ্রহণ করল? অবিলম্বে ওই অতিরিক্ত চার্জশিট প্রত্যাহার করা উচিত। সন্দেশখালিকাণ্ডে সিআইডি ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। ১৭ জানুয়ারি নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। ৩ এপ্রিল পরবর্তী শুনানি। 

WB News Live: রাজ্যপাল সরানোর পরে সেই উপাচার্যকেই পদে বহাল রাজ্যের !

রাজ্যপাল সরানোর পরে সেই উপাচার্যকেই পদে বহাল রাজ্যের! যাদবপুরের পর এবার গৌড়বঙ্গ, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। 'অপসারিত' গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে 'বহাল' রাজ্যের। রাজ্যপালের সরানো উপাচার্যকেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ রাজ্যের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে উপাচার্যকে সরাতে পারেন না রাজ্যপাল। উপাচার্যকে বহাল রাখতে রেজিস্ট্রারের কাছে বিজ্ঞপ্তি পাঠাল উচ্চ শিক্ষা দফতর। রাজ্য সরকারের নির্দেশ মেনে কাজ চালিয়ে যাবেন, জানালেন উপাচার্য। 

West Bengal News Live: উত্তর ২৪ পরগনার সুটিয়ায় একশো দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ

উত্তর ২৪ পরগনার সুটিয়ায় একশো দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ। সই জালের অভিযোগে দুই সুপারভাইজারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রূপালি মণ্ডল ও প্রসেনজিৎ ঘোষকে আজই তোলা হবে বনগাঁ মহকুমা আদালতে। অভিযোগ ওঠে, পাঁচপোতা গ্রামে ১০০ দিনের কাজে রাজ্যের টাকা যাঁদের কাছে জমা পড়েছে,তাঁদের অনেকেই কাজ করেননি। এবিপি আনন্দে এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশের দাবি, ধৃত ২ জন কয়েকজন শ্রমিকের সই জাল করেছিলেন। ওই শ্রমিকদের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে জমা পড়েছে। 

WB News Live: শেখ শাহজাহানকে হেফাজতে চেয়ে কোর্টে বিস্ফোরক ইডি

ভেড়ি ব্যবসার আড়ালে কালো টাকা পাচার করত শেখ শাহজাহান। কোম্পানি খুলে কালো টাকা সাদা, আদিবাসীদের জমি-ভেড়ি জবরদখলের কথাও বলা হয়েছে। শেখ শাহজাহানকে হেফাজতে চেয়ে কোর্টে বিস্ফোরক ইডি। সন্দেশখালিকে বিচার না দিলে অভিশাপ হয়ে যাবে। শাগরেদদের সামনে রেখে জমি-ভেড়ি জবরদখলের অভিযোগ। সন্দেশখালি, গোটা দেশকে বিচার দিতে হেফাজতে চাই শেখ শাহজাহানকে। শেখ শাহজাহানকে এবার হেফাজতে চেয়ে কোর্টে সওয়াল ইডির। সিন্ডিকেট খুলে সন্দেশখালিতে ভেড়ি জবরদখলের বিস্ফোরক অভিযোগ। এস কে সাবিনা নামে সংস্থা খুলে কালো টাকা সাদা করার অভিযোগ। 

West Bengal News Live: লোকসভা ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি

লোকসভা ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। ১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু লোকসভা ভোটের প্রথম দফা। প্রথম দফার জন্য ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ। দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, ২ দিনাজপুরে স্কুল বন্ধ। মধ্যশিক্ষা পর্ষদের পর জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদও। 

WB News Live: ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে রাজনৈতিক তরজা

ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর উচিত ভোট-ধর্ম পালন না করে রাজধর্ম পালন করা। আমাদের কমার্সিয়াল ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। উনি যাচ্ছেন চার্টার্ড ফ্লাইটে। কারণ ইলেক্টোরাল বন্ডে প্রচুর টাকা পেয়েছে তৃণমূল। বাগডোগরা যাওয়ার আগে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live: ঝড়ের পরের পরিস্থিতি দেখতে জলপাইগুড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস

ঝড়ের পরের পরিস্থিতি দেখতে জলপাইগুড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। একের পর এক দুর্গত এলাকায় যান তিনি। প্রাকৃতিক দুর্যোগে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। রাজভবনে প্রস্তুত রাখা হয়েছে পিস রুম, খোলা হয়েছে জরুরি সেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে রাজভবন। 

WB News Live: বিতর্কিত মন্তব্য নিয়ে কমিশনের পাঠানো নোটিসের উত্তরে দিলীপ ঘোষের জবাবে অসন্তোষ প্রকাশ কমিশনের

'বিতর্কিত মন্তব্যের জের, আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ', জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। বিতর্কিত মন্তব্য নিয়ে কমিশনের পাঠানো নোটিসের উত্তরে দিলীপ ঘোষের জবাবে অসন্তোষ প্রকাশ কমিশনের। ভবিষ্যতে জনগণের সামনে কোনও বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হওয়ার নির্দেশ। দলের শীর্ষ নেতৃত্বকেও নেতাদের আচরণবিধি নিয়ে সতর্ক করতে হবে, জানাল কমিশন়। কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনতের বিরুদ্ধেও ওঠা বিতর্কিত মন্তব্যের অভিযোগ নিয়েও একই বক্তব্য নির্বাচন কমিশনের। 

West Bengal Live News: সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলায় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি

সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলায় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপ্রক্রিয়ায় আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কীভাবে নিম্ন আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দিল সিআইডি? প্রশ্ন বিচারপতির। তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করব? প্রশ্ন বিচারপতির। নিম্ন আদালত কীভাবে চার্জশিট গ্রহণ করল? অবিলম্বে ওই অতিরিক্ত চার্জশিট প্রত্যাহার করা উচিত, মন্তব্য বিচারপতির। গত ১৭ জানুয়ারি নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়ায়  অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত, ৩ এপ্রিল পরবর্তী শুনানি।

WB News Live: আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন মুখ্য়মন্ত্রী

আলিপুরদুয়ার পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন তিনি।

Lok Sabha Election 2024: দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ বিজেপির

দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগে নালিশ বিজেপির। ব্যক্তির গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার এর ফলে লঙ্ঘিত হয়েছে, অভিযোগ বিজেপির। সরকারি সুবিধা পেতে রাজ্য সরকারকে দেওয়া তথ্য কী করে পেয়ে গেল তৃণমূল? প্রশ্ন বিজেপির।

WB News Live: ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি

লোকসভা ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। ১৬ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে লোকসভা ভোটের প্রথম দফা। প্রথম দফার জন্য ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ। দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে স্কুল বন্ধ। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।

Mamata Banerjee: আলিপুরদুয়ারে ঝড়ে বিধ্বস্ত গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আলিপুরদুয়ারের দিকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। রবিবারের ঝড়ে একটি গ্রাম পরিদর্শন করতে যাবেন মুখ্য়মন্ত্রী।

WB News Live: জলপাইগুড়িতে ঝড়ে আহতদের দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী

জলপাইগুড়িতে ঝড়ে আহতদের দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার হাসপাতালে আসার জেরে বন্ধ ওপিডি। ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা, হাসপাতালের গেটে উত্তেজনা।

Lok Sabha Election 2024: দিলীপ ঘোষের জবাবে অসন্তোষ প্রকাশ নির্বাচন কমিশনের

'বিতর্কিত মন্তব্যের জের, আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ', জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। বিতর্কিত মন্তব্য নিয়ে কমিশনের পাঠানো নোটিসের উত্তরে দিলীপ ঘোষের জবাবে অসন্তোষপ্রকাশ। ভবিষ্যতে জনগণের সামনে কোনও বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হওয়ার নির্দেশ কমিশনের। দলের শীর্ষ নেতৃত্বকেও নেতাদের আচরণবিধি নিয়ে সতর্ক করতে হবে, জানাল কমিশন। কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনতের বিরুদ্ধেও ওঠা বিতর্কিত মন্তব্যের অভিযোগ নিয়েও একই বক্তব্য নির্বাচন কমিশনের।


 

West Bengal Live News: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল-বিপর্যয়ের ঘটনায় এবার গ্রেফতার রাজমিস্ত্রি

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল-বিপর্যয়ের ঘটনায় এবার গ্রেফতার হলেন রাজমিস্ত্রি ও লেবার কনট্রাক্টর শেখ রিপন। পুলিশের দাবি, পাহাড়পুর রোডের ওই বাড়ির ডিজাইন কোনও ইঞ্জিনিয়ারের নয়, করেছেন ধৃত রাজমিস্ত্রি। এমনকী, তদন্তে ধরা পড়েছে, কোনও কোনও জায়গায় বিমের নীচে কোনও পিলারই নেই। বহুতল ভেঙে পড়ার আগের বেশ কিছু ছবি খতিয়ে দেখে এই তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। এর আগে গার্ডেনরিচের ওই বহুতলের প্রোমোটার ও জমির মালিককে গ্রেফতার করে পুলিশ।

WB News Live: ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেফতার ২

উত্তর ২৪ পরগনার সুটিয়ায় একশো দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ। সই জালের অভিযোগে দুই সুপারভাইজারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রূপালি মণ্ডল ও প্রসেনজিৎ ঘোষকে আজই তোলা হবে বনগাঁ মহকুমা আদালতে। অভিযোগ ওঠে, পাঁচপোতা গ্রামে ১০০ দিনের কাজে রাজ্যের টাকা যাঁদের কাছে জমা পড়েছে,তাঁদের অনেকেই কাজ করেননি। এবিপি আনন্দে এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশের দাবি, ধৃত ২ জন কয়েকজন শ্রমিকের সই জাল করেছিলেন। ওই শ্রমিকদের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে জমা পড়েছে।

West Bengal Live News: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরালেন রাজ্যপাল

বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে ওয়েবকুপার ভোট প্রচারের অভিযোগ। সভার দুদিনের মাথায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরালেন রাজ্যপাল। 'উন্মাদকে বিশ্ববিদ্যালয়ের মাথায় বসিয়েছে কেন্দ্রীয় সরকার', রাজভবনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ শিক্ষামন্ত্রীর।

West Bengal Live News: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ, পুরাতন মালদার সাহাপুরে উত্তেজনা

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ। পুরাতন মালদার সাহাপুরে উত্তেজনা। প্রতিবাদে সকালে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের। অভিযোগ, সকালে বছর তিরিশের ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর, বাড়ির সামনেই রাস্তার ওপর তাঁকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুরনো বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান মালদা থানার পুলিশের।

Dilip Ghosh: ফের বেলাগাম দিলীপ, তির্যক আক্রমণ মুখ্য়মন্ত্রীকে

ফের বেলাগাম দিলীপ ঘোষ। নির্বাচন কমিশন ও দলের শোকজের পরেও মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে তির্যক আক্রমণ করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দিলীপ ঘোষের মন্তব্য়ে তুঙ্গে উঠল বিতর্ক। একই সুরে আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরীও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

West Bengal Live News: বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিশানা মমতার

স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার প্রসঙ্গ তুলে, নাম না করে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এদিকে, প্রকল্প তরজার মধ্যেই সন্দেশখালির ন্যাজাটে কীর্তনের আসরে গিয়ে জনসংযোগ সারলেন রেখা পাত্র। 

WB News Live: লোকসভার আগে হরিনামেও লাগল রাজনীতির রং

লোকসভার আগে হরিনামেও লাগল রাজনীতির রঙ। মাত্র ২ ঘণ্টার ব্য়বধানে একই অষ্ট প্রহর শতনাম অনুষ্ঠানে গেলেন ব্য়ারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং বিজেপি প্রার্থী অর্জুন সিংহ।

Jalpaiguri Storm: আলমারিতে রাখা ছিল সামান্য কিছু সঞ্চিত সম্পদ, সেটাও উড়ে গিয়েছে ঝড়ে

আচমকা ঝড়ে সর্বস্ব হারিয়েছেন। বাড়িতে যে আলমারিতে রাখা ছিল সামান্য কিছু সঞ্চিত সম্পদ, সেই আলমারি পর্যন্ত ঝড়ে উড়ে গেছে। আক্ষরিক অর্থেই পথে বসেছেন ময়নাগুড়ির বার্নিশের একাধিক বাসিন্দা।

Mamata Banerjee: ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরানোর প্রসঙ্গ টেনে মোদি সরকারকে নিশানা মমতার

আবাস যোজনা থেকে শুরু করে ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরানোর প্রসঙ্গ টেনে মোদি সরকারকে তীব্র নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, অত ভয় পাওয়ার দরকার নেই। কাউকে ইডি বা সিবিআই চিঠি দিলে উত্তর দিয়ে দিন, ‘এখন ভোটে ব্যস্ত আছি। ভোটের পরে দেখা যাবে। এতো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় থেকে সংবিধানের শপথ নিয়ে কোনও মুখ্যমন্ত্রী একথা বলেন কী করে, প্রশ্ন বিজেপির।

Jalpaiguri Storm: গভীর রাতে বার্নিশ গ্রামে ত্রাণ শিবিরে পৌঁছন মুখ্যমন্ত্রী

গতকাল চার মিনিটের ঘূর্ণিঝড়ে সবথেকে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি। প্রচুর গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎহীন একাধিক এলাকা। এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে গভীর রাতে বার্নিশ গ্রামে ত্রাণ শিবিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। কথা বলেন এলাকাবাসীর সঙ্গে। মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাত ২টো নাগাদ চালসার উদ্দেশ্যে রওনা দেন তিনি।  

Lok Sabha Election 2024: প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী

কেউ অভিযোগ জানালেন খারাপ রাস্তার, কারও অভিযোগ সরকারি বাড়ি না পাওয়া নিয়ে। বীরভূমে নলহাটি ২নং ব্লকের গোকুলপুর গ্রামে প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়। ভোটের পর রাস্তা ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তৃণমূল প্রার্থী।  

WB News Live: ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার, ফের প্রকাশ্যে নিশীথ-উদয়ন সংঘাত

ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার। ফের প্রকাশ্যে নিশীথ-উদয়ন সংঘাত। দিনহাটার পর ঘুঘুমারি, ফের নিশীথ-উদয়ন সংঘাত। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গাড়িতে ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। উদয়ন বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ নিশীথের। তৃণমূল পার্টি অফিসেও হামলার অভিযোগ, প্রতিবাদে অবরোধ। নিশীথ প্রামাণিকের নির্দেশে হামলা, অভিযোগ উদয়ন গুহর। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ নিশীথ প্রামাণিকের।

Mamata Banerjee: ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী

ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, মৃত্যু ৫ জনের। ময়নাগুড়িতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল শতাধিক বাড়ি। রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক।

WB News Live: ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, আজ যাচ্ছেন রাজ্যপাল

ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, মৃত্যু ৫ জনের। ময়নাগুড়িতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল শতাধিক বাড়ি। জলপাইগুড়িতে দুর্যোগে মৃত্যু ৫ জনের, আহত বহু। কোচবিহার, আলিপুরদুয়ারের ফালাকাটাতেও প্রবল ঝড়। রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক। আজ জলপাইগুড়ি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

PM Modi in Bengal: ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

বিজেপির পাখির চোখ বাংলা। ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ৪ এপ্রিলে কোচবিহারে সভা। ৭ এপ্রিল জলপাইগুড়ি ও বালুরঘাটে মোদি। 

প্রেক্ষাপট

North Bengal Disaster: উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের ঝড়ের তাণ্ডব। মৃত্যু ৫ জনের, আহত প্রায় ২০০।


Jalpaiguri Storm: ঝড়ে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি ময়নাগুড়িতে। দুর্গতদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর। রাতেই জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী। আজ যাবেন রাজ্যপাল।


North Bengal Storm: ভয়াবহ দুর্যোগে লন্ডভন্ড জীবন। গৃহহীন অসংখ্য মানুষ, ত্রাণশিবিরে আশ্রয়। বিদ্যুৎবিচ্ছিন্ন বহু জায়গা। 


Nisith vs Udayan: ফের কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মন্ত্রীর সংঘাত কোচবিহারের ঘুঘুমারিতে বিজেপির মিছিল থেকে উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা হামলার অভিযোগ নিশীথের।


Coochbehar News: কোচবিহারে উদয়নের গাড়িতে হামলা, ভাঙল গাড়ির কাচ। নিশীথের নির্দেশেই হামলা, অভিযোগ উদয়নের। ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ, পাল্টা অভিযোগ কোচবিহারের বিজেপি প্রার্থীর।


Mamata Banerjee: দুই বিজেপি প্রার্থীকে ফোন, মমতার নিশানায় প্রধানমন্ত্রী। 'ইডির বাজেয়াপ্ত করা টাকা দিয়ে দেবে, ভাঁওতাবাজি, যাঁকে ফোন করেছিলেন তিনিও লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী পান', তোপ প্রধানমন্ত্রীর।


Mamata attacks BJP Candidate: ইংরেজদের সাহায্য করে বাংলার স্বাধীনতা বিসর্জনে সহযোগিতা, মহুয়ার বিরুদ্ধে প্রার্থীর পরিবারের ইতিহাস কি প্রধানমন্ত্রী ভুলে গেলেন ? মমতার নিশানায় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। 


Mamata on CBI-ED: 'দেশে এজেন্সি রাজ চলছে। বিজেপি বলছে ৪০০ আসনে জিতবে, তাহলে কেন ইডি-সিবিআই-আইটি অভিযান?' কটাক্ষ তৃণমূলনেত্রীর। আদালতে যাচ্ছেন না কেন ? পাল্টা বিজেপি।


Rahul Gandhi: 'ভোটের আগেই ২ জন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার। ম্যাচ ফিক্সিং করে লোকসভা ভোটে জিততে চাইছে বিজেপি', হুঙ্কার রাহুলের। ফলাফল যখন জেনেই গেছেন, তখন কেন শক্তিক্ষয় ? কটাক্ষ শমীকের।


INDIA Alliance: দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, বঙ্গে সিপিএম-কংগ্রেস-বিজেপিকে একযোগে নিশানা মমতার। 'এখানে জোট হয়নি, ঘোঁট হয়েছে', তোপ মমতার


PM Modi in Bengal: বিজেপির পাখির চোখ বাংলা। ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ৪ এপ্রিলে কোচবিহারে সভা। ৭ এপ্রিল জলপাইগুড়ি ও বালুরঘাটে মোদি। 


Sandeshkhali TMC Campaign: শেখ শাহজাহানের গড়ে প্রচারে তৃণমূল প্রার্থী। ঢাক ঢোল নিয়ে সম্বর্ধনা তৃণমূলের। ভুল বুঝেছিল মানুষ, নারী সুরক্ষা নিয়ে নাটক শেষ হয়ে গেছে। বিরোধীদের আক্রমণ তৃণমূল প্রার্থীর। সন্দেশখালিতে প্রচারে গিয়ে শাহজাহানকে নিয়ে প্রশ্নের মুখে অস্বস্তিতে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের


Mamata on CAA: 'বাংলায় সিএএ করতে দেব না। সিএএ-তে আবেদন করলেই বিদেশি হয়ে যাবেনট, দাবি তৃণমূল নেত্রীর। কেন্দ্রের আইন মানতেই হবে। পাল্টা শান্তনু। 


HS Examination: এবার বছরে দুবার উচ্চমাধ্যমিক। প্রতি সিমেস্টারেই থাকছে পাস-ফেল। আগের সিদ্ধান্ত বদলের পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাশ করলে তবেই যাওয়া যাবে পরবর্তী সিমেস্টারে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.