কলকাতা : ভোটের আগেই বিনা লড়াইয়ে পরপর গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল তৃণমূল! ভোট গণনা শুরু হওয়ার পরও বাংলার গ্রাম পঞ্চায়েত জুড়ে সবুজ বিপ্লবের ছবি। কিন্তু তারই মধ্যে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। দুপুর ১২.৫৫ য় পাওয়া তথ্য অনুসারে, ১৮০৯ টির ফল ঘোষণা হয়ে গিয়েছে। এরমধ্যে অধিকাংশই তৃণমূলের দখলে। তবে বিজেপি , কংগ্রেস থেকে আইএসএফ-র ঝুলিতেও গিয়েছে অনেকগুলি পঞ্চায়েত। ট্যালি বলছে, 



  • তৃণমূল কংগ্রেস পেয়েছে ১২১৮ টি 

  • বিজেপির ঝুলিতে ২৮৮

  • কংগ্রেসের জয় ১৩৬   টিতে

  • আইএসএফ পেয়েছে ১৪ টিতে

  • ১ টি ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। 

    ভোট গণনা শুরু আগে থেকেই ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ২৮৪টিই তৃণমূলের হয়ে যায়। গণনার আগেই দঃ ২৪ পরগনায় সবচেয়ে বেশি ৬০ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে। উত্তর ২৪ পরগনার ২০, বীরভূমের ৪২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। পশ্চিম মেদিনীপুরের ২৬, পূর্ব বর্ধমানের ৩৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের।  গণনার আগেই হাওড়ার ২৯টি গ্রাম পঞ্চায়েত দখল করে নেয় তৃণমূল।   

    যদিও পঞ্চায়েত ভোটের অশান্তির ধারাবাহিকতা বজায় রইল গণনা পর্যায়ও। অশান্তির মনোনয়ন, অশান্তির  ভোট, এবার  সেই অশান্তি এবার গণনাতেও! ২৩-এর গ্রাম বাংলার ভোটেও কমন ফ্যাক্টর একটাই, অশান্তি! বাংলা জুড়ে সবুজের দাপট অব্যাহত থাকলেও অশান্তি থামল না। বিভিন্ন জায়গায় বিরোধীদের মারধর খাওয়ার অভিযোগ উঠল। কোথাও আক্রান্ত বিজেপি, কোথাও আবার সিপিএম। 

    ব্যালটে কালি ও জল

  • গণনাকেন্দ্রে ব্যালটে কালি ও জল ঢালার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ১ নম্বর ব্লকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হল। সেখানে ১০০টি ভোটের মধ্যে ৯৮টি পায় বিজেপি, ২টি ভোট পায় তৃণমূল।তারপরই ব্যালটে কালি ও জল ঢালে তৃণমূল, অভিযোগ বিজেপির। এই ঘটনায় আটক করা হয় তৃণমূলের অভিযুক্ত মহিলা প্রার্থীকে। 

    'সিপিএমের এজেন্টকে মারধর'

  • ভাতারের আমারুন হাইস্কুলের গণনা কেন্দ্র থেকে সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ সিপিএমের। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।


  • 'সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা'
    কাটোয়া ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্রে সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। সিপিএমের কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল।  একজন সিপিএম সমর্থক হাসপাতালে ভর্তি। গণনাকেন্দ্রে যাওয়ার সময় হামলা ও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।