এক নজরে পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) সংক্রান্ত বড় খবর :
রাজ্যপাল-নির্বাচন কমিশনার বৈঠক : রাজভবনে রাজ্যপালের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠক। প্রায় ২ ঘণ্টা সি ভি আনন্দের সঙ্গে কথা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কোন জেলায়, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই তালিকা নিয়েই রাজভবনে গিয়েছিলেন রাজীব সিন্হা।
কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের চিঠি : বাকি ৪৮৫ কোম্পানি চেয়ে কেন্দ্রকে ফের চিঠি রাজ্য নির্বাচন কমিশনের।
কোথায় কত বাহিনী, নেই পরিকল্পনা, খবর সূত্রের। নোডাল অফিসারকে না জানানোয় ভিনরাজ্যেই আটকে ৩১৫ কোম্পানি।
কেন্দ্রীয় বাহিনী হুঁশিয়ারি : প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলে এবার রাজ্য নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। চাকরি ছেড়ে আন্দোলন করুন, পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।
রাজ্যপালের 'রাজধর্ম' বার্তা : জনগণই আমাদের ক্ষমতায় দেয়, এটা ভোলা উচিত নয়। যা হচ্ছে তা সুখকর নয়। অশান্তির আবহে রাজধর্ম মনে করালেন রাজ্যপাল। বিজেপির দালালি করছেন রাজ্যপাল, আক্রমণ তৃণমূলের।
কেন্দ্রীয় বাহিনীতে কাটবে ভয়? : সন্ত্রাসবিদ্ধ ভাঙড়ে ভারী বুটের আওয়াজ কেন্দ্রীয় বাহিনীর। হাওড়া, নানুরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। মালদায় বাহিনীকে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত, ভোটারদের সঙ্গে কথা। কেন্দ্রীয় বাহিনীকে দেখে ভয়মুক্ত হয়ে ভোটকেন্দ্রে যাবেন ভোটার?
নৌশাদকে কেন্দ্রীয় নিরাপত্তা : হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি। CISF-এর ৭জনের একটি দল নিরাপত্তার দায়িত্বে। তবে কোন ক্যাটিগরির নিরাপত্তা সেসম্পর্কে স্পষ্ট ধারনা নেই, জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।
ভেটাগুড়িতে আক্রান্ত তৃণমূল : পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার। ভেটাগুড়িতে তৃণমূল অঞ্চল সভাপতির গাড়ি ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। অস্বীকার গেরুয়া শিবিরের।
'দর্শক' পুলিশ, ক্ষুব্ধ উদয়ন : কোচবিহারের ভেটাগুড়িতে আক্রান্ত তৃণমূল। প্রতিবাদে পথ অবরোধ-বিক্ষোভ শাসক দলের। পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মন্ত্রী উদয়ন গুহর।
আক্রান্ত বিজেপি প্রার্থী : পঞ্চায়েত ভোটের আগে দিকে দিকে অশান্তি, নদিয়ার করিমপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে পথ অবরোধ করে প্রতিবাদ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
দেওয়াল লেখা ঘিরে তুলকালাম : পূর্ব বর্ধমানের কালনায় আক্রান্ত সিপিএম। দেওয়াল লিখনকে কেন্দ্র করে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ওড়াল শাসক দল।
আরও পড়ুন :
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন ভাঙড়ের বিধায়ক, নৌশাদের বাড়ি পৌঁছলেন CISF-র ৭ আধিকারিক