আগরতলা : ত্রিপুরার (Tripura) ভোটে বিজেপির সঙ্গে বামেদের জোর টক্কর। ৩০টি আসনে এগিয়ে বিজেপি। ১৭টি আসনে এগিয়ে  বাম-কংগ্রেস জোট। তবে, নজর কাড়ছে তিপ্রা মথা পার্টি। কারণ, আঞ্চলিক এই দলটিও ১২টি আসনে এগিয়ে । কিন্তু, কোনও জাদুবলে এগিয়ে চলেছে টিএমপি ? অবশ্যই প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মার (Pradyot Kishore Manikya Debbarma) ক্যারিশ্মা।


তিপ্রা মথা পার্টি 


এই দলটি  তিপ্রা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স নামেও পরিচিত। এটি একটি আঞ্চলিক দল। যা প্রাথমিকভাবে ত্রিপুরার একটি সামাজিক সংগঠন ছিল। TIPRA-র নেতৃত্বে রয়েছেন প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা।


২০১৯ সালে প্রদ্যোৎ বিক্রমকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচিত করা হয়। কয়েক মাসের মধ্যেই দেববর্মা পদত্যাগ করেন। এই অভিযোগ তুলে যে, দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে দুর্নীতিগ্রস্ত লোকেদের মানিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। তিন মাস পর, তিনি আদিবাসীদের অধিকার নিয়ে লড়ার জন্য একটি সামাজিক সংগঠন গড়েন।


সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বিরুদ্ধে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোট করার দাবিতে নিশানা করেন। যদিও তাঁর দাবি উড়িয়ে দেন দেববর্মা। উপরন্তু, তিনি জানিয়ে দেন, রাজ পরিবারের হওয়ায় তিনি কখনোই কমিউনিস্টদের সঙ্গে হাত মেলাতে পারবেন না। কারণ, তিনি ত্রিপুরার শেষ রাজার ছেলে।


কিন্তু, TIPRA-র লক্ষ্য কী ?


তাদের মূল লক্ষ্য, 'গ্রেটার তিপ্রাল্যান্ড' নামে নতুন একটি রাজ্য গড়ে তোলা। দলের কাজকর্মকে রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে, গণআন্দোলন হিসাবে দেখতে পছন্দ করেন কর্মীরা।


এবার বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে ৪২টিতে প্রার্থী দিয়েছে TIPRA। দেববর্মা এর আগেই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, এবার বিশাল মার্জিনে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তিপ্রা মথা-ই বর্তমানে একমাত্র দল যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে। এমনকী ৩০টি আসন পেলে বিজেপি বিধায়কদের কিনে নেওয়ার কথাও শুনিয়ে রেখেছেন তিনি।


ভোট পরবর্তী জোট বা ঘোড়া দৌড়ে তিনি থাকবেন কি না জানতে চাওয়া হলে, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেববর্মা বলেছিলেন, ৩০-এর অল্প কম আসন পেলে, তাহলে আমাদের প্রাসাদের একাংশ বিক্রি করে বিজেপি বিধায়কদের কিনে নেওয়ার কথা ভাবছি। 


প্রসঙ্গত, রাজনৈতিক ওয়াকিবহাল মহল আগেই বলেছিল, কংগ্রেস ছাড়ার পরে ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা এবার কিং মেকার হওয়ার দৌড়ে। কারণ, আদিবাসী অধ্যুষিত অন্তত ২০টি বিধানসভায় খেলা ঘুরিয়ে দিতে পারে তাঁর দল তিপ্রামথা।


আরও পড়ুন ; ত্রিপুরায় একাধিক আসনে এগিয়ে বিজেপি, কোনও আসনে এগিয়ে নেই তৃণমূল