সৌভিক মজুমদার, কলকাতা: জাঙ্গিপাড়ার পঞ্চায়েত (Panchayat Poll 2023) রিটার্নিং অফিসারকে সশরীরে এজলাসে তলব। চলতি পঞ্চায়েত নির্বাচনে প্রথম কোনও রিটার্নিং অফিসারকে এজলাসে তলব। কীভাবে ব্যালট পেপার বাইরে বেরোয়? কৈফিয়ত চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার দুপুর দুটোয় পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে এজলাসে তলব। গণনা কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ সহ এজলাসে তলব। গণনা কেন্দ্রের বাইরে বেরোনো ব্যালট পেপার রেজিস্ট্রার জেনারেলের কাছে সংরক্ষিত রাখতে নির্দেশ।


পঞ্চায়েত নির্বাচনের যত কাণ্ড যেন ব্যালট নিয়ে। ভোটে জিততে, ব্য়ালট ছিনতাই।ব্য়ালটের ওপর কালি ছড়িয়ে দেওয়া।জল ঢেলে দেওয়া। ব্যালট পুকুরে ভাসিয়ে দেওয়া এমনকী ব্য়ালট খেয়ে ফেলার পর্যন্ত অভিযোগ উঠেছে। আর এই ব্যালট নিয়ে এবার নজিরবিহীন নির্দেশ আদালতের। ব্যালট বাইরে আসার অভিযোগে এবার খোদ রিটার্নিং অফিসারকেই তলব করলেন বিচারপতি। 


ব্যালট পেপার নিয়ে মামলা সিপিএমের: 


সিপিএমের তরফে অভিযোগ করা হয়, প্রিসাইডিং অফিসারের সই করা প্রায় কয়েকশ ব্যালট পেপার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। জাঙ্গিপাড়ার ডি এন হাইস্কুল সংলগ্ন রাস্তায় পাওয়া গিয়েছে। সেখানেই ছিল গণনাকেন্দ্র। তাদের পক্ষে ভোট দিয়েছে এমন ব্যালট পেপার গণনা কেন্দ্রের বাইরে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। এমনকী ভোটের দিন বুথের বাইরেও তারা একই ছবি দেখতে পেয়েছেন বলে অভিযোগ। এদিন বিচারপতির সামনে সংশ্লিষ্ট ব্যালট পেপার এনে হাজির করেন মামলাকারীর আইনজীবী।


কী নির্দেশ বিচারপতির? 


ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি প্রশ্ন করেন, কীভাবে নির্বাচন কেন্দ্রের বাইরে ব্যালট পেপার গড়াগড়ি খাচ্ছে? জাঙ্গিপাড়া পঞ্চায়েতের রিটার্নিং অফিসারকে তলব করলেন বিচারপতি। আগামীকাল দুপুর ২টো নাগাদ তাঁকে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, গণনা কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে হাজিরা দিতে হবে আদালতে। যেসব ব্যালট পেপার বাইরে এসেছে তা রেজিস্ট্রার জেনারেলের কাছে সংরক্ষিত রাখতে হবে। 


অশান্তি অব্যাহত: এদিকে মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা, পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না। কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। সেই ট্রেন্ড বজায় রেখেই ভোট গণনার দিন সকাল থেকেই দিকে দিকে ফের অশান্তির ঘটনা ঘটে। গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মনোনয়নপর্ব থেকে ভোটের এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী রাজ্যে ভোট হিংসার বলি হয়েছেন ৪৫ জন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Goosebumps Reasons : ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?