নয়াদিল্লি: ফের ভোট, ফের হার। আর ফের শুরু দলের অন্দরে রাহুল গাঁধীর পিঠ বাঁচানোর চেষ্টা। প্রতিবার কংগ্রেস ভোটে হারে, আর দলীয় নেতারা একযোগে দাবি করেন, রাহুল নন, হারের জন্য দলের অন্যান্যরা দায়ী। আর যদি কোনও রাজ্যের পুরভোটেও কংগ্রেস গোটাকয়েক আসন জেতে, সঙ্গে সঙ্গে সাংবাদিক বৈঠক ডেকে ঢাকঢোল পিটিয়ে জানানো হয়, রাহুল ছাড়া এই জয় সম্ভবই হত না।
এবারেও পাঁচ রাজ্যে ভোটে কংগ্রেসের মুখ পোড়ার পর কংগ্রেস দাবি করেছে, এই ফল অপ্রত্যাশিত ছিল না। অসমে তরুণ গগৈ পরপর তিনবার মুখ্যমন্ত্রী ছিলেন, প্রতিষ্ঠানবিরোধী ভোট তাঁর বিরুদ্ধে গেছে। কিন্তু কেউ একবারও বলছেন না, রাহুল যেখানেই প্রচারে গেছেন, কীভাবে সেখানেই ভরাডুবি হয়েছে দলের। রাহুল নিজে অবশ্য বলছেন, পরাজয় থেকে শিক্ষা নিয়ে তাঁরা আরও বেশি করে খাটবেন, চেষ্টা করবেন মানুষের সমর্থন ও বিশ্বাস জিততে। জয়ী দলগুলিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
৪ রাজ্যে হার, মুখ চুন করে রাহুল বলছেন, আরও পরিশ্রম করব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 May 2016 07:56 AM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -