নয়াদিল্লি: কলকাতার কালীঘাট মেট্রো স্টেশন (Kalighat Metro Station) থেকে শহরতলির অলিগলি। হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজতে প্রায় ১০ বছর আগে 'সিটি অফ জয়'তে (City of Joy) পা রেখেছিলেন বিদ্যা বাগচী। আর এই গত ১০ বছর ধরে প্রত্যেক সিনেপ্রেমীর অন্যতম পছন্দের থ্রিলার পরিচালক সুজয় ঘোষের (Sujoy Ghosh) 'কাহানি' (Kahaani)। সত্যি বলতে গেলে, ছবিটি মুক্তির পর থেকেই এমন আলোড়ন তুলেছিল, যে আজও 'কাহানি'র মতো ছবি তৈরির চেষ্টা চলে। তবে হাতে গোনা কয়েকটা ছবিই হয়তো সাফল্যের সেই মাত্রায় পৌঁছতে পারে।


ছবির মুখ্য এবং অত্যন্ত জীবন্ত চরিত্র বিদ্যা বাগচী। যে চরিত্রে ভীষণই তীক্ষ্ণ অথচ সাবলীল অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। যদিও এই ছবির আগেই তিনি বেশ নাম করে ফেলেছিলেন। ভিন্ন ধারার চরিত্রে বিদ্যা বালান তখনই সিদ্ধহস্ত। তাঁর ঝুলিতে তখনই 'ইশকিয়া', 'নো ওয়ান কিলড জেসিকা' বা 'দ্য ডার্টি পিকচার'-এর মতো সিনেমার সম্ভার রয়েছে। কিন্তু 'কাহানি' ছবিতে তাঁর গর্ভবতী স্ত্রীয়ের চরিত্রে অভিনয় প্রমাণ করে যে একা মহিলা চরিত্রই গোটা সিনেমা দাঁড় করিয়ে বক্স অফিস কাঁপিয়ে দিতে পারে। কোনও নায়কের প্রয়োজন পড়েই না। 


এখন শক্তিশালী, স্বাধীন, ক্ষমতাপ্রাপ্ত মহিলা মুখ্য চরিত্রের সিনেমাগুলির জন্য এগিয়ে আসছেন বড় প্রযোজকরাও। এমনকী দর্শকও এই ধরনের ছবি ভীষণ পছন্দ করেন। গত দু'মাসের কথাই ধরা যাক। 'লুপ লপেটা', 'গহেরাইয়াঁ', 'আ থার্সডে', 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'হিউম্যান', 'দ্য ফেম গেম' - এই সমস্ত বহুল আলোচিত কন্টেন্টগুলির মূল চরিত্রে রয়েছেন নারীরা।


আরও পড়ুন: Kapil Sharma: 'বচ্চন পাণ্ডে'র প্রোমোশনে এসে কপিল শর্মাকে 'বেওয়াফা' বললেন অক্ষয় কুমার! তারপর?


'কাহানি' ছবিটি শুধু মহিলা কেন্দ্রীক থ্রিলার ছবির দরজাই খুলে দিল তাইই নয়। এই ছবির সিক্যোয়েলও বেশ প্রশংসিত হয়েছিল। এমনকী 'কাহানি' ছবির সিরিয়াল কিলার 'বব বিশ্বাস' চরিত্র নিয়ে আলাদা একটি ছবিও মুক্তি পেল সম্প্রতি। এছাড়া বলিউডের সঙ্গে এই ছবি পরিচয় করায় পরমব্রত চট্টোপাধ্যায়ের (ParamBrata Chattopadhyay)। 


বিদ্যা বাগচীর কঠিন সফর অনেকাংশেই সফল হত না যদি পুলিশ অফিসার সাত্যকি সিংহের যোগ্য সঙ্গত না থাকত। মহাভারতে কৃষ্ণ যেমন অর্জুনের জন্য অপরিহার্য তেমনই এই ছবিতে সাত্যকি অপরিহার্য ছিল বিদ্যার জন্য। এবং অবশ্যই বিদ্যা বালানের মতো তুখোড় অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিয়ে দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছেন পরমব্রত। এরপর তিনি বলিউডে কাজ করেন 'পরি' ছবিতে। 


সব মিলিয়ে বছর ১০ কেটে গেলেও এখনও 'কাহানি' ছবির স্মৃতি সকলের মনে টাটকা। এটি এমন এক ছবি যা দেখে শুধু প্রাপ্তিই আছে।