কলকাতা: দেখতে দেখতে ১০ বছর পার। এই এক দশকে স্বপ্ননগরীতে একাধিক কাজ করেছেন তিনি। বড় বড় প্রযোজক থেকে পরিচালকের কাছে তিনি এখন পরিচিত নাম। কিন্তু সেই পথ চলার শুরুটা হয় ২০১২ সালের ৯ মার্চ। 'কাহানি' (Kahaani) ছবির হাত ধরে বলিউডে (Bollywood) পা রাখেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। আর এক দশক পর সেই 'প্রথম' ছবির কথা মনে করে পোস্ট করলেন ইনস্টাগ্রামে।


পাশাপাশি বিদ্যা বালান ও পরমব্রত চট্টোপাধ্য়ায়। অভিনেতার পরনে পুলিশের সাদা উর্দি। তিনি পুলিশ অফিসার সাত্যকি সিংহ। 'অসহায়' বিদ্যা বাগচীর কলকাতা সফরে অন্যতম বিশ্বস্ত সঙ্গী। পরিচালক সুজয় ঘোষের এই জনপ্রিয় থ্রিলার দিয়েই বলিউডে পথচলা শুরু পরমব্রতর। 


এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'আমার হিন্দি কাজগুলিতে আমাকে প্রায়শই দেখা গেছে দক্ষ সক্ষম/সহায়ক/গাইড/সহকারী/কমরেড/অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং সুন্দরী নারী চরিত্রের ফয়েলের চরিত্রে অভিনয় করতে। 'পরী', 'বুলবুল' থেকে 'আরণ্যক', এমনকী সাম্প্রতিক 'মিথ্যা' পর্যন্ত এই ধারা অব্যাহত রয়েছে। তবে এই সব দশ বছর আগে শুরু হয়েছিল, 'কাহানি' দিয়ে, যেখানে সাত্যকি সত্যিই অর্জুনের অনুগত সারথী হিসাবে আবির্ভূত হয়েছিল!'


 






এরপর 'কাহানি' ছবিতে তাঁর কাজের অভিজ্ঞতা ও সাফল্য নিয়ে বিস্তারিত লেখেন অভিনেতা। সবশেষে তাঁর মন্তব্য, 'আবারও, অসংখ্য ধন্যবাদ সুজয় ঘোষ ও বিদ্যা বালানকে, 'কাহানি' ছবির জন্য... এই কৃতজ্ঞতা কখনও শেষ হবে না।'


ছবিতে বিদ্যা বাগচীর কঠিন সফর অনেকাংশেই সফল হত না যদি পুলিশ অফিসার সাত্যকি সিংহের যোগ্য সঙ্গত না থাকত। মহাভারতে কৃষ্ণ যেমন অর্জুনের জন্য অপরিহার্য তেমনই এই ছবিতে সাত্যকি অপরিহার্য ছিল বিদ্যার জন্য। এবং অবশ্যই বিদ্যা বালানের মতো তুখোড় অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিয়ে দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছেন পরমব্রত।


আরও পড়ুন: 10 years of Kahaani: 'কাহানি' ছবির দশক পার, বলিউডের 'পরম' প্রাপ্তি