Netflix: 'দেবারা'-'পুষ্পা ২'-'সালার'-সহ ১২ ছবি আসবে নেটফ্লিক্সে, বড়পর্দায় মুক্তির পর

Films on Netflix: নেটফ্লিক্সে এই তিন তারকার বহু প্রতীক্ষিত ছবিগুলি ছাড়াও একাধিক তেলুগু ছবি মুক্তি পাবে। এই বছরে নেটফ্লিক্স নিয়ে আসবে, 'বাডি', 'গ্যাংস অফ গোদাবরী', 'তিল্লু স্কোয়্যার' ইত্যাদি।

Continues below advertisement

নয়াদিল্লি: সোমবার ১২টি ছবির নাম ঘোষণা করল স্ট্রিমিং জায়ান্ট (Streaming giant) ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platforms) 'নেটফ্লিক্স' (Netflix) তাদের এই বছরের তেলুগু প্রস্তাবনার (Telugu Offerings) অংশ হিসেবে। তার মধ্যে রয়েছে একাধিক বহু চর্চিত ছবি, যেগুলি প্রেক্ষাগৃহে মুক্তির পর স্ট্রিমিং করা হবে নেটফ্লিক্সে। কোন কোন ছবি রয়েছে সেই তালিকায়? 

Continues below advertisement

নেটফ্লিক্সে দেখা যাবে একাধিক চর্চিত সিনেমা

এনটিআর জুনিয়রের 'দেবারা' (NTR Jr starrer 'Devara'), অল্লু অর্জুনের 'পুষ্পা ২: দ্য রুল' (Allu Arjun starrer 'Pushpa 2: The Rule'), এবং প্রভাস অভিনীত 'সালার: পার্ট ১ - সিজফায়ার' (Prabhas starrer 'Salaar: Part 1 - Ceasefire') রয়েছে এই তালিকায়। এর মধ্যে একমাত্র 'সালার' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বাকি দুটো ছবি বড়পর্দায় মুক্তির পর আসবে নেটফ্লিক্সে। 

নেটফ্লিক্সে এই তিন তারকার বহু প্রতীক্ষিত ছবিগুলি ছাড়াও একাধিক তেলুগু ছবি মুক্তি পাবে। এই বছরে নেটফ্লিক্স নিয়ে আসবে, 'বাডি', 'গ্যাংস অফ গোদাবরী', 'তিল্লু স্কোয়্যার', বিজয় দেবেরাকোন্ডার দ্বাদশ ছবি, নন্দমুরী বালাকৃষ্ণর ১০৯তম ছবি, সিধু ও কার্তিকেয় অভিনীত আরও একটি ছবি যার নাম নিশ্চিত হয়নি এবং 'গাটু পিকচার্স' প্রযোজনা সংস্থার নবম ছবি। 

 

স্ট্রিমিং সংস্থার তরফে প্রকাশিত প্রেস বিবৃতিতে বলা হয়েছে, 'এই ছবিগুলি এই বছর তাদের প্রেক্ষাগৃহে মুক্তির পর নেটফ্লিক্সে দেখতে পাওয়া যাবে, যার ফলে অনুরাগীরা এই ছবিগুলি প্রথমে প্রেক্ষাগৃহে উপভোগ করে তারপর প্রিয় তারকাদের ম্যাজিক্যাল পারফর্ম্যান্স বাড়ির আরামে বসে পুনরায় উপভোগ করতে পারেন, পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে।' সংস্থার কনটেন্টের ভাইস প্রেসিডেন্ট মণিকা শেরগিল বলেন তাঁরা এই বছর তেলুগু সিনেমার শ্রেষ্ঠগুলি তাঁদের সাবস্ক্রাইবারদের জন্য নিয়ে উপলব্ধ করার চেষ্টা করবেন। 

 

আরও পড়ুন: New Serial Update: 'কনস্টেবল' মঞ্জুর সঙ্গে 'ক্রিমিনাল' অর্জুনের চার হাত এক? তারপর? আসছে নতুন ধারাবাহিক

'সালার: পার্ট ১ - সিজফায়ার' ছবিতে অভিনয় করেন প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারন, যা মুক্তি পেয়েছে ২২ ডিসেম্বর। অন্যদিকে এনটিআর জুনিয়রের 'দেবারা' মুক্তি পাবে ৫ এপ্রিল ও ১৫ অগাস্ট প্রেক্ষাগৃহে ফিরবেন অল্লু অর্জুন, 'পুষ্পা' হয়ে। যে ১২টি ছবির নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে 'হাই নান্না' ইতিমধ্যেই দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। নানি, ম্রুণাল ঠাকুর অভিনীত এই ছবি ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola