মুম্বই: ১৫ বছর সম্পূর্ণ করল শাহরুখ খান-রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘বীর-জারা’। এই উপলক্ষ্যে ছবি সম্পর্কিত অনেক অজানা কথা শোনালেন রানি।
স্মৃতির সরণি বেয়ে এদিন যশ চোপড়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রোমন্থন করলেন রানি। বলেন, ওনার সঙ্গে ছবি শ্যুট করাটাই একটা অন্য অভিজ্ঞতা। অন্য পরিচালকরা সাধারণত, মনিটরে পরীক্ষা করেন। কারণ, এটাই এখনকার ট্রেন্ড। কিন্তু, যশ চোপড়া ছিলেন ব্যতিক্রমী। উনি সর্বদা ক্যামেরাম্যানের পিছনে দাঁড়িয়ে প্রত্যেকটা ফ্রেম দেখতেন। অভিনেতাদের অভিনয় বিচার করতেন।
রানি বলেন, যশ (চোপড়া) আঙ্কলের সঙ্গে যখন শ্যুট করতাম, আমি উপলব্ধি করেছি, কীভাবে অভিনেতাদের থেকে তিনি সেরাটা বের করে আনতেন। ক্যামেরার কাছে দাঁড়িয়ে উনি নিরন্তর আমাদের অভিনয়ের ওপর তীক্ষ্ণ নজর রাখতেন। উনিই একমাত্র পরিচালক যিনি সবসময় আমাদের খাওয়াতেন এবং হাসি-খুশি দেখতে চাইতেন। অভিনেত্রী বলেন, আমার মনে আছে, প্রতিদিন আমাদের জন্য আলু পরটা ও সাদা মাখন থাকত।
যশ-পুত্র আদিত্য চোপড়া পরিচালিত ‘বীর-জারা’ ছবিতে এক পাকিস্তানি আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল রানিকে। ‘বয়স্ক’ শাহরুখ খানের কথা বলতে গিয়ে ৪১-বছর-বয়সী অভিনেত্রী বলেন, বুড়ো মানুষের চরিত্রে শাহরুখকে দেখে সকলে প্রায় অবাকই হয়েছিলাম। এর আগের ছবিগুলিতে আমি ওর বিপরীতে অভিনয় করেছি। এখানে কন্যাসম চরিত্রে অভিনয় করাটা সত্যিই অস্বস্তি ছিল। বলতে দ্বিধা নেই, কিছুটা কঠিনও ছিল। রানি যোগ করেন, তার চেয়ে শাহরুখের সঙ্গে প্রেম করা অনেক বেশি সহজ। অনেক সময় এমন হয়েছে, শটের মাঝে আমি আর শাহরুখ কোনও কিছু নিয়ে হেসেই চলেছি। তা দেখে আদি(আদিত্য চোপড়া) ও যশ আঙ্কল বিরক্তই হতেন। বলতেন, তোমরা শটের ওপর মনোনিবেশ করো।
প্রসঙ্গত, ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘বীর-জারা’। সেই বছর এটি সবচেয়ে আয় করা ছবি ছিল।
১৫ বছরে ‘বীর-জারা’: কেন শাহরুখের সঙ্গে অভিনয়ে অস্বস্তি হয়েছিল, জানালেন রানি
Web Desk, ABP Ananda
Updated at:
12 Nov 2019 04:42 PM (IST)
১৫ বছর সম্পূর্ণ করল শাহরুখ খান-রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘বীর-জারা’।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -