নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ জয়ের পরই টিম ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার। বলেন, ভারত এখন মেজাজে খেলছে। তাঁর মতে, আগামী বছর টি-২০ বিশ্বকাপ জয়ের সমূহ সম্ভাবনা রয়েছে মেন ইন ব্লু-র।
দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে পরাজয়। পরের দুটি ম্যাচ জিতে তিনম্যাচের সিরিজ দখল করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
সম্প্রতি, ইউটিউবে একটি ভিডিও পোস্টে আখতার বলেন, ভারত প্রমাণ করেছে, ম্যাচ কে দাপিয়ে বেরিয়েছে। প্রথম ম্যাচ হারা সত্ত্বেও রাজকোটে দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে সিরিজে ফিরে আসে ভারত। আখতার বলেন, রোহিত বিশাল প্রতিভাবান। ও যখনই চায়, রান করতে পারে।
কে এল রাহুল, শ্রেয়স আয়ার, শিবন দুবে ও দীপক চাহারের দুরন্ত পারফরম্যান্সের দৌলতে নাগপুরে তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে দখল করে ভারত। আখতার বলেন, আমি ভেবেছিলাম, তৃতীয় ম্যাচটি বেশ উত্তেজক হবে। কিন্তু, ভারত দেখিয়ে দিল, তারা অনেক ভাল টিম। তবে, বাংলাদেশও দারুন লড়াই করেছে। সেজন্য তাদের প্রশংসা প্রাপ্য।
১৭৫ তাড়া করতে নেমে একটা সময়ে দেখে মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচ বের করে নেবে। বিশেষ করে, মহম্মদ নঈম ও মহম্মদ মিঠুন যখন দাপিয়ে ব্যাটিং করছিলেন, তখন বাংলাদেশের জয়ের সম্ভাবনাই প্রবল ছিল। দুজনে তৃতীয় উইকেটে ৯৮ রান যোগ করেন। কিন্তু, এরপরই ছন্দপতন ঘটে। পরপর উইকেট হারিয়ে ১৪৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
শোয়েব আখতার মনে করিয়ে দেন, বাংলাদেশ কোনও ছোট দল নয়। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ওরা কোনও সাধারণ টিম নয়। আমাদের সকলের মনে রাখা প্রয়োজন। টাইগার্স-রা কোনও দলের সামনে ভীত হবে না।
আবার তরুণ ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের ভূয়সী প্রশংসা করেন আখতার। বলেন, ওর বোলিংয়ের মধ্যে গতি ও সিমের অনবদ্য মিশেল রয়েছে। হ্যাট-ট্রিক সহ দুরন্ত পারফরম্যান্স করে দেখিয়েছেন দীপক। প্রসঙ্গত, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ আন্তর্জাতিকে হ্যাট-ট্রিক করেছেন দীপক। নাগপুরের ম্যাচে একা হাতেই বাংলাদেশের ইনিংসকে শেষ করে দেন দীপক। ৭ রানের বিনিময়ে তুলে নেন বিপক্ষের ৬টি উইকেট। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত যে কোনও বোলারের সেরা পারফরম্যান্স।
মেজাজে খেলছে ভারত, আগামী টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার, মত শোয়েবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Nov 2019 02:24 PM (IST)
শোয়েব আখতার মনে করিয়ে দেন, বাংলাদেশ কোনও ছোট দল নয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -