ফের পর্দায় গান গাইছেন আমির! ‘আতি ক্যয়া খান্ডালা’-র ১৮ বছর পর!
ABP Ananda, Web Desk | 13 Dec 2016 10:57 AM (IST)
মুম্বই: একসময় সকলের মুখে মুখে ফিরত 'গুলাম'-এর ‘আতি ক্যয়া খান্ডালা’। সেই ছবির ১৮ বছর পর আবার পাওয়া যাবে গায়ক আমির খানকে, ‘দঙ্গল’ ছবিতে। ‘দঙ্গল’-এর ‘ধক্কড়’ গানটির একটি ভার্সন গেয়েছেন তিনি। ওই গানের একটি ভিডিও রেকর্ড করেছেন আমির। ১৮ তারিখ একটি সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানে সেটি প্রথমবার সম্প্রচারিত হবে। অনুষ্ঠান সঞ্চালনা করবেন অভিনেতা অর্জুন কপূর, শাহরুখ খান ও কর্ণ জোহর। তাঁরা প্রকাশ্যে আনবেন ওই ভিডিও। ৫১ বছরের অভিনেতা তাতে তাঁর দুই পর্দার মেয়ে সানিয়া মালহোত্রা ও ফতিমা সানা শেখের সঙ্গে দর্শকদের পরিচয় করাবেন, কথা বলবেন নারী শক্তি নিয়ে। ২৩ তারিখ মুক্তি পাবে এই ছবি।