মুম্বই: এক ফার্মা কোম্পানির সিইও সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে করিশমা কপূরের প্রেমের গল্প অনেকেরই জানা। সঞ্জয় কপূরের সঙ্গে করিশমার বিয়ে ভেঙে যাওয়ার পর করিশমা এখন সন্দীপের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি একা নন, তাঁর ২ ছেলেমেয়ে সামাইরা আর কিয়ানও থাকবে একসঙ্গে।
তবে সন্দীপের ক্ষেত্রে ব্যাপারটা এত সহজ নয়, স্ত্রী আশ্রিতার সঙ্গে তিক্ত ডিভোর্স মামলা চলছে তাঁর। করিশমা তাঁদের সংসার ভাঙছেন অভিযোগ করে আশ্রিতা জানিয়ে দেন, কিছুতেই তিনি সন্দীপকে ডিভোর্স দেবেন না। অনেক দর কষাকষির পর অবশেষে তাঁরা দুজনে ডিভোর্স ফাইল করেছেন। তবে আশ্রিতা আদালতে আর্জি জানিয়েছেন, তাঁদের মেয়েদের কাস্টডি পুরোপুরি তাঁর থাকবে, সন্দীপ মাঝে মধ্যে দেখতে আসা ছাড়া আর কোনও অধিকার পাবেন না।
সন্দীপ তাই এখন করিশমার জন্য বান্দ্রায় বহুমূল্য থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট খুঁজছেন। করিশমা ও তাঁর ২ ছেলেমেয়েকে ওই অ্যাপার্টমেন্ট উপহার দেবেন তিনি। সঞ্জয় কপূরের সঙ্গে দীর্ঘ তিক্ত আইনি যুদ্ধের শেষে ২ ছেলেমেয়ের কাস্টডি পেয়েছেন করিশমা। সঞ্জয়ের মাঝেমধ্যে তাদের সঙ্গে দেখা করার অধিকার রয়েছে।
ডিভোর্সের পর বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে চলেছেন করিশমা
ABP Ananda, Web Desk
Updated at:
13 Dec 2016 08:29 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -