অভিনেত্রী কৃতিকা চৌধুরী খুনের মামলায় গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jul 2017 01:47 PM (IST)
মুম্বই: মডেল-অভিনেত্রী কৃতিকা চৌধুরী খুনের মামলায় ২ জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ১২ তারিখ আন্ধেরির শহরতলিতে ২৭ বছরের এই পায়ের তলায় মাটি খোঁজা অভিনেত্রীর বিকৃত হয়ে যাওয়া দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার জট ছাড়িয়েছে তারা। প্রাথমিকভাবে পুলিশ এই মামলায় দুর্ঘটনায় মৃত্যুর কেস দায়ের করেছিল। কিন্তু ময়নাতদন্তে জানা যায়, মাথায় গুরুতর চোট পেয়ে মৃত্যু হয়েছে কৃতিকার। এরপরই দাখিল হয় খুনের অভিযোগ। পুলিশ জানিয়েছে, যে হাউজিং সোসাইটিতে কৃতিকা থাকতেন, তার রক্ষী তাদের জানায়, কৃতিকার দেহ উদ্ধারের কয়েকদিন আগে ২ জন তাঁর ফ্ল্যাটে গিয়েছিল। তারপরেই সেই দুজনের জন্য তল্লাশি শুরু করে পুলিশ। হরিদ্বারের মেয়ে কৃতিকা কঙ্গনা রানাওয়াতের ছবি রাজ্জোয় ছোট চরিত্রে কাজ করেন। কয়েকটি টিভি সিরিয়ালেও দেখা গিয়েছে তাঁকে। তিনি বিবাহিত ছিলেন কিন্তু ডিভোর্স হয়ে যায়।