মুম্বই: 'অউর পেয়ার হো গয়া' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছে 'ফেনি খান' ছবিতে। দেখতে দেখতে বলিউডে ২৫ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী। অভিনয় থেকে স্টাইল আইকন হয়ে ওঠা ঐশ্বর্য রাই বচ্চনের কেরিয়ারে চোখ রাখলে সেখানে এমন সমস্ত ছবির নাম উঠে আসবে, যে ছবিগুলোয় পরবর্তীকালে অভিনয় করতে চেয়েছেন বলিউডের বহু নায়িকা। কখনও 'দেবদাস' ছবিতে পারোর চরিত্রে, কখনও 'চোখের বালি' ছবিতে বিনোদিনী চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন। এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক ঐশ্বর্য রাই বচ্চনের অভিনীত সেরা পাঁচ ছবির তালিকায়-


দেবদাস- কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'দেবদাস' নিয়ে ছবি তৈরি করেন পরিচালক। আর সেই ছবিতে পারোর চরিত্রে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে। বিপরীতে দেবদাসের ভূমিকায় শাহরুখ খান। চন্দ্রমুখীর চরিত্রে এই ছবিতে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। পারোর চরিত্রে ঐশ্বর্য রাই বচ্চনের অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে।


যোধা আকবর- ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি 'যোধা আকবর'-এ যোধাবাঈয়ের চরিত্রে অভিনয় করেন ঐশ্বর্য রাই বচ্চন। এই ছবিতে প্রথমবার হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। ছবিটি বেশ কিছু পুরস্কারও জিতেছিল পরবর্তীকালে। সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন ঐশ্বর্য রাই বচ্চন।


আরও পড়ুন - Top Entertainment News Today: এক ঝলকে দেখে নিন আজকের সেরা বিনোদনের খবরগুলি


গুরু- অভিষেক বচ্চনের সঙ্গে এই ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের রসায়ন নজর কাড়ে দর্শকের। পরিচালক মণিরত্নমের এই ছবি বরাবরই আলোচনায় থাকে। ছবির গল্পের পাশাপাশি এই ছবির গানও একইরকমভাবে জনপ্রিয়। 'বরষো রে মেঘা মেঘা' গানে ঐশ্বর্য রাই বচ্চনের অভিনয় মন জিতে নেয় দর্শকের।


চোখের বালি- প্রথমবার বাংলা ছবিতে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে। পরিচালক ঋতুপর্ণ ঘোষ ছবি তৈরি করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি' উপন্যাসকে নিয়ে। আর এই ছবিতে বিনোদিনীর চরিত্রে ঐশ্বর্য রাই বচ্চন মুগ্ধকরা অভিনয় করেন।


হম দিল দে চুকে সনম- ঐশ্বর্য রাই বচ্চনের কেরিয়ারের সেরা ছবির কথা হবে আর এই ছবির নাম থাকবে না, তা আবার হয় নাকি। কেরিয়ারের একেবারে শুরুর দিকে এই ছবিতে অভিনয় করে ঐশ্বর্য় রাই বচ্চন সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন। সলমন খানের বিপরীতে ঐশ্বর্য রাই বচ্চনের রসায়ন নজর কাড়ে।