মুম্বই: হিন্দি চলচ্চিত্র জগতে সাড়া জাগানো ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তি পায় ১৯৯৫ সালে। শাহরুখ খান এবং কাজল অভিনীত এই ছবি তৈরি করেছিল নতুন মাইল ফলক। আগামী ২০ অক্টোবর ২৫ বছর পূর্ণ হবে এই ছবির। এই উপলক্ষ্যে শাহরুখ এবং কাজলের একটি ব্রোঞ্জের মূর্তি উন্মোচনের কথা ঘোষণা করল হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্স। লন্ডনের লিসেস্টর স্ক্যোয়ারে উন্মোচন করা হবে এই মূর্তি।
প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২০ অক্টোবর এই ছবিটি মুক্তি পায়। এ ছবি আগের সমস্ত রেকর্ড ভেঙে দেয়। এমনকি এর পরবর্তীতে মুক্তি পাওয়া বহু ব্লকবাস্টার ছবিও এই ছবির রেকর্ড ছুঁতে পারেনি। আদিত্য চোপড়া পরিচালিত এই ছবিতে শাহরুখ এবং কাজল ছাড়াও অভিনয় করেছিলেন অমরিশ পুরী, অনুপম খের, প্রয়াত অচলা সচদেব, ফরিদা জালাল সহ চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতারা। টানা ১৫ বছর ধরে মুম্বইয়ের মরাঠা মন্দির প্রেক্ষাগৃহ হইহই করে উপভোগ করেছে রাজ-সিমরানের সেই টানটান প্রেমের কাহিনী। এ ছবির হাত ধরে বলিউডের অন্যতম সেরা জুটির তকমা আদায় করে নিয়েছিলেন শাহরুখ-কাজল।
সম্প্রতি, প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ছবিতে লন্ডন শহরে চিত্রায়িত একটি দৃশ্যকেই ধরার চেষ্টা করা হয়েছে। জানা গিয়েছে, ‘সিনস ইন দ্য স্কোয়্যার’ মুভি ট্রেইলে এটিই হতে চলেছে নতুন সংযোজন। এর আগে এখানে হ্যারি পটার, লরেল অ্যান্ড হার্ডি, ওয়ান্ডার প্রমুখের আইকনিক দৃশ্যের মূর্তি স্থাপন করা হয়েছে।
এ প্রসঙ্গে হার্ট অফ লন্ডন বিজনেস অ্য়ালায়েন্সে ডেস্টিনেশন মার্কেটিংয়ের ডিরেক্টর মার্ক উইলিয়ামস বলেছেন, ‘‘এটা দুর্দান্ত লাগছে যে, এখানে শাহরুখ খান ও কাজলের মূর্তি রাখতে পারছি। ‘দিলওয়ালে দুলেহনিয়া লে জায়েঙ্গে’ বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ছবি। যে ছবির শুটিং হয়েছিল লিসেস্টার স্কোয়ারে। এই মূর্তির মাধ্যমে বিশ্ব দরবারে বলিউডকে সম্মান জানাতে পারব”।