নয়াদিল্লি: ১৩ বছর পার। কিন্তু এখনও ভারতবাসীর মনে ২৬ নভেম্বরের মুম্বই হামলার (Mumbai Blast) স্মৃতি স্পষ্ট। রক্তস্রোত বয়ে গিয়েছিল বাণিজ্যনগরীতে। সন্ত্রাসবাদীদের হামলায় কেঁপেছিল আরব সাগর (Arabian Sea) তীরবর্তী শহর। ১৩ বছর আগের সেই হামলায় শহিদদের স্মরণ করে এদিন শ্রদ্ধা জানালেন একাধিক বলিউড তারকা। ট্যুইট করে শ্রদ্ধা জানালেন অভিনেতা অক্ষয় কুমার থেকে শুরু করে অনুপম খের সহ অনেকেই।


অক্ষয় কুমার (Akshay Kumar) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা জানান। ট্যুইটও করেন তিনি। লেখেন, 'মুম্বই টেরর অ্যাটাকের ১৩ বছর পার। যাঁরা নিজেদের প্রাণ ও প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের স্মরণ করছি। আমাদের শহরকে বাঁচাতে যাঁরা নিজেদের প্রাণ দিয়েছেন সকলকে শ্রদ্ধা।'




 






 


প্রবীণ অভিনেতা অনুপম খের (Anupam Kher) একটি ভিডিও পোস্ট করেন। তিনি 'হোটেল মুম্বই' ছবিতে অভিনয়ও করেছেন। ক্যাপশনে লেখেন, 'না ভুলব, না ক্ষমা করব।'


 






 


একইসঙ্গে পোস্ট করেন অভিনেতা রণবীর শোরে (Ranvir Shorey), পরিচালক মধুর ভণ্ডারকর (Madhur Bhandarkar)। 


 






 






আরও পড়ুন: Farmers Protest: কৃষক আন্দোলনের এক বছর, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা দিল্লিতে


১৩ বছর আগের সেই সন্ধের স্মৃতি এখনও টাটকা দেশবাসীর মনে। আরব সাগর পেরিয়ে মুম্বইয়ে ঢুকে সশস্ত্র জঙ্গিরা প্রথমে  তাজ হোটেলে হামলা চালায়। তারপর একে একে সন্ত্রাসবাদীরা ছড়িয়ে পড়েছিল লিওপোল্ড কাফে, নরিম্যান হাইস, ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস, ট্রাইডেন্ট হোটেল, কামা হাসপাতালের মতো শহরের একাধিক জায়গায়। এরপর টানা চার দিনের সন্ত্রাসাবাদী আক্রমণ। আর এই হামলায় নিহত হন ২৮ জন বিদেশ নাগরিক-সহ ১৬৪ জন। আহত হন ৩০৮ জন। সংশ্লিষ্টরা বেঁচে গেলেও অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।