মুম্বই: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি অভিনেতা কমল হাসান (Kamal Hassan)। আমেরিকা থেকে ফেরার পরই তাঁর অল্প কিছু উপসর্গ দেখা দেয়। এরপরই তিনি করোনা (Covid19) পরীক্ষা করে এবং রিপোর্ট পজেটিভ আসে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে অনুরাগীদের সাবধান করে অভিনেতা লেখেন, 'আমেরিকা সফর থেকে ফেরার পরই হালকা সর্দি কাশি দেখা দেয়। এরপরই করোনা পরীক্ষা করাই এবং রিপোর্ট পজেটিভ এসেছে। আমি নিজেকে হাসপাতালে আইসোলেটেড করে রেখেছি। আমি বুঝতে পারছি, অতিমারির প্রকোপ এখনও শেষ সম্পূর্ণ কেটে যায়নি। তাই আপনারা সকলেই সুরক্ষিত থাকুন'। সম্প্রতি 'বিগ বস তামিল'-র চলতি সিজল সঞ্চালনায় ব্যস্ত ছিলেন কমল হাসান। তাঁর অসুস্থতায় প্রশ্ব উঠেছে, তাহলে তিনি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছেন, ততদিন 'বিগ বস তামিল'-র (Bigg Boss Tamil) সঞ্চালনা করবেন কে?


করোনায় আক্রান্ত হওয়ার কারণে অন্তত দু সপ্তাহ চিকিৎসাধীন থাকবেন অভিনেতা কমল হাসান। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, যতদিন তাঁর শারীরিক অবস্থা ঠিক হচ্ছে না, যতদিন তিনি পুরোপুরি সুস্থ হচ্ছেন না, ততদিন তাঁর কন্যা শ্রুতি হাসান সঞ্চালনা করতে পারেন 'বিগ বস তামিল ৫'। এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে শ্রুতি হাসানকে। যদিও শ্রুতি হাসানের পক্ষ থেকে কিংবা 'বিগ বস তামিল'-র কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।


আরও পড়ুন - কার্তিক আরিয়ানের 'ধামাকা' দেখে কী করল চার বছরের এই খুদে? মুহূর্তে ভাইরাল ভিডিও 


এদিন শ্রুতি হাসান নিজের টুইটার হ্যান্ডলে বাবার শারীরিক অবস্থা কেমন রয়েছে তা জানান। তিনি লেখেন, 'সবাইকে ধন্যবাদ, যাঁরা বাবার শারীরিক অসুস্থতায় সুস্থতার প্রার্থনা করেছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আশা করছি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।'


শুধু শ্রুতি হাসানই নন, যতদিন না কমল হাসান সুস্থ হয়ে উঠছেন, ততদিন পর্যন্ত 'বিগ বস তামিল'-র সঞ্চালনার দায়িত্বের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেত্রী রাম্যা কৃষ্ণন এবং বিজয় সেতুপতিকে। সূত্রের খবর এমনটাই। 


প্রসঙ্গত, এই মুহূর্তে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন কমল হাসান। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিনেতা ক্রমশ সুস্থতার দিকে যাচ্ছেন।