কানপুর: চাপের মুহূর্তে দুরন্ত পারফরম্যান্স শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন। ১৬ তম ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) হিসাবে অভিষেকে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের শ্রেয়স। ১৭১ বলে ১০৫ রানের ইনিংস খেলে কানপুরের পিচে নতুন নজির গড়লেন তিনি। 


১০৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। সেই সময় পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন শ্রেয়স। প্রথমে রাহানে ও তারপর জাডেজার সঙ্গে জুটি বাঁধেন তিনি। ভারতীয় হিসাবে ১৬তম ক্রিকেটার হলেও, কানপুরে তিনিই দ্বিতীয় ব্যাটার। কানপুরের পিচে কিংবদন্তী গুন্ডাপ্পা বিশ্বনাথ প্রথম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করেছিলেন। যদিও সেটা হয়েছিল ১৯৬৯ সালে। তারপর অবশ্য শ্রেয়সই সেঞ্চুরি করলেন অভিষেক টেস্টে। ৪১ নম্বর জার্সি পরে ব্যাট করতে নামেন।



আরও পড়ুন, ৭ বছর আগে গ্রিনপার্কেই বাঁচিয়েছিলেন কেরিয়ার, হতাশা কাটিয়ে আলোর পথে শ্রেয়স


পরিসংখ্যান অনুযায়ী, ১০ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে টেস্ট অভিষেকে শতরান করেন শ্রেয়স। কানপুরের পিচে অভিষেক টেস্টে সেঞ্চুরি পাননি কোনও ভারতীয়ই। গুন্ডাপ্পা বিশ্বনাথের পরই সেই তালিকায় নাম তুললেন শ্রেয়স আইয়ার। এই টেস্টের আগে গাভাসকারের হাত থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন তিনি।               


লক্ষ্মণ থেকে ইরফান পাঠান সহ সমস্ত প্রাক্তন তারকারাই শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়স আইয়ারকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই শতরান পেলেন শ্রেয়স। যদিও ১০৫ রান করে টিম সাউদির শিকার হন শ্রেয়স। দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৮ উইকেটে ৩৩৯। ক্রিজে রয়েছেন উমেশ যাদব (২৮ বলে ৪*) ও রবিচন্দ্রন অশ্বিন (৫৪ বলে ৩৮*)।          


আরও পড়ুন, অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স, সহ-অধিনায়কের দায়িত্বে স্মিথ


প্রসঙ্গত, কানপুরের গ্রিন পার্কে প্রথম টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে। বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলদের ছাড়াই মাঠে নামে ভারত।