পর্দায় ফিরছে ‘থ্রি ইডিয়টস্’! এক ফ্রেমে আমির-মাধবন-শরমান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2016 08:34 AM (IST)
মুম্বই: আবার বড় পর্দায় আসছে ‘থ্রি ইডিয়ট’। শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। তবে এর থেকেও বড় খবর আবার একফ্রেমে দেখা যাবে আমির খান, আর মাধবন এবং শরমান যোশিকে। এমনটাই জানিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, এই ত্রয়ী স্টারের জাদু আবার দেখা যাবে এই ছবিতে। সম্প্রতি শরমান যোশিও জানিয়েছেন, শীঘ্রই শুরু হতে চলেছে ‘থ্রি ইডিয়টস্’-এর পরবর্তী ছবির শ্যুটিংয়ের কাজ। প্রসঙ্গত, রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস্’ মন কেড়ে নিয়েছিল সমস্ত সিনেমাপ্রেমীদেরই। ওই ছবিতে আমির, শরমান, মাধবন, করিনা কপূর, বোমান ইরানির অভিনয় মুগ্ধ করেছিল দর্শককুলকে। এবার প্রতীক্ষায় কী চমক অপেক্ষা করছে এর পরবর্তী সিক্যুয়েলে।