উত্তর ২৪ পরগনা: ভোট মিটতেই উত্তর ২৪ পরগনা জুড়ে ও হাওড়ায় আক্রান্ত বিরোধীরা। পানিহাটি কেন্দ্রের বিভিন্ন এলাকায় সিপিএমের অন্তত তিনটি দলীয় কার্যালয় ভাঙচুর, দেগঙ্গায় কংগ্রেস নেতার দোকানে আগুন,নিউ ব্যারাকপুরে সিপিএম প্রার্থীর এজেন্টের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে।
দমদম উত্তর কেন্দ্রে সিপিএমের পোলিং এজেন্ট হওয়ায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাস্থল নিউ ব্যারাকপুরের মাসুন্দা এলাকা। গতকাল নিউ ব্যারাকপুর হাইস্কুলের ৭ নম্বর বুথে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর পোলিং এজেন্ট হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক প্রীতিকুমার রায়। অভিযোগ, রাতে স্থানীয় তৃণমূলকর্মী লাল্টু বিশ্বাসের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলকর্মীরা। অধ্যাপককে অশ্রাব্য গালিগালাজ ও তাঁর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভোট শেষ হতেই দেগঙ্গা বিধানসভা এলাকায় কংগ্রেস নেতার দোকানে আগুন। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, গতকাল রাতে কড়েয়া কদম্বগাছি স্টেশনের কাছে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল দে-র দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভস্মীভূত হয়ে যায় গোটা দোকানটি। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
ভোট মিটতেই পানিহাটির বিভিন্ন এলাকায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুর।কাঠগড়ায় শাসকদল। অভিযোগ, গতকাল রাতে আগরপাড়ার বটতলায় সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে সোদপুরের ঈশ্বর চ্যাটার্জি রোড ও সোদপুরের সরকারি আবাসন চত্বরে সিপিএমের দুটি কার্যালয় ভাঙচুর করা হয়। এক্ষেত্রেও অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তবে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভোটপর্ব শেষ হতেই হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত আমতার খোসালপুর গ্রামে উত্তেজনা। কংগ্রেসের পোলিং এজেন্ট হওয়ায় তিন সিপিএমকর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল কয়েকজন তৃণমূলকর্মী তিন সিপিএমকর্মী স্বপন মালিক, গোবিন্দ দলুই, সনৎ সাঁতরার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। আমতা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
ভোট মিটতেই ‘হামলা’, পানিহাটিতে সিপিএম কার্যালয় ভাঙচুর, দেগঙ্গায় কং নেতার দোকানে আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2016 06:53 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -