মুম্বই: পাঁচ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিলে বলিউডের 'বাদশা' শাহরুখ খানের (Shahrukh Khan) হিট ছবি 'রইস' (Raees)। ২০১৭ সালে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং এক্সেল এন্টারটেইমেন্টের প্রযোজনায় রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় তৈরি হয় এই ছবি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং মাহিরা খান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। 'রইস' ছবিটি শুধুমাত্র বক্স অফিসেই ব্যাপক সাফল্য পেয়েছিল, তাই নয়। এই ছবির ডায়লগগুলিও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। যা আজও মনে রয়েছে দর্শকের। দেখুন তো পাঁচ বছর পরও এই ছবির হিট ডায়লগগুলো আপনার একইরকমভাবে মনে রয়েছে কিনা।
১. আম্মি জান ক্যাহেতি থি, কোই ধান্দা ছোটা নেহি হোতা, অউর ধান্দে সে বড়া কোই ধরম নেহি হোতা। (মা বলতেন, কোনও কাজই ছোট হয় না। আর কাজের থেকে বড় কোনও ধর্ম নেই।)
২. বানিয়ে কা দিমাগ, মিঞাভাই কি ডেয়ারিং। (ব্যবসায়ীর বুদ্ধি আর মিঞাভাইয়ের সাহস)
৩. গুজরাট কি হাওয়া মে ব্যাপার হ্যায় সাহেব। মেরি সাঁস তো রোক লোগে, লেকিন ইস হাওয়া কো ক্য়ায়সে রোকোগে। (গুজরাটের হাওয়ায় একটা অন্যরকম ব্যাপার আছে সাহেব। আমার শ্বাস তো বন্ধ করে দেবে কিন্তু গুজরাটের হাওয়াকে কীভাবে বন্ধ করবে)
আরও পড়ুন - Priyanka Chopra: আচমকা কেন 'জি লে জারা' ছবি থেকে সরে গেলেন প্রিয়ঙ্কা?
৪. ম্যায় ধান্দা করতা হুঁ, ধরম কা ধান্দা নেহি করতা। (আমি ব্যবসা করি, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করি না।)
৫. জো ধান্দে কে লিয়ে সাহি উও সাহি, যো ধান্দে কে লিয়ে গলত, উও গলত। ইস্সে জাদা কভি সোচা নেহি। (ব্যবসার জন্য যেটা ঠিক, ওটাই সঠিক। ব্যবসার জন্য যেটা ভুল, ওটা ভুলই। এর থেকে বেশি কিছু ভাবিনি।)
প্রসঙ্গত, শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল পরিচালক আনন্দ এল রাইয়ের 'জিরো' ছবিতে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। মাঝে বেশ কিছুটা বিরতি কাটিয়ে ফের পর্দায় ফিরতে চলেছেন কিং খান। হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে তাঁর। খুব শীঘ্রই শাহরুখ খানকে দেখা যাবে 'পাঠান' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। এছাড়াও সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।