মুম্বই: সদ্যই মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সারোগেসির মাধ্যমে তাঁর এবং নিক জোনাসের জীবনে নতুন অতিথি এসেছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মা হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। অনুরাগীদের চমকে দিয়ে প্রিয়ঙ্কা চোপড়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মা হওয়ার খবর জানিয়ে লেখেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি সারোগেসির মাধ্যমে আমাদের সন্তান এসেছে। সবাইকে অনুরোধ করব আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখুন। এই মুহূর্তে আমরা আমাদের পরিবারের দিকে নজর দিতে চাই।' সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, সদ্য মা হওয়ার কারণে 'জি লে জারা' ছবি থেকে সরে গেলেন বলিউডের দেশি গার্ল।


গত বছরই বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার তাঁর আগামী ছবি 'জি লে জারা'র (Jee Le Zara) ঘোষণা করেছিলেন। জানা গিয়েছিল, ফারহান আখতারের এই ছবিতে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন বলিউডের তিন জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া এবং আলিয়া ভট্ট। কিন্তু সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, সদ্য প্রিয়ঙ্কা চোপড়ার জীবনে এসেছে কন্য সন্তান। আর সদ্যোজাতকে দেখাশোনা করার জন্যই 'জি লে জারা' ছবি থেকে সরে গেলেন অভিনেত্রী। জানা যাচ্ছে, প্রিয়ঙ্কা চোপড়া ছবি থেকে সরে যাওয়ার পর এবার তাঁর জায়গায় অন্য অভিনেত্রীর খোঁজে রয়েছেন ফারহান আখতার এবং প্রযোজক রিতেশ সিদওয়ানি।


আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2: স্থগিত নয়, নির্ধারিত দিনেই মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া টু'


প্রসঙ্গত, পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করার পর থেকে বেশিরভাগ সময়ই বিদেশে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। বিভিন্ন হলিউড ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে। হলিউড ছবি করলেও বলিউডেও কাজ করছেন প্রিয়ঙ্কা। ছবির প্রয়োজনে দেশে আসেন। সদ্য কিছুদিন আগেই এক জনপ্রিয় হলিউড ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। 'জি লে জারা' ছবির মাধ্যমে প্রথমবার ক্যাটরিনা কাইফ, আলিয়া ভট্টের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর যদি সত্যি হয়, তাহলে এই তিন নায়িকাকে এখনই দেখা যাওয়ার সম্ভাবনা নেই।