নয়াদিল্লি: সোমবার অনুষ্ঠিত হয়েছে ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্মানিত হয়েছেন অভিনেতা রজনীকান্ত ও ধনুশ, উভয়েই। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে ভূষিত করা হয়েছে। ভারতীয় সিনেমায় তাঁর অমূল্য অবদানের জন্যই এই সম্মান। অন্যদিকে 'অসুরান' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন রজনীকান্তের জামাই ও জনপ্রিয় অভিনেতা ধনুশ। অনুষ্ঠানে হাজির ছিলেন রজনীকান্তের স্ত্রী লতা ও মেয়ে ঐশ্বর্য, যিনি ধনুশের স্ত্রীও বটে।


বাবা এবং স্বামী, দুজনকেই একসঙ্গে জাতীয় পুরস্কারের মঞ্চে দেখা ঐতিহাসিক মুহূর্তের চেয়ে কম কিছু ছিল না ঐশ্বর্যের কাছে। এই প্রথম তাঁরা দুজনে একইসঙ্গে একই মঞ্চে পুরস্কৃত হলেন। 


সোমবার বিকেলে, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি 'হ্যাপি পিকচার' পোস্ট করলেন ঐশ্বর্য। বাবা ও স্বামীর সঙ্গে পোজ দিতে দেখা গেল তাঁকে। দুই মেগাস্টারকে দুপাশে বসিয়ে ছবি তুলে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'ওঁরা আমার...এবং এটা একটা ইতিহাস। গর্বিত মেয়ে। গর্বিত স্ত্রী।'


 






একইভাবে অভিনেতা ধনুশের কাছেও এই মুহূর্ত খুবই গর্বের। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নিজের 'থালাইভার'-এর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি। ক্যাপশনে লেখেন, 'যেই মঞ্চে আমার থালাইভার সম্মানীয় দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছে সেই একই মঞ্চে শ্রেষ্ঠ অভিনেতার জন্যে জাতীয় পুরস্কার পাওয়ার অনুভূতি বর্ণনা করা যায় না।' এই সম্মানের জন্য জাতীয় পুরস্কারের সকল জুরি মেম্বারদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।


 






গতকাল, অর্থাৎ ২৫ অক্টোবর, দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান হয়। সকলের হাতে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি বেঙ্গাইয়া নাইডু।