নয়াদিল্লি: মুক্তির পর থেকেই ঝড় তুলেছিল বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। তবে শত সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে বিপুল সাফল্য লাভ (Box Office Record Collection) করে এই ছবি। আজ '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার' অনুষ্ঠানে দুটি বিভাগে পুরস্কৃত হল এই ছবি। এই ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন পল্লবী যোশী (Pallavi Joshi)। অন্যদিকে 'নার্গিস দত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অন ন্যাশনাল ইন্টিগ্রেশন' (Nargis Dutt Best Film Award On National Integration) বিভাগেও জয়ী 'দ্য কাশ্মীর ফাইলস'। প্রতিক্রিয়া ভাগ করে নিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 


জাতীয় পুরস্কারের মঞ্চে স্বীকৃতি 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির, কী বললেন পরিচালক?


জাতীয় পুরস্কার পেয়ে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানান যে তিনি আপাতত আমেরিকায় রয়েছেন। তিনি এও জানান যে ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার পেয়ে তিনি গর্বিত। পরিচালকের কথায় তিনি সর্বদা বিশ্বাস করেছেন যে 'দ্য কাশ্মীর ফাইলস' শুধু একটি ছবি নয়, এটি যে সকল মানুষের প্রতিনিধিত্ব করে তাঁদের ছবি। 


বিবেক অগ্নিহোত্রী এই মর্যাদাপূর্ণ স্বীকৃতিটি সেই সমস্ত ভারতীয়দের উৎসর্গ করেন যাঁরা সন্ত্রাসবাদের শিকার, বিশেষ করে কাশ্মীরি হিন্দুরা যাঁরা ১৯৯০ সালে ব্যাপক অভিবাসনের শিকার হয়েছিলেন। 


'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটির লেখক ও পরিচালক, উভয়েই বিবেক অগ্নিহোত্রী। তাঁর স্ত্রী পল্লবী যোশী এই ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ছবিতে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার প্রমুখরাও অভিনয় করেছিলেন। বিভিন্ন সমালোচক ও দর্শকদের থেকে 'প্রোপাগান্ডা' ছবির তকমা পাওয়া সত্ত্বেও বক্স অফিসে ভাল আয় করেছিল এই ছবি। ২৫ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি ৩৪০ কোটি টাকা আয় করে। ২০২২ সালের তৃতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবি এটি। 


আরও পড়ুন: Mamata Banerjee: 'ভাল জিনিস মানুষ মনে রাখেন না', টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে কেন বললেন মুখ্যমন্ত্রী?


প্রসঙ্গত, '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ সেরা সহ অভিনেতা হিসেবে সম্মানিত হলেন পঙ্কজ ত্রিপাঠী তাঁর 'মিমি' ছবির জন্য। এই সম্মান তিনি উৎসর্গ করেন তাঁর সদ্যপ্রয়াত বাবা বেনারস তিওয়ারিকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial