কলকাতা: টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ডসের (Tele Academy Awards) মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) মুখে টেলিভিশন চ্যানেল (television channel) ও বাংলা ধারাবাহিকের (bengali serial) ঢালাও প্রশংসা। তাঁর কথাতেই পরিষ্কার যে তিনি নিয়মিত ধারাবাহিক দেখেন, এবং সেই অভ্যাসে ছেদ পড়তে দেন না বিশেষ। মজার ছলে একাধিক ধারাবাহিকের নাম করে বলে গেলেন কোথায় কোন গল্প চলছে। অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'খারাপ জিনিস মানুষ তাড়াতাড়ি গ্রহণ করেন, ভাল জিনিস মনে রাখে না'। কেন হঠাৎ এমন কথা বললেন তিনি?
'ভাল জিনিস মানুষ মনে রাখে না', কেন বললেন মুখ্যমন্ত্রী?
'টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমি টেলিভিশন চ্যানেলকে মনে করি মানুষের মনের দরজা। কারণ টেলিভিশন চ্যানেলের মধ্যে দিয়েই আপনারা মানুষকে যেমন সচেতন করে তোলেন, কারেন্ট ইস্যুগুলো সম্পর্কে সচেতন করেন, মানুষকে প্রাণবন্ত রাখেন, মানুষের মনের জাগরণ তৈরি করেন। আজকে আমি গর্ব করে বলতে পারি, বেশিরভাগ মানুষ, এমনকী সারা বিশ্বের মানুষ কিন্তু খবর দেখেন না। তাঁরা বরং বিভিন্ন ধারাবাহিকের চ্যানেল দেখেন। কেন বলুন তো? তাঁরা জীবনের হারানো ঠিকানাগুলো এখান থেকে খুঁজে পান। আপনারা যেমন মানুষকে সচেতন করেন, শিক্ষিত করেন, অনুপ্রাণিত করেন, তেমনই বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধেও যেভাবে আপনারা কাজ করেন।'
একইসঙ্গে তিনি এও বলেন, 'একথাও ঠিক, আপনারা যেমন ভাল জিনিস দেখান, সেই দেখে মানুষ ভাবেন আমাদের এইরকম মানুষ হয়ে উঠতে হবে। কিন্তু ভুলভ্রান্তি মানুষের মধ্যে থাকতেই পারে। কিছু কিছু ক্রাইমের দৃশ্য মানুষ আবার নকলও করে। একটা খারাপ জিনিস মানুষ তাড়াতাড়ি গ্রহণ করেন, ভাল জিনিসটা মনে রাখে না। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, যে কোনও ক্রিমিন্যাল অফেন্স দেখানোর সঙ্গে যদি তার বিরুদ্ধে যে কঠোর শাস্তি দেওয়া হয় সেটাও দেখান, তাহলে কিন্তু প্রশাসনের একটা জাগরণ হয়। এবং আপনাদের থেকে শিক্ষা নিয়ে আমরাও কিন্তু অনেক কাজ করতে পারি।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এদিন উঠে আসে একাধিক জনপ্রিয় ধারাবাহিকের নাম। তার মধ্যে, 'ইষ্টি কুটুম', 'হরগৌরী পাইস হোটেল', 'অনুরাগের ছোঁয়া', 'জগদ্ধাত্রী', 'নিম ফুলের মধু' উল্লেখযোগ্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial