কলকাতা: এক সুন্দর যাত্রা শুরু হওয়ার ৭ বছর পূর্তি। একগুচ্ছ বন্দুত্বের ৭ বছর পূর্তি। এক সুন্দর সিনেমা মুক্তির ৭ বছর পূর্তি। অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen) সেই বর্ষপূর্তির দিনই মনে করিয়ে দিলেন রবিবার। ১৬ জানুয়ারি, সাত বছর পূর্ণ করল অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee) ছবি 'ওপেন টি বায়োস্কোপ' (Open Tee Bioscope)।


এদিন ছবির শ্যুটিংয়ের তিনটি মুহূর্তের ছবি পোস্ট করেন অভিনেতা। সঙ্গে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato Bandyopadhyay) এক কবিতা দিয়ে ব্যক্ত করলেন মনের ভাব। ছবিতে তাঁকে অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুজিত সরকারের সঙ্গে দেখা যায়। ক্যাপশনে লেখেন,


'কেমন ছিলো শীতের বেলা
তুষার পাতে ঠোঁটের নরম
এসব কেবল আগের জীবন
প্রেমিক কিন্তু জাতিস্মরও


ভুলে যাওয়ার খুব গভীরে
মনে পড়ার ছকটা চেনা
বসন্তে ঠিক আসবো ফিরে
এক মাঘে তো শীত যাবেনা '। শ্রীজাত


সাত বছর আগে এই দিনটায় মুক্তি পেয়েছিল Open Tee Bioscope। একটা যাত্রা , যেটা শেষ হয়ে যায়নি সেই বছর, বরং খুলে দিয়েছে একটা রাস্তা, যেই রাস্তাটা ধরে হাঁটছি , হাঁটবো , যে রাস্তায় বন্ধুত্বের কালেইডোস্কোপে চোখ রেখে চিনছি আনন্দ , রাগ , দুঃখ, অভিমানের রঙিন কাঁচের টুকরোগুলোকে , কালেইডোস্কোপের চাকা ঘোরালেই বদলে যায় রঙের কম্বিনেশনগুলো , কখন যে কোন রঙের কম্বিনেশন আসবে কেউ জানে না , তাই এই রাস্তাটা এই ছোটো ছোটো রঙিন কাঁচগুলোকে এক সাথে নিয়ে হাঁটতে শিখিয়েছে , কারণ অনিশ্চিয়তার ভয় আর আনন্দ মিলিয়েই তৈরী হয় বন্ধুত্ব , তৈরি হয় নতুন গল্প, নতুন বায়োস্কোপ। তাই জানি এই রাস্তায় না থেমে হাঁটতে থাকলে রাস্তাটা ঠিক মিলে যাবে বন্ধু বাইলেনে , বার বার। এই অনুভূতিটা প্রকাশ করার জন্য বেছে নিলাম শ্রীজাত দা র লেখা একটা কবিতা। অনিন্দ্য দা আর সূজিত দা কে ধন্যবাদ আমাদের জন্য এই রাস্তাটা তৈরী করে দেওয়ার জন্য।
Picture courtesy - Biplab Sanyal
Seven years of Open Tee Bioscope'। (অপরিবর্তিত)


তাঁর পোস্টে কমেন্ট করেছেন সুজিত সরকারও (Shoojit Sircar)। তিনি লেখেন, 'এই ছবির কিছু অংশ সত্যিই খুব মজার ছিল। আমার অন্তরের কৃতজ্ঞতা ও ভালবাসা তোমাদের সকলের জন্য।'


আরও পড়ুন: Shaoli Mitra Passed Away: "আমরা অভিভাবককে হারালাম,'' নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রর প্রয়াণে শোকের ছায়া সব মহলে