কলকাতা: ফুরলো জীবনের সব ‘যুক্তি তক্কো আর গপ্পো’। প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র। আজ বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী, অনাড়ম্বর ভাবে আজ বিকেলেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে শিরিটি শ্মশানে। 


তাঁর প্রয়াণে শোকের ছায়া নাট্য জগতে। নাট্যব্যক্তিত্ব রুদ্র প্রসাদ সেনগুপ্ত বলেন, “শাঁওলি সাম্প্রতিক কালে অভিনয় করেননি। একরকম  স্বেচ্ছা নির্বাসনেই ছিলেন। একজন মানুষ রয়েছেন এটাই ভাল কথা। আবার কাজ করব এরকমটাই আশা থাকে। ওঁর মধ্যে শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের ক্ষমতা সন্নিহিত ছিল। আমার পারিবারিক ক্ষতি।’’ নাট্যকার দেব শঙ্কর হালদারের কথায়, “খুবই কাছ থেকে দেখেছি। একটা সম্মানের দূরত্ব ছিল। যা অভিনয়ের মাধ্যমে উনি ঘুচিয়ে দিতেন। ওঁর কাজ দেখা আমাদের শিক্ষার কাজ হত। অভিনয় কোন পথে যেতে পারে ওঁর কাজ থেকে শিখতাম। শাঁওলি মিত্র এমনই একজন অভিনেত্রী।’’


নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের কথায়, “দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সকাল থেকেই শরীর খারাপ ছিল। দুপুর ৩টে ৪০ নাগাদ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। প্রচারের আলোয় না থেকে শেষ কাজ যেন সম্পন্ন হয়, সেটাই তাঁর ইচ্ছা ছিল। সেটা করার চেষ্টা করেছি। একটা যুগের অবসান। আমরা অভিভাবককে হারালাম।’’ তাঁর প্রয়াণে নাট্যকার অর্পিতা ঘোষ বলেন, “আমার জন্মদাত্রী মা চলে গিয়েছেন গত বছর দুন মাসে। আমার আরেক মা চলে গেলেন জানুয়ারির ১৬ তারিখে। যা কিছু শেখা, যা কিছু জীবনকে দেখা, কীভাবে শিরদাঁড়া সোজা রেখে চলতে হবে উনি শিখিয়ে গিয়েছেন। মর্মান্তিক দিন। আমার কাছে একটা অধ্যায় শেষ হয়ে গেল। আমার খুব কাছের বন্ধু চলে গেল। শিরদাঁড়া সোজা রেখে চলার মতো একজন মানুষ ছিলেন। আমাকে সব সময় বলতেন কারোর কথায় কান দিবি না। তুই যেটা ঠিক মনে করবি, জীবনের শেষ  দিন পর্যন্ত সেটাই করার চেষ্টা করবি।’’


শাঁওলি মিত্র অভিনয় করেছেন, ঋত্বিক ঘটকের ছবি ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে। এছাড়াও তাঁর অভিনয় প্রতিভবার স্বাক্ষর রেখেছেন অসংখ্য নাটকে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, বিতত বীতংশ, নাথবতী অনাথবত্‍, পুতুলখেলা, একটি রাজনৈতিক হত্যা, হযবরল, পাখি, গ্যালিলিওর জীবন, ডাকঘর, যদি আর এক বার। ২০০৩ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান শাঁওলি মিত্র, ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। ২০১২ সালে অভিনয়ে জীবনব্যাপী অবদানের জন্য পান ‘বঙ্গবিভূষণ’ সম্মান।


আরও পড়ুন: Shaoli Mitra Passed Away: 'ফুলভারে' আপত্তি, ইচ্ছাপত্রে সকলের অগোচরে শেষকৃত্য