নয়াদিল্লি: 'বাফটা' (BAFTA Awards) জয়ের ভারতীয় আশা ভাঙল। সেরা ডকুমেন্টারির (best documentary) দৌড়ে ভারতীয় তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস'কে (All The Breathes) পিছনে ফেলে এগিয়ে গেল 'নাভালনি' (Navalny)।
'বাফটা' থেকে ছিটকে গেল 'অল দ্যাট ব্রিদস'
আন্তর্জাতিক স্তরে সহ-প্রযোজিত তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস'-এর পরিচালক শৌনক সেন (Shaunak Sen)। ছবির গল্পটি একাধিক জটিল স্তরবিশিষ্ট। নিয়মিত বদল ঘটতে থাকা শহর ও সেখানের এক পেশার মানুষের কথা বলে। দুই ভাই মহম্মদ সৌদ ও নাদিম শেহজাদ, যাঁরা আহত পাখিদের উদ্ধার করে ও সেবা করে, তাঁদের গল্প বলে এই ছবি। এই বছরের 'বাফটা'র ভারতের একমাত্র মনোনয়ন ছিল এই ছবি।
অন্যদিকে, এই বিভাগে জয়ী 'নাভালনি'র পরিচালক ড্যানিয়েল রোহার। রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনিকে কেন্দ্র করে তৈরি এই তথ্যচিত্র, এবং তাঁকে বিষ দেওয়া ও তার পরবর্তী তদন্তের কথা তুলে ধরা হয়েছে এই ছবিতে।
প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে চলতি বছরের অস্কারের মনোনয়নের তালিকাও। সেখানে 'বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম ক্যাটেগরি'তে (Best Documentary Feature Film) মনোনীত হয়েছে পরিচালক শৌনক সেনের (Shaunak Sen) তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস'। এছাড়া এই ছবি ইতিমধ্যেই চলতি বছরের 'সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল'-এ 'ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জ্যুরি প্রাইজ: ডকুমেন্টারি' স্বীকৃতি পেয়েছে। এই অনুষ্ঠানে মূলত স্বাধীন সিনেমা ও চিত্রপরিচালকদের স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া এই ছবি ২০২২ সালের 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ 'সেরা ডকুমেন্টারি' হিসেবে 'গোল্ডেন আই অ্যাওয়ার্ড' পেয়েছে।
আরও পড়ুন: Aarya 3: মুম্বইয়ে 'আরিয়া ৩'-র শিডিউল শেষ করলেন সুস্মিতা সেন
প্রসঙ্গত, রবিবার লন্ডনে অনুষ্ঠিত হল '৭৬তম বাফটা অ্যাওয়ার্ডস'। সেখানে বিভিন্ন বিভাগে 'নন ইংলিশ ফিল্ম' হিসেবে সাতটি পুরস্কার জিতল 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট'। সেরা পরিচালক, সেরা ছবি, অ-ইংরেজি সেরা ছবির তকমা পেল এই ছবি। এই ট্যালির অর্থ ইংরেজি ভাষায় তৈরি না হওয়া ছবি হিসেবে এই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ছবি নতুন রেকর্ড গড়েছে। এর আগে 'নন ইংলিশ' ছবি হিসেবে রেকর্ড গড়েছিল ১৯৮৮ সালের ছবি 'সিনেমা প্যারাডিসো' (Cinema Paradiso), যা মোট পাঁচটি বাফটা পুরস্কার পেয়েছিল।
অন্যদিকে, কলিন ফ্যারেল অভিনীত 'দ্য ব্যানশিস অফ ইনিশেরিন' দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতেছে। এর মধ্যে সহকারী অভিনেতার দুই বিভাগই রয়েছে। ব্যারি কেওঘ্যান ও কেরি কনডন পেলেন এই দুই পুরস্কার, প্রথমে ভুলবশত অপর মনোনীত অভিনেত্রী ক্যারি ম্যালিগ্যানের নাম ঘোষণা করা হলেও তা পরে শুধরে নেওয়া হয়। ছবির লেখক ও পরিচালক মার্টিন ম্যাকডোনা 'অরিজিন্যাল স্ক্রিনপ্লে' ও 'আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম' বিভাগে পুরস্কার পেয়েছেন।