মুম্বই : ১৯৮৩-তে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের কীর্তিকে সেলুলয়েডে তুলে ধরা। পরিচালনায় কবীর খান। ২০১৯ সালে এপ্রিল মাসে ধর্মশালা থেকেই শুরু হয়ে গিয়েছিল এইট্টি থ্রি’র কলাকুশলীদের প্রশিক্ষণ। দীর্ঘ প্রশিক্ষণ পর্বে কপিল দেব, মহিন্দর অমরনাথের মতো ক্রিকেটার থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন রণবীর সিংহ, তাহির রাজ ভাসিন, শাকিব সালিম, এমি ভির্ক। ছবিতে পিআর. মান সিংহের চরিত্রে আছেন পঙ্কজ ত্রিপাঠি।
কপিলদেবের চরিত্রে অভিনয় করতে তাঁর বাড়িতে গিয়েও থেকেছেন রণবীর। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের ভাবভঙ্গী, অভ্যাস- সমস্ত কিছু প্রত্যক্ষ করেছেন। এবার শুরু শ্যুটিংয়ের পালা। চার মাস ধরে ব্রিটেনে চলবে ‘এইট্টি থ্রি’র শ্যুটিং। আর তাঁর জন্য ক্রিকেট টিমের মতো টিম বাসেই বিমানবন্দরে গেল টিম ‘এইট্টি থ্রি’। কালো স্যুটে অধিনায়কের মতোই প্রত্যেক সহ শিল্পীকে রণবীর সিংহ উথসাহ দিয়ে চলেন। সেই ছবি বারবার ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়।
২০২০-র ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু করোনা পরিস্থিতির জেরে তা পিছোতে পিছোতে অবশেষে ২০২১ এর ৩০ নভেম্বর মুক্তি পেল রণবীর অভিনীত ৮৩-র ট্রেলার। ১৯৮৩-র ২৫ জুন। লর্ডসের মাঠে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত আর ওয়েস্ট ইন্ডিজ। ঐতিহাসিক সেই ম্যাচের প্রেক্ষপটেই কবীর খান পরিচালিত ছবি ‘এইট্টি থ্রি'-তে । ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘এইট্টি থ্রি’।
ট্রেলার প্রকাশ্যে আসতে রণবীর লেখেন 'The incredible true story of the underdogs who pulled off the unthinkable!'
৮৩ - র স্মৃতি চারণ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজ়াদ।