লস অ্যাঞ্জেলস: এখনও ভাল করে 'অস্কার ২০২৩'-এরই (Oscar 2023) রেশ কাটেনি। কিন্তু সময় কি আর থমকে থাকে? এরই মধ্যে 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর (Academy Of Motion Picture Arts and Sciences) তরফে পরবর্তী অস্কারের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে।
কবে অনুষ্ঠিত হবে 'অস্কার ২০২৪'
সোমবার 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস' ও 'এবিসি' ঘোষণা করল আগামী বছরের অস্কারের তারিখ। বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি'র প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ১০ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্বের বিনোদন দুনিয়ার অন্যতম সেরা অনুষ্ঠান।
অ্যাকাডেমির তরফে, ২০২৪ সালের অস্কারের জন্য জেনারেল বিভাগে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে ১৮ নভেম্বর, ২০২৩। এর ঠিক এক মাস পর, ১৮ ডিসেম্বর থেকে যারা বাছাই হয়ে পরের ধাপে এগোবে, তাদের ভোটিং প্রক্রিয়া শুরু হবে। ২১ ডিসেম্বর সেই নামের তালিকা প্রকাশ করা হবে।
১১ থেকে ১৬ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত মনোনয়নের ভোটিংয়ের সময় থাকবে। এরপর ২৩ জানুয়ারি অফিসিয়াল মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে। মনোনয়ন ও ফাইনাল ভোট প্রক্রিয়ার মধ্যে ৪ সপ্তাহের সময় থাকবে যা ২২ ফেব্রুয়ারি শুরু হবে। হলিউডের ডলবি থিয়েটার থেকে এই অনুষ্ঠান বিশ্বের ২০০-এর বেশি স্থানে 'এবিসি'র মাধ্যমে লাইভ দেখা যাবে।
২০২৪ সালের অস্কারের জন্য প্রয়োজনীয় তারিখগুলি
জেনারেল বিভাগে এন্ট্রি জমার শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০২৩গভর্নরস অ্যাওয়ার্ডস: ১৮ নভেম্বর, ২০২৩প্রাথমিক ভোট প্রক্রিয়া শুরু: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২৩, সকাল ৯টা (স্থানীয় সময় অনুযায়ী)প্রাথমিক ভোট প্রক্রিয়া শেষ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২৩, বিকেল ৫টা (স্থানীয় সময় অনুযায়ী)অস্কারের শর্টলিস্ট নাম ঘোষণা: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩যোগ্যতার সময়সীমা শেষ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩মনোনয়নের ভোট প্রক্রিয়া শুরু: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, সকাল ৯টা (স্থানীয় সময়)মনোনয়নের ভোট প্রক্রিয়া শেষ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, বিকেল ৫টা (স্থানীয় সময়)অস্কারের মনোনয়ন ঘোষণা: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪অস্কার মনোনীতদের লাঞ্চ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪শেষ ভোট প্রক্রিয়া শুরু: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, সকাল ৯টা (স্থানীয় সময়)সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডস: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪শেষ ভোট প্রক্রিয়া শেষ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, বিকেল ৫টা (স্থানীয় সময়)৯৬তম অস্কার অনুষ্ঠান: ১০ মার্চ ২০২৪
আরও পড়ুন: Arijit Singh Birth Day: রিয়েলিটি শো থেকে বাদ পড়েও জীবন সফরে ভেঙে পড়েননি অরিজিৎ
অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সমস্ত তারিখই পরিবর্তন সাপেক্ষ।'