নয়ডা: ফ্যাশন র্যাম্পে (Fashion Ramp) হাঁটার সময় হঠাৎ ভেঙে পড়ল লোহার স্তম্ভ (Iron Pillar)। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৪ বছর বয়সী মডেল (model dies), খবর পুলিশ সূত্রে। নয়ডার (Noida) ঘটনা।
ফ্যাশন র্যাম্পে দুর্ঘটনা, মৃত্যু মডেলের
তিনি মডেল। র্যাম্প ওয়াক করা তাঁর পেশার অংশ। আর সেই সময়েই দুর্ঘটনা। নয়ডার এক ফ্যাশন শোয়ে স্টেজে হাঁটার সময়েই ভেঙে পড়ে এক লোহার স্তম্ভ। দুর্ঘটনায় মৃত্যু হল মডেলের। ২৪ বছর বয়সী মডেলকে শনাক্ত করা হয়েছে, নাম জানা গেছে বংশিকা চোপড়া। নয়ডার সেক্টর ১৬এ-র ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওর ঘটনা বলে খবর।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি লোহার স্তম্ভ রাখা হয়েছিল আলো লাগানোর কাজের জন্য, কিন্তু আচমকাই তা খুলে পড়ে স্টেজের ওপর। এর ফলস্বরূপ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মডেলের। দুর্ঘটনায় আহত হয়েছেন ববি রাজ নামের এক ব্যক্তি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গে সঙ্গে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।
নয়ডার অতিরিক্ত ডিসিপি মোহন অবস্তি বলেন, 'বংশিকার মৃত্যুর খবর তাঁর পরিবারকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পাঠানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ফ্যাশন শোয়ের আয়োজক ও আলোর কাজের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।'
এছাড়াও পুলিশ জানিয়েছে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হওয়ার কোনও অনুমতি ছিল না। ,
আরও পড়ুন: Monsoon Hair Care Tips: বর্ষার মরসুমে বাড়ে চুল পড়ার সমস্যা, রেহাই পেতে কী কী সতর্কতা অবলম্বন করবেন?
প্রসঙ্গত, মাস খানেক আগে মঞ্চে অনুষ্ঠান করার সময় আহত হন শিল্পী বেনি দয়ালও। অনুষ্ঠান চলাকালীন ড্রোনের আঘাত লাগে মাথায়, চেন্নাইয়ে আহত হন সঙ্গীতশিল্পী। তামিলনাড়ুর চেন্নাইয়ে কনসার্ট চলছিল শিল্পীর, সেই অনুষ্ঠানেরই শ্যুট হচ্ছিল ড্রোন দিয়ে। হঠাৎই তা পড়ে যায় এবং শিল্পীর মাথার পিছন দিকে আঘাত লাগে বলে জানা যায়। এরপর 'বদতমিজ দিল' গায়ক ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই এই দুর্ভাগ্যজনক ঘটনা বিস্তারে জানান তিনি। ড্রোনের ফ্যান দিয়ে আঘাত পেয়েছেন মাথায় এবং আঙুলে, জানান গায়ক। তিনি ভিডিওয় বলেন, 'ড্রোনের ফ্যানগুলো, ওগুলো আমার মাথার পিছনে পড়ে ও বেশ খানিকটা কেটে ছোরেও যায়। আমার হাতের দুটো আঙুলে খুব বাজেভাবে লেগেছে। কিন্তু বাকি সব ঠিকই আছে। খুব তাড়াতাড়িই এর থেকে সেরে উঠব বলে আশা করছি।'
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial