মুম্বই: কথায় আছে বলিউড তারকারা তারকাসুলভ জীবনযাপন করেন। তাঁদের আশেপাশে সাধারণ মানুষ বিচরণ করার সুযোগও পান না। এক অদৃশ্য মায়াজাল থাকে তারকাদের চারপাশে। কিন্তু সেকথা যে সত্যি নয় তা একাধিকবার বলিউডের বহু তারকাই প্রমাণ করেছেন। বহু অভিনেতা-অভিনেত্রীই নীরবে বিভিন্ন সমাজসেবা মূলক কাজকর্মও করেন।

এবার নিজের মানবিক চেহারা দেখালেন বলিউড বাদশা। বলিউডের সুপারস্টার হলেও, বাদশা যে আজও মাটির কাছাকাছি, মানুষের কাছাকাছি থাকাই পছন্দ করেন, তার সম্প্রতি প্রমাণ পাওয়া গেল এক ভিখারীর সঙ্গে শাহরুখের ব্যবহারে।

সম্প্রতি আনন্দ এল রাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে বেরোচ্ছিলেন শাহরুখ। প্রায় ভোরবেলা রেস্তোরাঁ থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎই এক ভিখারী সেখানে এসে শাহরুখের কাছে কিছু খাবার চায় এবং বলে সে কীভাবে বাদশার জন্যে অপেক্ষা করেছে একবার দেখা পাওয়ার জন্যে।

একজন মহাতারকা হয়েও শাহরুখ বেরিয়ে যাননি গাড়ি নিয়ে। বরং দাঁড়িয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। তারপর তাঁর টিমের লোকেদের বলেন, তার জন্যে খাবারের ব্যবস্থা করতে।

সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি, শাহরুখের নিরাপত্তাকর্মী সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্যে খাবারের ব্যবস্থা করে। দেখুন ভিডিওতে পুরো ঘটনটি