কলকাতা: 'গণপথ: এ হিরো ইজ বর্ন' ছবি নিয়ে ইতিমধ্য়েই চড়ছে উন্মাদনার পারদ। ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন টাইগার শ্রফ (Tiger Shroff) ও কৃতি শ্য়ানন (Kriti Sanon)। ইতিমধ্য়েই ছবির প্রথম পোস্টারে প্রকাশ্য়ে এসেছে টাইগার শ্রফের লুক। আর আজ গণেশ পুজোর দিন প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় পোস্টার, যেখানে একাবারে যোদ্ধা রূপে দেখা যাচ্ছে কৃতী শ্য়াননকে। আর অভিনেত্রীর এই লুক ইতিমধ্য়েই পছন্দ করেছে তাঁর ভক্তরা।


এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা মিলবে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। উল্লেখ্য় এর আগেও 'হিরোপান্তি' (Heropanti) ছবিতে দেখা মিলেছিল টাইগার শ্রফ ও  কৃতি শ্য়াননের। নয় বছর পর আবারও তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখতে পাবে দর্শক। 



হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। বড়পর্দায় মুক্তির পর ওটিটি প্ল্য়াটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে এই ছবি। 


আরও পড়ুন...


রোম্যান্টিক ছবিতে হাতেখড়ি পরিচালক সৌভিকের, রোহন-সংযুক্তাকে নিয়ে নতুন কাজ শুরু


প্রসঙ্গত, কিছুদিন আগেই 'মিমি' ছবির জন্য় জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছিলেন কৃতি শ্য়ানন। আত্মপ্রকাশ থেকে পুরোদস্তুর নায়িকা হয়ে উঠলেও, ২০২১ সালের আগে পর্যন্ত অভিনয় ক্ষমতা দেখানোর তেমন সুযোগ পাননি কৃতি। 'মিমি' সেই হিসেব পাল্টে দেয়। রাতারাতি প্রতিভাশালী অভিনেত্রী হিসেবে সমালোচকদের নোটবুকে নাম ওঠে তাঁর। অভিনেত্রী হওয়ার স্বপ্ন সার্থক করতে ছোট শহরের মেয়ে কী ভাবে পরিস্থিতির শিকার হয়, অর্থের বিনিময়ে বিদেশি দম্পতিকে নিজের গর্ভ ভাড়া দেন এবং স্বপ্নভঙ্গ হয়, পর্দায় নিখুঁত ভাবে প্রতিটি মুহূর্ত ফুটিয়ে তোলেন কৃতি। এমনকি শুধুমাত্র অর্থের বিনিময়ে অন্যের ঔরসজাত সন্তানকে গর্ভে ধরার পর কী ভাবে মাতৃত্ববোধ জেগে ওঠে, তা ফুটিয়ে তুলতে নিজেকে ভাঙতে বাকি রাখেননি কৃতি। সেই পরিশ্রমেরই স্বীকৃতি হিসেবেই জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন নায়িকা।


অন্য়দিকে,  'বড়ে মিঞা ছোটে মিঞা' (Bade Miyan Chote Miyan) ছবিতে  অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে অভিনয় করতে দেখা যাবে টাইগার শ্রফকে। বলিউডসূত্রে খবর অনুযায়ী, এই ছবি মুক্তি পাচ্ছে আগামী বছর ঈদে। শোনা গেছে এই ছবির জন্য় আর টাইগার শ্রফ নিচ্ছেন ৪৫ কোটি টাকা। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি এমন তথ্য দেওয়া হয়নি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial