কলকাতা: এই প্রথমবার রোম্যান্টিক ঘরানার (Romantic Movie) ছবি নিয়ে আসতে চলেছেন তরুণ পরিচালক সৌভিক দে (Souvik De)। এর আগে তাঁর বেশিরভাগ ছবিই ছিল মূলত ক্রাইম সাসপেন্স থ্রিলার ঘরানার। তবে এবার তিনি লিখেছেন প্রেম কাহিনি। আজ থেকেই শুরু হল ছবির কাজ। 


এবার সৌভিক নিয়ে আসছেন প্রেম কাহিনি


মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর থেকে নিজের নতুন ছবির কাজ শুরু করলেন পরিচালক সৌভিক দে। ছবির নাম এখনও স্থির হয়নি তবে ছবিটি আদ্যোপান্ত প্রেম কাহিনি। মুখ্য চরিত্রে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ রোহন। 


সৌমেন চট্টোপাধ্যায়ের উদ্যোগে সৌভিক দে পরিচালিত এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee) ও সংযুক্তা চক্রবর্তী (Sanjukta Chakraborty)। পরিচালকের কথায়, 'এটি একটি মিষ্টি প্রেমের গল্প।' ছবির নায়ক মার্কিন মুলুকের বাসিন্দা। সে ফিরেছে দেশে। আইটি সেক্টরে চাকরি করে সে। বাবা-মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে দেশে ফিরছে সে। অন্যদিকে নায়িকা ছোট থেকেই নিজের বাড়িতেই মানুষ হয়েছে। এখান থেকেই শুরু তাদের গল্প। এর বেশি যদিও গল্প নিয়ে কিছু পরিচালক এখনও বলেননি। 


গোটা ছবির শ্যুটিং হবে কলকাতার বিভিন্ন স্থানে, সল্টলেকে। ছবিতে একটি গান থাকবে। প্রায় দিন দশেকের শ্যুটিং শিডিউল রাখা হয়েছে। সৌভিকের কথায়, 'আশা করছি খুব তাড়াতাড়ি মুক্তির তারিখও জানাতে পারব।'


আরও পড়ুন: 'Sohag Chand': 'বডি পজিটিভিটি' নিয়ে সচেতনতা বৃদ্ধিই লক্ষ্য, 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে আয়োজিত হল বিশেষ ফ্যাশন শো


ছোটপর্দার জনপ্রিয় মুখ রোহন ভট্টাচার্য। 'ভজ গোবিন্দ', 'অপরাজিতা অপু' বা 'কলের বউ'-এর মতো ধারাবাহিকের পর 'হস্টেল ডেইজ' নামক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। অন্যদিকে সংযুক্তা কাজ করেছেন 'আবার প্রলয়', 'ক্ষ্যাপা সিজন ৪' ইত্যাদি ওয়েব সিরিজে। 


চলতি বছরেই মুক্তি পেয়েছে পরিচালকের তৃতীয় ছবি 'বরফি'। থ্রিলার ঘরানার এই ছবিতে দেখা গিয়েছিল একের পর এক খুন। '৬০-এর পরে', 'বিজয়া দশমী'র পর 'বরফি' তৈরি করেন তিনি। পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরির ক্ষেত্রে পরিচালকের বয়স খুব বেশি না হলেও তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত। প্রসঙ্গত, প্রথম দুই ছবির জন্য 'দাদাসাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে সেরা পরিচালকের তকমাও পেয়েছেন তিনি। তবে শুধু বাংলা ছবির জগতেই নিজেকে আটকে রাখেননি সৌভিক, পা রেখেছেন হিন্দি ছবির জগতেও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial