কলকাতা: বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ আর রহমানের অনুষ্ঠান, দর্শকাসনে শেখ হাসিনা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মীরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল  এই শো-এর। শেখ মুজিবর রহমানের  স্মরণে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কনসার্ট ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’-এ আসেন এ আর রহমান।


রাত ৯.৪০-এ মঞ্চে ওঠেন এ আর রহমান। এর আগে, ৮.৩০-এই অনুষ্ঠানে হাজির হন শেখ হাসিনা। মঞ্চে উঠে এ আর রহমানের গলায় শোনা যায় জয় বাংলা, জয় বাংলাদেশ। বাংলাদেশের একজন লেখক, জুলফিকর এই গানটি লেখেন। গানটিতে সুর দেন এ আর রহমান নিজেই।


আরও পড়ুন: বিয়ের পরই কেন গর্ভপাত করাতে বাধ্য হন অর্জুন বিজলানির স্ত্রী?


এর আগে বাংলাদেশের বলো 'জয় বঙ্গ বন্ধু' গানটিতে সুর দেন এ আর রহমান। বঙ্গবন্ধুর ৫০ তম জন্মদিবস ও ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসে মুক্তি পায় এই গানটি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। কোভিড পরিস্থিতির বাড়াবাড়ির কারণে সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি এ আর রহমান। এই অনুষ্ঠানে এসে তিনি 'জয় বঙ্গ বন্ধু' গানটি গান। 


এ আর রহমানের অনুষ্ঠান দেখার জন্য ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সবাই জানান, তাঁরা এ আর রহমানের ভক্ত আর তাঁর অনুষ্ঠান দেখার জন্যই এসেছেন তাঁরা।


প্রথম দিকে এ আর রহমানের দলের অন্য শিল্পীরা মহড়ায় অংশ নেন। রাত সাড়ে আটটা নাগাদ মঞ্চে দেখা যায় স্বয়ং এ আর রহমানকেই। মহড়ায় তিনি গাইলেন 'জয় হো'-র মতো নিজের বেশ কিছু জনপ্রিয় গান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি নতুন দু’টি গান নিবেদন করলেন এ আর রহমান। গান দু’টি লিখেছেন জুলফিকার রাসেল। মহড়ায় এই দু’টি গান একাধিকবার হয়।
মঞ্চে দেখা যায় প্রখ্যাত শিল্পী হরিহরণকেও।


মহড়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন শীর্ষ কর্তা। দেখা গেছে গীতিকার জুলফিকার রাসেল ও কণ্ঠশিল্পী টিনা রাসেলকে। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম ও বিখ্যাত ব্যান্ড 'মাইলস' অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ছবি শেয়ার করে বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন রহমান।