নয়াদিল্লি : মূল্যবৃদ্ধিতে হাঁসফাস আম জনতার। তার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। তাঁদের মহার্ঘভাতা অর্থাৎ Dearness Allowance বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সরকারের সেই সিদ্ধান্তে ইতিমধ্যে সিলমোহরও দিয়েছে  কেন্দ্রীয় মন্ত্রিসভার। জানা গিয়েছে, ৩ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ছে। ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ হচ্ছে মহার্ঘভাতা।


বেতন বাড়বে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর


মহার্ঘভাতা বাড়ানো নিয়ে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সেখানেই সর্বসম্মতিতে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি  হবে। সরকারি সিদ্ধান্তের সুফল পাবেন প্রায় ৬৫ লক্ষ পেনশন প্রাপকও।



আরও পড়ুন: HDFC Bank Interest Hike: এই ব্যাঙ্কে টাকা রাখলে আরও লাভ, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত সুদ FD-তে


আরও আগে ডিএ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হওয়ার কথা ছিল


সাধারণত, প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এ বছর ওই বৈঠকই হয়নি। তাই ডিএ নিয়ে এতদিন সিদ্ধান্ত ঝুলেছিল। শেষ মেশ বুধবার এ নিয়ে বৈঠক হয়।  সেখানেই সিদ্ধান্তে সিলমোহর পড়ে।
মুদ্রাস্ফীতির হারের সঙ্গে সাযুজ্য রেখে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন প্রাপকদের ডিএ এবং Dearness Relief বা ডিআর বিবেচিত হয়। ২০২১-এর অক্টোবরৃডিসেম্বর ত্রৈমাসিকে মূদ্রাস্ফীতির গড় হার ছিল ৫.০১ শতাংশ। কিন্তু এ বছর ফেব্রুয়ারিতে তা ৬.০৭ শতাংশে এসে পৌঁছেছে।


নয়া হারে বৃদ্ধিতে মাসিক বেতনে কত টাকা বাড়বে ডিএ!


এই বৃদ্ধিতে ১৮ হাজার টাকা বেসিক বেতন হলে, ডিএ-র উপর ৫৪০ টাকা যোগ হবে। বেসিক বেতন যদি ২৫ হাজার টাকা হয়, ডিএ-র ৭৫০ টাকা মিলবে। ৫০ হাজার টাকা বেসিকের ক্ষেত্রে ১৫০০ টাকা ডিএ পাবেন সরকারি কর্মীরা।