কলকাতা: কলকাতায় বলিউড অভিনেত্রী অহনা কুমরা (Aahana S Kumra)। তবে প্রচার করে নয়, তিনি শহর ছাড়ার পরেই প্রকাশ করলেন নিজের ছবি। কার্যত গোপনেই বলি অভিনেত্রী কখনও ঘুরলেন স্টুডিওপাড়ায়, কখনও আবার সওয়ার হলেন হলুদ ট্যাক্সিতে। পুজো দিলেন কালীঘাটেও। কিন্তু হঠাৎ 'সিটি অফ জয়' (City of Joy)-তে কেন অহনা? কলকাতায় কী করছেন তিনি?
হদিশ পাওয়া যায় ক্যাপশানেই। কাজ নয়, তিনি নাকি কেবল ঘুরতেই এসেছিলেন কলকাতা। ক্যাপশানে অহনা লিখেছেন, 'একবার বচ্চন সাব (Amitabh Bacchan) আমায় বলেছিলেন, যখনই জীবনে অনুপ্রেরণার দরকার হবে, কলকাতায় ঘুরে যেও'। অনেক সময়ে আমরা ছুটতে ছুটতে, জীবনের ব্যস্ততায় ছোট ছোট অনুপ্রেরণা আমরা খুঁজে নিতে ভুলে যাই। যেমন খুব ভাল খাবার, ট্যাক্সি-সফর, রাস্তায় পায়ে হেঁটে ঘোরা.. সবকিছুই মন ভাল করে দেয়। এই শহরের সত্যিই কিছু ম্যাজিক আছে। চন্দন রায় সান্যাল, অনিরূদ্ধ রায়চৌধুরী আর ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে একটা দুর্দান্ত বাঙালি খাবারের জন্য। স্নেহা সিংহ উপাধ্যায়কে অনেক ধন্যবাদ আমাকে বিমানবন্দর অবধি পৌঁছে দেওয়ার জন্য। এমন বন্ধুদের সাহায্যেই কলকাতার ছোট্ট ট্যুর সারলাম।'
অহনার ঝুলিতে রয়েছে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’(Lipstick Under My Burkha) , ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ (The Accidental Prime Minister), ‘সালাম ভেঙ্কি’ (Salaam Venky)-র মতো ছবি। অহনা নিজের প্রতিভার জোরেই জায়গা করে নিয়েছেন বলিউডে। অহনা কলকাতায় এসে পুজো দিয়েছেন কালীঘাটে। সোশ্যাল মিডিয়ায় সেই মন্দিরের সামনে ছবিও শেয়ার করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, কালীঘাটের বাইরে বিভিন্ন জিনিসের বিকিকিনি হয়। সেখান থেকেই শাঁখ কিনেছেন অহনা। কেবল কালীঘাটে পুজো নয়, কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সিতে চড়েছেন অহনা। কাউকে না জানিয়ে হেঁটেও দেখেছেন কলকাতার রাস্তায় রাস্তায়। সোশ্যাল মিডিয়ায় কলকাতায় অহনার ছবি দেখে প্রশংসাই করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: Mimi Chakraborty: রাজনীতি ছেড়েও নিস্তার নেই! মিমির পোস্ট করা ভিডিওতেও তৃণমূলকে নিয়ে কটাক্ষ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।