কলকাতা: ঘূর্ণিঝড়ের রেমালের (Cyclone Remal Update) তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে ওপার বাংলাতেও। বাংলাদেশে রেমালের বলি ১০। বাংলাদেশের ১৯টি জেলার সবথেকে বেশি ক্ষতি হয়েছে। 


বাংলাদেশে রেমালের তাণ্ডব: বাংলাদেশের সংবাদ সংস্থা BD News সূত্রে খবর, দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তরফে জানানো হয়েছে এক শিশু ও এক মহিলা সহ মোট দশ জনের মৃত্যু হয়েছে। গাছ উপরে পড়া সহ জলোচ্ছ্বাস, দেওয়াল ধসে এবং ত্রাণ কেন্দ্রে যাওয়ার পথে সংশ্লিষ্টদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে ৩৫ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ১ লক্ষের বেশি। দেশের ১৯টি জেলা রেমালের তাণ্ডবে বিপর্যস্ত।  BD News -এর সংবাদ অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, আগের তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও জল জমে আছে বহু জায়গায়। মাছের ভেড়ি এবং প্রচুর গাছ নষ্ট হয়ে গিয়েছে। 


দুর্গতদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। সংবাদ সংস্থা BD News সূত্রে জানা গিয়েছে, প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানিয়েছে, উপকূলবর্তী এলাকায় প্রায় সাড়ে ৯হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে। আর তাতে আশ্রয় নিয়েছেন ৮ লক্ষেরও বেশি মানুষ। নিরাপদ স্থানে রাখা হয়েছে ৫২ হাজারের বেশি গবাদি পশুকে। ঘূর্ণিঝড়ে বিপর্যস্তদের জন্য চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে ১৪০০ মেডিক্যাল টিম কাজ করছে। দুর্গতদের জন্য সব মিলিয়ে প্রায় ৪ কোটি টাকা খরচ করা হয়েছে। সাড়ে ৫ হাজার টন চাল, ৫ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশুদের খাবারের জন্য দেড় কোটি টাকা দেওয়া হয়েছে। 


এদিকে রেমালের দাপটে লন্ডভন্ড দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গত রাতে রেমাল আছড়ে পড়ার রাতভর চলেছে তার তাণ্ডব। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী জেলাগুলি। ভেঙে গিয়েছে নদী বাঁধ। এখনও একাধিক জায়গায় জমে রয়েছে জল। আর এই রেমাল-দুর্যোগে এরাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। মহেশতলায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মহিলার। মেমারি ও পানিহাটিতে মৃত্য়ু বাবা-ছেলে সহ ৩ জনের। মৌসুনি দ্বীপে গাছ ভেঙে মৃত্যু বৃদ্ধার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Cyclone Remal Update: 'পুরো সহযোগিতা করব,' রেমালে বিপর্যস্তদের আশ্বাস মমতার