Xiaomi Smartphones: শাওমি সংস্থা ভারতের তাদের সিনেম্যাটিক ভিশনের (Cinematic Vision or CV Phone) প্রথম ফোন লঞ্চ করবে একথা আগেই প্রকাশ্যে এসেছে। এবার সেই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করল শাওমি (Xiaomi CV Phones) কর্তৃপক্ষ। এক্স মাধ্যমে শাওমি সংস্থা জানিয়েছে, ভারতে Xiaomi 14 Civi ফোন লঞ্চ হবে আগামী ১২ জুন। বলা হচ্ছে, এবছর মার্চ মাসে চিনে লঞ্চ হওয়া শাওমি Civi 4 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে শাওমি 14 Civi ফোন। এক্স মাধ্যমে শাওমি সংস্থা আসন্ন সিনেম্যাটিক ভিশন ফোনের যে টিজার প্রকাশ করেছে সেখান থেকে ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। 



কেমন হতে চলেছে শাওমি ১৪ Civi ফোনের ক্যামেরা ফিচার 


শাওমি ১৪ Civi ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। Leica ব্র্যান্ডের লেন্স থাকবে এই ক্যামেরা মডিউলে। একটি গোলাকার মডিউলের মধ্যে ক্যামেরা সেনসরগুলি সাজানো থাকবে। তার চারপাশে থাকবে ধাতব পদার্থ দিয়ে তৈরি একটি রিং বা মেটালিক রিং। 


শাওমি ১৪ Civi ফোনে আর কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন একনজরে 


যেহেতু বলা হচ্ছে চিনে লঞ্চ হওয়া Xiaomi Civi 4 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে শাওমি ১৪ Civi ফোন- তাই অনুমান, এই দুই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইনে মিল থাকতে পারে। অতএব চিনে লঞ্চ হওয়া Xiaomi Civi 4 Pro ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নেওয়া যাক। 



  • Xiaomi Civi 4 Pro ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির OLED ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই স্ক্রিনের উপরে সুরক্ষার জন্য রয়েছে গোরিলা গ্লাস২ প্রোটেকশন।

  • Xiaomi Civi 4 Pro ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট রয়েছে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। 

  • এই ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

  • এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার কায়মেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- ভারতে হাজির রিয়েলমি 'নারজো' সিরিজের নতুন ৫জি ফোন, কেনা যাবে ১৫ হাজার টাকার মধ্যেই 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।