কলকাতা: আকাশ আট চ্যানেলের জনপ্রিয় রান্নার অনুষ্ঠান 'রাঁধুনী'র (Radhuni) সঞ্চালিকা হিসেবে এখন থেকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়কে (Basabdatta Chatterjee)। পুরস্কারজয়ী এই অনুষ্ঠানের সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি।


'রাধুনী'র নতুন সঞ্চালিকা বাসবদত্তা চট্টোপাধ্যায়


জনপ্রিয় বিনোদন চ্যানেল 'আকাশ আট' তাদের রান্নার অনুষ্ঠানে এবার আনতে চলেছে ছোটপর্দা ও বড়পর্দার পরিচিত মুখ বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। তিনিই এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন। দুপুরের এই জনপ্রিয় শো সঞ্চালনা করতে তাঁর সঙ্গে যোগ দেবেন দেবী সাহা ও শ্রী বসুও। 


আকাশ আটের ডিরেক্টর প্রিয়ঙ্কা সুরানা বরদিয়া বলেন, 'আকাশ আট সবসময় তার দর্শকদের জন্য নতুন এবং বিনোদনমূলক বিষয়বস্তু নিয়ে আসার চেষ্টা করে। দেবী সাহা এবং শ্রী বসুর সঙ্গে নতুন সঞ্চালক ‘রাঁধুনী’ হিসেবে বাসবদত্তা চট্টোপাধ্যায়কে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশাবাদী যে আমাদের নতুন হোস্টরা আমাদের দর্শকদের সঙ্গে সর্বোত্তম পরিমাণে সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন এবং দর্শকরা যখন শোটি দেখবেন তখন তাঁরা একটি গ্যাস্ট্রোনমিকভাবে আনন্দদায়ক সময় কাটাবেন।'


আর অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় কী বলছেন? 'রাঁধুনী'র নয়া সঞ্চালকের কথায়, 'বাংলায় সবচেয়ে বেশি সময় ধরে চলতে থাকা রান্নার শোয়ের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য সম্মানের। আমি একজন সঞ্চালিকা হিসেবে আমার কর্মজীবন শুরু করেছি এবং প্রায় ১৩ বছর পর, আমি এই উদ্যোগের মাধ্যমে আমার শিকড়ে ফিরে আসব। আমি আকাশ আটের 'রাঁধুনী'র পুরো টিমকে ধন্যবাদ জানাই আমাকে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে উৎসাহিত করার জন্য। রান্না করা আমার একটি অবিচ্ছেদ্য প্যাশন হয়ে দাঁড়িয়েছে, এবং আমার পেশার সঙ্গে সেই প্যাশনকে একত্রিত করতে পেরে আমি উচ্ছ্বসিত।'


'রাঁধুনী' অনুষ্ঠান শুরু হয় ২০০৮ সালে এবং আজ পর্যন্ত সাফল্যের সঙ্গে প্রত্যেকদিন ধরে দর্শকের মনোরঞ্জন করে আসছে এই শো। ৫ হাজারেরও বেশি পর্ব এই শো সম্প্রচার করে ফেলেছে। পম্পি মুখোপাধ্যায় পরিচালিত এই শো ২০২১ সালে 'দ্য উইমেন টাইমস ম্যাগাজিন'-এর তরফে দীর্ঘতম সময় ধরে চলা রান্নার অনুষ্ঠানের পুরস্কার পায়। এই বিশেষ রান্নার অনুষ্ঠানটি দর্শকের কাছে সম্পূর্ণরূপে ঘরোয়া খাবারের বৈচিত্র্যের একটি অত্যন্ত আকর্ষণীয় উপস্থাপনা বহন করে। বাড়িতে তৈরি করা সাধারণ রেসিপির ওপর বেশি জোর দেয় এই অনুষ্ঠান যা খুব সহজেই তৈরি করা যায় এবং মন ভরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেখা মিলেছে একাধিক তারকাদের। অনেকেই সঞ্চালনাও করেছেন এই অনুষ্ঠান। এই ১৫ বছর ধরে চলতে থাকা টেলিভিশন প্রোগ্রামটি খাদ্য উৎসাহীদের সমান সুযোগ প্রদান করে যাঁরা টেলিভিশনের পর্দায় তাঁদের রন্ধনসম্পর্কীয় দক্ষতা প্রদর্শনে ইচ্ছুক।


আরও পড়ুন: 'Bade Miyan Chote Miyan' Trailer Out: অ্যাকশন-স্টান্টে ভরপুর 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ট্রেলার, ইদে আসছে অক্ষয়-টাইগারের সিনেমা


বাসবদত্তা চট্টোপাধ্যায়কে 'রাঁধুনী'র দোল স্পেশাল পর্বের সঞ্চালনা করতে দেখা গেছে, ২৫ মার্চ, দুপুর দেড়টায়। দেবী ও শ্রী গত ১৮ মার্চ থেকেই এই শোয়ের সঞ্চালনা করছেন। এই অনুষ্ঠান সোমবার থেকে রবিবার, দুপুর ১.৩০টায় দেখা যায় আকাশ আটে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।