সোমনাথ চট্টোপাধ্যায়: সিট্রোয়েন এবার বাজারে আনতে চলেছে কুপ এসইউভির একটি নতুন মডেল। এর নাম দেওয়া হয়েছে সিট্রোয়েন ব্যাসাল্ট। ২৭ মার্চ অর্থাৎ আগামীকালই ভারতের বাজারে লঞ্চ হবে এই গাড়ি। সিট্রোয়েন ব্যাসাল্ট আদপে একটা নতুন ডিজাইন ট্রেন্ডের (Citroen Basalt) উপর তৈরি করা হয়েছে। আর এই জ্যঁরের আরও কিছু নতুন গাড়ি এই বছরই বাজারে আসবে বলে জানা গিয়েছে। এই ব্যাসাল্ট এসইউভি কুপ মূলত সি থ্রি এয়ারক্রসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যার মধ্যে একটা স্পোর্টিয়ার লুক আছে। এটি এমন একটি এসইউভি কুপ যা কিনা খুব ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সঙ্গে আসছে বাজারে।
কী ফিচার্স থাকছে গাড়িতে
আশা করা হচ্ছে সি থ্রি এয়ারক্রস মডেলের মতই এই সিট্রোয়েন ব্যাসাল্ট (Citroen Basalt) মডেলটিরও গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে। তবে এতে কিন্তু একটা কুপের মত ডিজাইন থাকছে। সি থ্রি এয়ারক্রসের সঙ্গে প্ল্যাটফর্ম শেয়ার করলেও এই গাড়িকে আলাদা করে চেনার মত অনেক উপাদান আছে। ১৭ ইঞ্চির অ্যালয় হুইল থাকছে এই গাড়িতে।
ইন্টিরিয়রে বড় চমক
তবে এই গাড়ির মডেলের অন্যতম বড় ফ্যাক্টর হল এর ইন্টিরিয়র যেখানে সিট্রোয়েন গাড়ি তাঁর ফিডব্যাক বসিয়ে রেখেছে ইন্টিরিয়রে, সি থ্রি এয়ারক্রসের তুলনায় অনেক অনেক বেশি ফিচার্স রাখার কথা ভাবা হচ্ছে এই মডেলের গাড়িতে।
আরও কী ফিচার্স থাকবে ?
আশা করা হচ্ছে সিট্রোয়েন ব্যাসাল্ট (Citroen Basalt) মডেলে থাকবে অটোমেটিক ক্লাইমেট কনট্রোল, ক্রুজ কনট্রোল, এলইডি হেডল্যাম্প, পুশ বাটন, স্টার্ট বা স্টপ এবং আরও অনেক কিছু। তবে কিছু ক্ষেত্রে কস্ট কাটিং ব্যাসাল্টে দেখা গিয়েছে, আর সেটাই ভারতের বাজারে এর জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে।
পাওয়ারট্রেন
সিট্রোয়েন ব্যাসাল্টের (Citroen Basalt) পাওয়ারট্রেন ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনে আছে এবং সেখানে ম্যানুয়াল ও অটোমেটিক দুই ধরনের বিকল্পই আছে। ব্যাসাল্ট যদিও স্থান পাবে সি থ্রি এয়ারক্রসের উপর এবং এর ফলে ম্যানুয়াল ও অটোমেটিক অপশন স্টার্টেই থাকবে। তবে জানা গিয়েছে এই মডেলের একটি ইভি ভার্সনও খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে।
এই এসইউভি কুপ নিয়ে আরও তথ্য শীঘ্রই বিস্তারিত জানা যাবে সংস্থার পক্ষ থেকে ইন্টিরিয়রের আরও ছবিও প্রকাশ্যে আসবে। টাটা কার্ভ ও অন্যান্য সমগোত্রীয় গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে এই সিট্রোয়েন ব্যাসাল্ট।
আরও পড়ুন: Global Rich List 2024: ভারতে কতজনের সম্পদের পরিমাণ হাজার কোটি পেরিয়ে ? দেখুন কী বলছে সমীক্ষা
Car loan Information:
Calculate Car Loan EMI