কলকাতা: আলোর উৎসব আসতে আর বিশেষ দেরি নেই। শেষ মুহূর্তের কাউন্টডাউন শুরু। একই সঙ্গে ভিন্নভাবে সেজে উঠছে বিভিন্ন বিনোদনের অনুষ্ঠানও। জনপ্রিয় চ্যানেল আকাশ আটের (Aakash Aath) বিখ্যাত অনুষ্ঠান 'রাঁধুনি'তে (Radhuni) থাকছে এবার 'কালী পুজো' স্পেশাল পর্ব (Kali Pujo Special Episode)। 


'রাঁধুনি'র বিশেষ পর্ব


ভালবাসার শহর কলকাতা আলোয় সেজে উঠতে শুরু করে দিয়েছে। ঘরে ঘরে মিষ্টি আর রকমারি সাজে ভরপুর। তাকালেই বোঝা যাচ্ছে কালীপুজো এসে গেছে প্রায়। মাত্র দিন কয়েকের অপেক্ষা।


 আর এই উপলক্ষ্যে বিনোদনের জনপ্রিয় চ্যানেল 'আকাশ আট' নিয়ে আসছে তাঁদের থিম সমেত পর্ব। তাঁদের নিজেদের মতো করেই এবারের দীপাবলি উদযাপন। ২৪ অক্টোবর দুপুর ১.৩০টা থেকে সম্প্রচারিত এই বিশেষ পর্ব। দুপুর দেড়টার জনপ্রিয় রান্নার অনুষ্ঠান 'রাঁধুনি'তে দেখা যাবে কালী পুজো স্পেশাল পর্ব। এই বিশেষ অনুষ্ঠান আলো করে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বও থাকবে তাঁর হাতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন তরুণী গায়িকা তৃষা পারুই। তৃষার আধ্যাত্মিক গানে ইতিমধ্যেই মজেছেন শ্রোতারা।


এদিনের অনুষ্ঠানে সঞ্চালিকা ও অতিথি শিল্পী দু'জনকেই দেখা যাবে নিজেদের ছোটবেলার বিভিন্ন স্মৃতিচারণা করতে। এই উৎসবের সঙ্গে নিজেদের জীবনের জড়িয়ে থাকা অন্যান্য ঘটনার কথাও বলতে শোনা যাবে। তৃষাকে পারফর্মও করতে শোনা যাবে। 'রাঁধুনি' অনুষ্ঠানেই প্রথমবার খুদে অতিথি শিল্পীকে নিজের রান্নার স্কিলও প্রদর্শন করতে দেখা যাবে। তৃষা এদিন তৈরি করবেন কালীপুজো স্পেশাল 'নিরামিষ পাঁঠার মাংস'। মূলত নিরামিষ পাঁঠার মাংস বা যাকে 'প্রসাদী মাংস'ও বলে, সেটা মা কালীর সামনে বলি হওয়া ছাগের হয়।


আরও পড়ুন: Rukmini Maitra: দুই পরিচালকের দুই নটী বিনোদিনী, কঙ্গনার সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন রুক্মিণী


চ্যানেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, 'উৎসবের মরসুম। আর এমন সময়ে বিশেষ খাওয়া-দাওয়া তো মাস্ট। এই কালী পুজো স্পেশাল পর্ব তৈরি করা হয়েছে এমনভাবে যাতে বাঙালির ঐতিহ্য ফুটিয়ে তোলা যায়। শ্যামা পুজো স্পেশাল গান গাইতে শোনা যাবে তৃষাকে। আশা করছি দর্শকের খুবই ভাল লাগবে এবং তাঁরা উপভোগ করবেন।'


দুপুরবেলার এই অনুষ্ঠান 'রাঁধুনি'র যাত্রা শুরু হয় ২০০৮ সালে। পম্পি মুখোপাধ্যায় পরিচালিত এই রান্নার অনুষ্ঠান এখন মানুষের ঘরে ঘরে সমাদৃত। প্রত্যেক সোম থেকে শনি, দুপুর দেড়টায় আকাশ আটে দেখা যায় 'রাঁধুনি'।