নয়াদিল্লি: গত কয়েক মাস ধরেই শিরোনামে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও তাঁর বিচ্ছিন্না স্ত্রী (estranged wife) আলিয়া সিদ্দিকি (Aaliya Siddiqui)। তাঁদের সম্পর্ক, বিচ্ছেদ প্রভৃতি নিয়ে জলঘোলা নেহাত কম হয়নি। এবার সেই আবহে নতুন রূপে দেখা যাচ্ছে আলিয়াকে। শুরু হয়েছে 'বিগ বস ওটিটি' (Bigg Boss OTT)। সেখানে অন্যতম প্রতিযোগী আলিয়া সিদ্দিকি। বিগ বসের বাড়িতে প্রবেশের আগে তাঁর এখানে আসা নিয়ে নওয়াজের কী প্রতিক্রিয়া ছিল, জানালেন আলিয়া। 


'বিগ বস ওটিটি'তে আলিয়ার প্রবেশ প্রসঙ্গে কী বলেন নওয়াজউদ্দিন?


শুরু হয়েছে সলমন খানের সঞ্চালনায় 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজন। এবারের অনুষ্ঠানের অন্যতম প্রতিযোগী আলিয়া সিদ্দিকি। বিগ বসের বাড়িতে প্রবেশের আগে আলিয়া জানান এই অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে তিনি নওয়াজউদ্দিনের থেকে সমর্থন পেয়েছেন। যাতে আলিয়া সিদ্দিকি এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন নির্বিঘ্নে তাই বাচ্চাদের নিয়ে নওয়াজ ছুটি কাটাতে গেছেন বলেও জানান তিনি। 


এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, 'ও আমার পাশে দাঁড়িয়েছে এবং এই অনুষ্ঠানে যোগ দিতে তাগিদ জুগিয়েছে। এমনকী বাচ্চাদের নিয়ে ৪৫ দিনের ছুটিতে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে, যেই সময়টা আমি থাকব না। আমি সত্যিই খুশি যে বাচ্চারা তাদের বাবার সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবে এবং এদিকে আমিও নিশ্চিন্ত থাকব যে ওরা ভালভাবে আছে জেনে।'


আলিয়া এও জানান যে তিনি সবসময় এমন একজন মহিলা যিনি মনের কথা মুখে বলেন এবং বিগ বসে তাঁর প্রবেশের সঙ্গে সেই স্বভাবের কোনও পরিবর্তন হবে না। 'আমি সবসময় আনন্দে ও উৎফুল্ল থাকি। কিন্তু জীবনের নিজের চিত্রনাট্য রয়েছে। একজন মহিলা হিসেবে, আমি একজন অভিনেত্রী, একজন উদ্যোগপতি ও প্রযোজক... কিন্তু সবসময়েই আমাকে তারকা পত্নী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর জীবনে আমার বাচ্চারাই গোটাটা দখল করেছিল এবং তারপর বিগ বসের অফার আসে। আমার মনে হল, কেন না? আমি এটাকে অ্যাডভেঞ্চার হিসেবে এবং নিজের ব্যক্তিত্ব প্রদর্শন করার উপায় হিসেবে দেখছি। মানুষ এবার আলিয়াকে চিনবেন।'


আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস


নওয়াজের সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে আলিয়া বলেন, 'এই ১৯ বছরে আমি কী কী সহ্য করেছি সেটা শুধু আমিই জানি। কিন্তু আমি সুযোগ পেলেও তা বদলানোর চেষ্টা করব না কারণ আমি দুই মিষ্টি সন্তান পেয়েছে ঈশ্বরের কৃপায়।'


আলিয়ার কথায় তিনি নতুন করে জীবন শুরু করতে চান এবং এই তারকা খচিত রিয়েলিটি শোয়ে যোগ দেওয়ার সেটা একটা অন্যতম কারণ। তিনি তাঁর নিজস্ব পরিচয় ফেরত চান। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial